ক্যারিয়ার ডেস্ক
যোগান ব্যাবস্থাপনা পেশাজীবীদের উন্নয়নের লক্ষে, নগরীর প্রফেশনাল কোর্স পরিচালনাকারী প্রতিষ্ঠান বিথম কলেজ অফ প্রফেশনালস, গত ৩রা ডিসেম্বর সাপ্লাই চেইন বিষয়ক এক কর্মশালার আয়োজন করেছে। প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে আয়োজিত প্রভাষক ফাতিমা তুন নিসার সঞ্চালনায় এই কর্মশালায় মো.ইমতিয়াজ উদ্দিন চৌধুরী একজন যোগানব্যবস্থাপনা ও বিক্রয়-বাজারজাতকরণ বিশেষজ্ঞ হিসেবে “বিএসআরএম” শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন।
এস.এম.শরফুদ্দিন আহমদ মাহী বহুমাত্রিক যোগানব্যবস্থাপনা চর্চায় বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত (GSK, Mobil, MLS-SCM ITC ,Switzerland ও CSCM ISCEA USA, Certified) এবং ইসলাম গ্রুপ এগ্রো ডিভিশনে – “আফতাব বহুমুখী ফার্ম লিমিটেড” এর প্রতিনিধিত্ব করেন। তিনি “দি প্রফেশনালস” নামীয় প্রশিক্ষণ কেন্দ্রের মূখ্য প্রশিক্ষক।
বিথম কলেজ অফ প্রফেশনালস, OTHM Qualifications-UK এর অধীনে তরুণ প্রশিক্ষণার্থী ও পেশাজীবী গণের কর্মদক্ষতা উন্নয়নের লক্ষে, পারস্পরিক এই কর্মশালার আয়োজন করেছে। এতে উল্লেখযোগ্যসংখ্যক অংশগ্রহনকারী উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিথম কলেজের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. জিয়াউদ্দিন নয়ন ও ব্র্যান্ড এন্ড ডিজিটাল মার্কেটিং ম্যানেজার মো. মুবিনুল আলম।
বিথমের প্রধান নির্বাহী মো. মোয়াজ্জেম হোসেন জানান, পিজিডি ইন সাপ্লাই চেইন যুক্তরাজ্যের OTHM-এর অধীনে এই মর্যাদাপূর্ণ পেশাদার কোর্সটিতে ভর্তির সুযোগ থাকছে ৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত। ১০ মাস মেয়াদী এই কোর্সটির ক্লাস চলবে প্রতি শনিবার । চাকুরীরতদের জন্য রয়েছে সান্ধ্যকালীন ক্লাসের সুবিধা। পুরো কোর্সের এডভাইজর রুপে থাকছেন চট্টগ্রাম তথা বাংলাদেশের শীর্ষস্থানীয় সাপ্লাইচেইন ম্যানেজমেন্ট এবং সেলস-মার্কেটিং বিশেষজ্ঞ মো.ইমতিয়াজ উদ্দিন চৌধুরী এবং প্রশিক্ষণ দেবেন আন্তর্জাতিক অভিজ্ঞতায় সমৃদ্ধ খ্যাতিমান সাপ্লাইচেইন ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ এস.এম.শরফুদ্দিন আহমদ মাহী। অতএব বাংলাদেশে একটি মর্যাদাপূর্ণ গ্লোবাল সার্টিফিকেশন অর্জনের এটি একমাত্র সুযোগ।
Discussion about this post