নিজস্ব প্রতিবেদক
প্রিমিয়ার ইউনিভার্সিটির সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনি’র (ইউটিএস) যৌথ শিক্ষা কার্যক্রমের উদ্বোধন হয়েছে।
অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুর এই শিক্ষা কার্যক্রম অস্ট্রেলিয়া ও বাংলাদেশের আন্তরিক সম্পর্কের দৃষ্টান্ত উল্লেখ করে বলেন, ‘২০২২ সালের ৩১ জানুয়ারি বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়ার সম্পর্কের ৫০ বছর উদযাপন করা হয়েছে। শিক্ষা, মাইগ্রেশন ও ক্রিকেট- এই তিনটি ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক অত্যন্ত আন্তরিক। বাংলাদেশের প্রচুর শিক্ষার্থী অস্ট্রেলিয়া থেকে ফ্রি স্কলারশিপ পায়। মিনারেল রিসোর্স, রিনিউবেল রিসোর্স ও জ্বালানি খাতে বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়ার বিনিয়োগ সম্পর্ক আছে।’
সভাপতির বক্তব্যে প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন বলেন, বর্তমান বিশ্ব প্রযুক্তিনির্ভর বিশ্ব। যে দেশ প্রযুক্তিতে যত অগ্রসর হবে, সে-দেশই এগিয়ে যাবে। বাংলাদেশ একদিন বিশ্বের সবচেয়ে ধনী দেশ ছিল। একথা বলেছেন শাহজাহানের আমলে আগত পর্যটক বার্নিয়ার। ইংল্যান্ডের এক ছোট কোম্পানি-ইস্ট ইন্ডিয়া কোম্পানি-প্রযুক্তিতে তাদের দক্ষতার কারণে সিরাজদ্দৌলাকে হারিয়ে এই সমৃদ্ধ বাংলাদেশ দখল করে নেয়। এই দক্ষতার কারণে ৫০ বছরের মধ্যে এই কোম্পানিটি সারা উপমহাদেশ দখল করে নিতে সক্ষম হয়। জাপান একসময় দরিদ্র দেশ ছিল। কিন্তু ১৮৫৪ সালে মেজিদের ক্ষমতা পুনর্দখলের পরে তারা তাদের শিক্ষার্থীদের সারা বিশ্বের উন্নত দেশে, বিশেষত, ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স প্রভৃতি দেশে পাঠিয়ে দেয় বৈজ্ঞানিক-প্রযুক্তি শিক্ষা অর্জনের জন্য।
তিনি আরও বলেন, ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনি (ইউটিএস) সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটির এই যৌথ উদ্যোগ আমাদের শিক্ষার্থীদের প্রযুক্তিজ্ঞান অর্জনে বিশেষ সহায়ক হবে। আমরা চাই, অস্ট্রেলিয়া ও অন্যান্য দেশের আরও উন্নত বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে আমাদের বিশ্ববিদ্যালয়ের সহযোগিতার পথ খুলে যাক, আমাদের শিক্ষার্থীদের জন্য উচ্চমানের প্রযুক্তিজ্ঞানের দ্বার উন্মুক্ত হোক।
ইউনিভার্সিটির উপাচার্য একুশে পদকপ্রাপ্ত সমাজবিজ্ঞানী ড. অনুপম সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- ইউটিএস’র ব্যবস্থাপনা পরিচালক আলেক্স মারফি, বাংলাদেশ এডুকেশন এন্ড রিসার্চ ইনস্টিটিউটের (বেরি) সিইও ড. আরিফ জোবায়ের, ইউটিএস-পিইউসি প্রোগ্রামের সমন্বয়কারী ও প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রকৌশল ও বিজ্ঞান অনুষদের ডিন তৌফিক সাঈদ।
অনুষ্ঠানে জানানো হয়, উদ্ভাবনী শিক্ষণ পদ্ধতির জন্য ব্যাপকভাবে পরিচিত ও বিখ্যাত ‘ইউটিএস’ অস্ট্রেলিয়ার সিডনির প্রাণকেন্দ্রে অবস্থিত। অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সারির প্রতিষ্ঠান হিসেবে এর পরিচিতি আছে, যারা অনলাইন ও অফলাইনে শিক্ষা দেয়। ইউটিএস প্রিমিয়ার ইউনিভার্সিটির সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে তাদের কার্যক্রম শুরু করবে। তাদের সঙ্গে আরও থাকছে বাংলাদেশ এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (বেরি)। ডিগ্রি চালুর প্রথম বর্ষে শিক্ষার্থীরা কম খরচে ভর্তি হতে পারবেন।
Discussion about this post