নিজস্ব প্রতিবেদক
ইনস্টিটিউট অব গ্লোবাল ম্যানেজমেন্ট এন্ড ইনফরমেশন সিস্টেম (IGMIS) কলেজের রেগুলার এমবিএ প্রোগ্রাম-এর ৪র্থ ব্যাচের শিক্ষার্থীগণ কৃতিত্বের সাথে গ্রাজুয়েশন সম্পন্ন করায় কলেজের পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানানো হয়েছে। চট্টগ্রামের মেহেদীবাগে অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত স্বনামধন্য এই কলেজটি ২০০৬ সালে প্রতিষ্ঠত হয়।
কলেজের অধ্যক্ষ এস. এম. জাকির হোসেন কৃতী শিক্ষার্থীদের স্বাগত জানান ও তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তিনি তাদের অর্জিত জ্ঞান দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাবে বলে আশা প্রকাশ করেন।
তিনি আরো বলেন, শিক্ষার্থীরা কঠোর পরিশ্রম করেছে ও তাদের আশানুরুপ ফল পেয়েছে। উক্ত কলেজের পূর্বের ব্যাচের একজন শিক্ষার্থীর জিপিএ ৩.৯৬ ছিল যা বাংলাদেশের মধ্যে ২য় উচ্চতর।তিনি এই প্রফেশনাল রেগুলার (এক বৎসরের) এমবিএ প্রোগ্রামের সেশন জট কমিয়ে আনতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিকট অনুরোধ রাখেন।
শিক্ষার্থী সিরাজুন মনি উচ্ছাস প্রকাশ করে বলেন, ” এমবিএ পাস করার অনুভূতি অসাধারণ। আমার মেজর ছিল ফিন্যান্স। এমবিএ তে ভালো ফলাফলের ফিছনে কলেজ ও স্যারদের অবদান অনেক। সব মিলিয়ে খুব ভালো লাগছে”।
অপর শিক্ষার্থী মোঃ আনিস শওকত বলেন,” আলহামদুলিল্লাহ! প্রথমে মহান আল্লাহর নিকট শোকরিয়া জ্ঞাপন করছি, যে মহান রাব্বুল আল আমিনের অশেষ রহমতে সফলতার সাথে ফিন্যান্স এন্ড ব্যাংকিং নিয়ে এমবিএ সম্পন্ন করতে পেরেছি। সেই সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি শ্রদ্ধেয় প্রিন্সিপাল এস. এম. জাকির হোসেন, শিক্ষক মোঃ সাইফুল ইসলাম , কো-অর্ডিনেটর মোঃ আল আমিন তালুকদার সহ কলেজের সকল শিক্ষকদের প্রতি।আজকে একাডেমিক জীবনের শেষ ডিগ্রী অর্জন করতে পেরে অনেক বেশী ভাল লাগছে।
উল্লেখ্য, চট্টগ্রামের প্রাণকেন্দ্রে মেহেদিবাগে অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত প্রফেশনাল বিবিএ ও এমবিএ কোর্স পরিচালনাকারী প্রতিষ্ঠান আই.জি.এম.আই.এস. শুরু থেকেই সফলতার স্বাক্ষর রেখে চলেছে। কলেজটিতে বিবিএ অনার্স ১৬ তম ব্যাচ ও রেগুলার এমবিএ (১ বৎসর) ৭ম ব্যাচের ভর্তি চলছে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
Discussion about this post