নিজস্ব প্রতিবেদক
শিক্ষার মানোন্নয়নে গবেষণা কার্যক্রম বৃদ্ধির কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী।
রোববার (১৯ জুন) দুপুরে সিআইইউতে অনুষ্ঠিত ১৯তম অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় সভাপতির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
নিত্যনতুন পরিকল্পনা ও সময়োপযোগী উদ্যোগ শিক্ষায় নতুন ধারণা সৃষ্টি করে বলেও উল্লেখ করেন তিনি।
সিআইইউর রেজিস্ট্রার আনজুমান বানু লিমার পরিচালনায় সভায় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি সৈয়দ মাহমুদুল হক এবং লুৎফে এম আইয়ুব। সভায় সিআইইউর চার স্কুলের ডিন, বিভিন্ন বিভাগের প্রধান, পরীক্ষা নিয়ন্ত্রকসহ জ্যেষ্ঠ শিক্ষক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Discussion about this post