নিজস্ব প্রতিবেদক
সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের ২০২১-২০২২ সেশন শিক্ষার্থীদের গ্রাজুয়েশন ডে (দ্বাদশ শ্রেণির সমাবর্তন) গতকাল বৃহস্পতিবার স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান। স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর ডা. রবিউল হোসাইন বিশেষ অতিথি ছিলেন।
প্রধান অতিথি বলেন, আজকের যারা গ্রাজুয়েট তারা অনেক ভাগ্যবান। একটি উৎকৃষ্ট শিক্ষা প্রিিতষ্ঠানে গ্রাজুয়েশন সম্পন্ন করতে পেরেছে। তিনি পরিশ্রমী, আত্মবিশ্বাসী এবং অধ্যবসায়ের দ্বারা নিজেদের প্রতিষ্ঠিত হতে শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
বিশেষ অতিথি প্রফেসর ডা. রবিউল হোসাইন শিক্ষার্থীদের অ্যাকাডেমিক যোগ্যতা অর্জনের পাশাপাশি নৈতিক শিক্ষায় বলীয়ান হওয়ার আহবান জানান। উপস্থিত ছিলেন সাইডার জুনিয়র স্কুল উপাধ্যক্ষ নীতি ত্রিপাঠী। সভাপতিত্ব করেন স্কুলের অধ্যক্ষ জ্ঞানেশ চন্দ্র ত্রিপাঠী।
Discussion about this post