মো. সাইদুল ইসলাম চৌধুরী
সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ’র ফার্মেসি বিভাগের উদ্যোগে স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে সম্প্রতি দিনব্যাপী আয়োজন করা হয় বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম।
মূলত নবীন শিক্ষার্থীদের ক্যাম্পাসে আগমন উপলক্ষে এ কর্মসূচি পালন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কর্মসূচির উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক এম মহিউদ্দিন চৌধুরী। এসময় আরও উপস্থিত ছিলেন আইন বিভাগের উপদেষ্টা অধ্যাপক মহিউদ্দিন খালেদ, ফার্মেসি বিভাগের প্রধান ড. মোহাম্মদ ইব্রাহীম, শিক্ষকবৃন্দসহ শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এম মহিউদ্দিন চৌধুরী বলেন, রক্তের গ্রুপ জেনে রাখা খুব গুরুত্বপূর্ণ কারণ জাতীয় পরিচয় পত্র থেকে শুরু করে বিভিন্ন ডকুমেন্ট তৈরির ক্ষেত্রে এ তথ্যটি চাওয়া হয়। এছাড়াও চিকিৎসা সেবা, রক্তদানসহ নানাবিধ প্রযোজনে রক্তের গ্রুপ জানা জরুরি।
নতুন শিক্ষার্থীদেরকে এ বিষয়ে সচেতন ও উদ্বুদ্ধ করতে এ কর্মসূচির আয়োজন করে ফার্মেসি বিভাগ। এত সুন্দর আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আশাকরি এ অনুষ্ঠানটি নবীনদের উৎসাহিত করবে।
Discussion about this post