নিজস্ব প্রতিবেদক
সম্প্রতি এমপিওভুক্তির জন্য নির্বাচিত তালিকায় চট্টগ্রামের ৮টি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা পরিষদ, শিক্ষক-কর্মচারীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষক সমাজের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক আন্তরিকতা এবং সম্মানবোধ থেকেই এই বদান্যতা তাদের কৃতজ্ঞ করেছে।
বুধবার (৬ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব সোনা মনি চাকমার স্বাক্ষরে জারিকৃত প্রজ্ঞাপনে এমপিওভুক্তির (মান্থলি পে অর্ডার) জন্য নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তালিকা প্রকাশ করা হয়। এসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতার সরকারি অংশ (এমপিও) সরকার দিতে সম্মত হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
বৃহত্তর চট্টগ্রামের ১২০টি স্কুল-কলেজ এই তালিকায় রয়েছে। এর মধ্যে নগরের ৮টি সহ চট্টগ্রাম জেলায় ৪২টি, কক্সবাজার জেলায় ১৫টি, রাঙামাটি জেলায় ৩১টি, খাগড়াছড়ি জেলায় ২১টি এবং বান্দরবান জেলায় ১১টি স্কুল-কলেজ নতুন এমপিওভুক্ত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির এ আদেশ ৬ জুলাই থেকে কার্যকর হবে।
নগরসহ চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত এমপিওভুক্ত মোট ৪২টি স্কুল-কলেজের মধ্যে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় রয়েছে ১৩টি, মাধ্যমিক বিদ্যালয় রয়েছে ১৯টি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ৮টি এবং ২টি উচ্চ মাধ্যমিক কলেজ ও ডিগ্রি কলেজ।
কক্সবাজার জেলায় মোট ১৫টি এমপিওভুক্ত স্কুল-কলেজের মধ্যে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ১০টি ও মাধ্যমিক বিদ্যালয় ৫টি। রাঙামাটি জেলায় এমপিওভুক্ত মোট ৩১টি স্কুল-কলেজের মধ্যে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ১৮টি, মাধ্যমিক বিদ্যালয় ১১টি এবং উচ্চ মাধ্যমিক কলেজ ২টি।
খাগড়াছড়ি জেলায় এমপিওভুক্ত মোট ২১টি স্কুল-কলেজের মধ্যে ১০টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এবং ১১টি মাধ্যমিক বিদ্যালয়। বান্দরবান জেলায় এমপিওভুক্ত মোট ১১টি স্কুল-কলেজের মধ্যে ২টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ৮টি মাধ্যমিক বিদ্যালয় ও একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।
Discussion about this post