বুধবার বেলা ১২টায় ফিতা কেটে ভর্তি মেলার আনুষ্ঠানিক শুভ উদ্বোবন করেন উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মো. মোজাম্মেল হক। এসময় আরও উপস্থিত ছিলেন উপ—উপাচার্য অধ্যাপক মো. মহিউদ্দিন চৌধুরী, কলা, সামাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. শরীফুজ্জামান, বিভিন্ন বিভাগের প্রধানসহ শিক্ষক ও কর্মকতার্বৃন্দ।
ফল সেমিস্টার—২০২২—তে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের সুবিধার্থে এ মেলার আয়োজন করে বিশ্ববিদ্যালয় কতৃর্পক্ষ। শুধুমাত্র মেলা উপলক্ষে ভর্তি ফি—তে নতুনদের জন্য ৩০% এবং পুরাতন শিক্ষার্থীদের জন্য ৫০% ছাড়ে ভর্তির সুযোগ থাকছে। শুধু তা নয় টিউশন ফি—তে ৫০% পর্যন্ত বিশেষ ছাড়(শর্ত প্রযোজ্য) দিচ্ছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এবং মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য ১০০% ছাড়। এছাড়াও, মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য রয়েছে বৃত্তিসহ নানাবিধ সুযোগ সুবিধা। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য ইউনিভার্সিটির তথ্য অফিস(এডমিশন অফিস) অথবা সরাসরি ০১৯১১৮৮২৭৬৪, ০১৭১১৩৯৫৯৭৭, , ০২৪১৩৮০১০১—১৫ নম্বরে যোগাযোগের অনুরোধ করা হয়েছে । এছাড়াও ইউনিভার্সিটির ওয়েব সাইট www.southern.edu.bd থেকে যাবতীয় তথ্য জানা যাবে।
Discussion about this post