নিজস্ব প্রতিবেদক
বর্তমান সময়ে প্রায় সকল শিক্ষার্থীর মাঝে ক্যারিয়ার নিয়ে ভয় কাজ করে। বিশেষ করে গ্র্যাজুয়েশনের পরবর্তী সময়ে শিক্ষার্থীদের দুশ্চিন্তার যেন শেষ নেই। এই দুশ্চিন্তার অবসান ঘটাতে এবার চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি মার্কেটিং ক্লাবের (আইএমসির) আয়োজনে অনুষ্ঠিত হল ‘ক্যারিয়ার কাউন্সিলিং’ শীর্ষক ক্যারিয়ার বিষয়ক অনুষ্ঠান।
সম্প্রতি নগরীর জামালখানের সিআইইউ ক্যাম্পাসের অডিটরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অনুষ্ঠান বক্তা ছিলেন কোর সার্চ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাজী নাঈম।
তিনি অনুষ্ঠানে কর্মক্ষেত্রে নিজেকে গড়ে তোলার পাশাপাশি ক্যারিয়ার বিষয়ক প্রস্তুতির নানান দিক চমৎকারভাবে উপস্থাপন করেন।
এই সময় কাজী নাঈম ক্যারিয়ার গঠনে একজন যোগ্য পরামর্শদাতার সহায়তা, সিভি তৈরির পদ্ধতি, সাক্ষাৎকারের পরিবেশসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানটি যৌথভাবে উপস্থাপনা করে হাততালি কুড়ান দুই কৃতী শিক্ষার্থী সামিয়া ফয়সাল এবং উম্মে হানি চৌধুরী।
পরে গান গেয়ে ক্যারিয়ার বিষয়ক পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর করে তোলেন অতন্দ্রিলা চক্রবর্তী এবং চৌধুরী সিয়াম সাজিদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিআইইউ বিজনেস স্কুলের মার্কেটিং বিভাগের প্রধান সহকারি অধ্যাপক আবু সোহেল মাহমুদ, প্রভাষক সায়ীদ হাসান প্রমুখ।
Discussion about this post