নিজস্ব প্রতিবেদক
প্রিমিয়ার ইউনিভার্সিটির জার্নাল ‘প্রিমিয়ার ক্রিটিকাল পারস্পেক্টিভ’ প্রকাশিত হয়েছে।
গতকাল রোববার বেলা ২টায় প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে উপাচার্য প্রফেসর ড. অনুপম সেনের সঙ্গে সাক্ষাৎ করে তার হাতে জার্নালটি তুলে দিয়েছেন কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও জার্নালের এডিটর ইন চিফ প্রফেসর ড. মোহীত উল আলম এবং অ্যাসোসিয়েট এডিটর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক শাহিদ মো. আসিফ ইকবাল।
এসময় উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. কাজী শামীম সুলতানা ও পরীক্ষা নিয়ন্ত্রক শেখ মুহম্মদ ইব্রাহিম। উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন জার্নালটি হাতে পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
তিনি বলেন, এটি অসাধারণ মানসম্পন্ন জার্নাল। তিনি এমন একটি জার্নাল ছাপানোর প্রক্রিয়ায় সংযুক্ত সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
Discussion about this post