নিজস্ব প্রতিবেদক
পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নবনিযুক্ত শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা গতকাল সোমবার সমাপ্ত হয়েছে। সমাপনী দিনে প্রশিক্ষণ নেয়া শিক্ষকদের উদ্দেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. নূরল আনোয়ার বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানের মাধ্যমে মানবসম্পদে রূপান্তরে পোর্ট সিটি বিশ্ববিদ্যালয় কাজ করছে।
এজন্য শিক্ষকদের মানোন্নয়নে আমরা এ প্রশিক্ষণের আয়োজন করে থাকি। এসময় তিনি একাডেমিক শিক্ষার পাশাপাশি বিতর্ক, খেলাধুলা ও অন্যান্য সহশিক্ষার উপর শিক্ষকদেরকে গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করেন।
প্রশিক্ষণার্থী শিক্ষকদের হাতে সার্টিফিকেট হস্তান্তরের মধ্য দিয়ে সাতদিনের এ প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়। প্রশিক্ষণজুড়ে আধুনিক শিক্ষাপদ্ধতি, পরীক্ষাপদ্ধতি, গবেষণা ইত্যাদির উপর অভিজ্ঞতা অর্জন করেন বিশ্ববিদ্যালয়ের ২১ জন শিক্ষক।ইউনিভার্সিটির ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) অধীনে বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ট্রেনিং এন্ড ডেভলপমেন্ট (সিটিডি) আয়োজিত শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয় গত ১০ মে। কর্মশালার সমন্বয়ক ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও সেন্টার ফর ট্রেনিং এন্ড ডেভলপমেন্ট এর কো-অর্ডিনেটর ফারজানা আমিন।
Discussion about this post