নিজস্ব প্রতিবেদক
প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে হাজারও সমস্যার উদ্ভব হয়। আর সমস্যা যেমন আছে, তেমনি আছে তার সমাধানও।
এই সমাধান খুঁজতে গিয়েই তরুণ প্রজন্মের ভেতর তৈরি হচ্ছে ভবিষ্যৎ উদ্যোক্তা।
চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) অনুষ্ঠিত ‘ইন্ট্রা সিআইইউ ‘কেস চ্যাম্পিয়নশীপ’ প্রতিযোগিতায় এমনই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অংশ নেওয়া শিক্ষার্থীরা।
সম্প্রতি নগরের জামালখানের সিআইইউ ক্যাম্পাসের অডিটোরিয়ামে এই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়।
সিআইইউর ইন্ট্রেনসিক ফাইন্যান্স ক্লাব শিক্ষার্থীদের জন্য এই প্রতিযোগিতার আয়োজন করে। অনুষ্ঠানটির সহযোগী প্রতিষ্ঠান ছিল পিএফইসি গ্লোবাল।
প্রতিযোগিতায় ২৩টি দল অংশ নেয়। সেখান দুটি দল বিজয়ী হয়। এতে স্কুল অব ল অনুষদের দল ‘হোপ’এবং বিজনেস স্কুল অনুষদের ‘মার্কেট মোগল’ রানার্স আপ হওয়ার গৌরব লাভ করে।
দুই কৃতী শিক্ষার্থী রাহিম হোসাইন এবং নিলয় কর্মকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিজনেস স্কুলের সহকারি অধ্যাপক সায়ীদ হাসান, পিএফইসি গ্লোবালের স্টুডেন্ট কাউন্সিলর শারমিন আক্তার, ফাইন্যান্স ক্লাবের সভাপতি সাহারা সুলতানা প্রমুখ।
অনুষ্ঠান শেষে ইন্ট্রেনসিক ফাইন্যান্স ক্লাবের নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। এর আগে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন ক্লাবের সদস্যরা।
Discussion about this post