নিজস্ব প্রতিবেদক
বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে ফিন্যানসিয়াল এইড বিষয়ক সেমিনার গত মঙ্গলবার( ২৪মে ) বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম. আওরঙ্গজেব। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর আ.ন.ম. ইউসুফ চৌধুরী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. নারায়ণ বৈদ্য। ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দীন শাহরিয়ারের সঞ্চালনায় এতে মূখ্য আলোচক ছিলেন আমেরিকান কর্ণার চট্টগ্রামের এডুকেশন বিষয়ক এ্যাডভাইজর সামেরা খাঁন। আলোচক ছিলেন ইউনিভার্সিটি অব ওয়েস্ট জর্জিয়ার এ্যালামনাই আনজুমান আরা রশীদ।
প্রধান অতিথি বলেন, একটি শিক্ষিত জনগোষ্ঠী পারে সে দেশের অর্থনৈতিক সামাজিক উন্নয়ন করতে। উচ্চ শিক্ষার জন্য সকল দেশের উচ্চ শিক্ষার দ্বার উন্মুক্ত, বিভিন্ন দেশে উচ্চ শিক্ষা গ্রহনে ইচ্ছুক ছাত্র-ছাত্রীদের জন্য বিভিন্ন আর্থিক সহায়তা এবং স্কলারশীপ প্রদান করা হয়। যা অনেক শিক্ষার্থী শুধু সঠিক তথ্য জানা না থাকার কারনে এ সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়। তিনি বলেন,আজকের এই সেমিনার উচ্চ শিক্ষা গ্রহনের ক্ষেত্রে অনেক বেশী কার্যকরী ভূমিকা পালন করবে।
Discussion about this post