নিজস্ব প্রতিবেদক
এস.এস.সি-২০২২ ইং পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করেছে নগরীর অন্যতম খ্যাতিমান শিক্ষাপ্রতিষ্ঠান হলিচাইল্ড স্কুল এন্ড কলেজ।গত ১৫ জুন স্কুল মিলনায়তনে স্কুল প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যক্ষ এম.কে.বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিদায়ী শিক্ষার্থীগণ ও শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।বিষয়ভিত্তিক শিক্ষকগণ স্ব স্ব বিষয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন।অন্যান্য বক্তাগণ বিদায়ী শিক্ষার্থীদের পাঠে গভীর মনোযোগী হয়ে ভাল ফলাফল অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে সুখী সমৃদ্ধ দেশ গঠনে অংশগ্রহণের জন্য আহ্বান জানান।অধ্যক্ষ এম কে বড়ুয়া পরীক্ষার্থীদের শুভকামনা জানিয়ে বলেন,আজকের বিদায় অনুষ্ঠান মূলত বিদায় নয়, এটা তোমাদের শিক্ষাক্ষেত্রের একটি ধাপ অতিক্রম মাত্র। এখান থেকে তোমরা এস.এস.সি সম্পন্ন করে বিভিন্ন স্বনামধন্য কলেজে অধ্যয়ন করবে এবং আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যানে কাজ করবে।তবেই তোমাদের শিক্ষা অর্জনের সফলতা পাবে।
তিনি আরো বলেন, শুধু শিক্ষার সার্টিফিকেট অর্জনই নয়, বরং জ্ঞ্যান ও গুনের সমৃদ্ধিতে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই হচ্ছে শিক্ষার মূল আদর্শ। তাই নিজেকে আলোকিত ও ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে।বক্তব্য রাখে বেশ ক’জন শিক্ষার্থীও।তারা তাদের বক্তব্যে শিক্ষকদের প্রতি পরম কৃতজ্ঞতা প্রকাশ করে এবং দোয়া কামনা করে।
বক্তব্য শেষে ৮৯ জন পরীক্ষার্থীকে উপহার সামগ্রী প্রদান করা হয়। পরীক্ষায় যাতে ভালো রেজাল্ট অর্জিত হয়,তার জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
Discussion about this post