নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অল ক্লাব ফিমেল সেকশন আয়োজিত অনলাইন এরাবিক কোর্সসহ প্রতিযোগিতামূলক ৫টি ইভেন্টে বিজয়ীদের পুরস্কার বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১২ নভেম্বর সকাল ১১টায় ফিমেল একাডেমিক জোনের সেমিনার হলে অনুষ্ঠানে বিজয়ী ১৫ জন ছাত্রীকে পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এবং ফিমেল একাডেমিক জোনের চেয়ারম্যান মিসেস রিজিয়া রেজা চৌধুরী।
তিনি ছাত্রীদের উদেশ্যে বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় ভাষা ও সাহিত্যের বিকল্প নেই। এক্ষেত্রে আরবি ভাষা বিশ্বসাহিত্যে প্রথম সারিতে অবস্থান করছে। আরবি ভাষা ধর্মীয় ভাষা হলেও এর পার্থিব গুরুত্ব কোনও অংশে কম নয়। আরবি বিভাগে পড়ুয়া ছাত্র-ছাত্রীরা দেশ, জাতি ও সমাজের সেবা করে আইআইইউসির লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি আরও বলেন, তোমাদের যোগ্যতাকে বিকশিত করার উপযুক্ত প্লাটফর্ম পেয়েছো। আরবির পাশাপাশি দেশের ইতিহাস ও ঐতিহ্যও তোমাদের জানতে হবে, তাতেই তোমাদের ঝলকানিতে বিশ্ববিদ্যালয় সমৃদ্ধ হবে।
আরবি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ মাহমুদুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন আইআইইউসি’র ট্রেজারার এবং কলা ও মানববিদ্যা অনুষদের ডীন প্রফেসর ড. হুমায়ূন কবির এবং প্রক্টর ইফতেখার উদ্দিন।
ড. হুমায়ূন কবির বলেন, আজকের মেয়েরা আগামিতে আইআইইউসির পরিচালনার আসনে বসবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিভাগের সহকারী অধ্যাপক ড. মুঈনুদ্দিন আযহারী। বক্তব্য দেন আরবি বিভাগের লেকচারার যুহাইর ফুরকান, সিজিইডি এর লেকচারার মাসনূনা আকতার ও ইংরেজি বিভাগের লেকচারার আয়েশা সিদ্দিকা।
অনুষ্ঠান সভাপতির বক্তব্য ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয়।
Discussion about this post