তানভীর পিয়াল
স্বাধীনতা সংগ্রামে বিজয়ের ৫১তম বছর উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করেছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ)। দিনব্যাপী নানা আয়োজনে মুখর ছিলো বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন। সূর্যোদয়ের পরপরই নতুন জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবস উদযাপনের আয়োজনমালা। সারাদিন ক্যাম্পাসে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান বাজানো হয় ক্যাম্পাসে।
বিকেল ৩টায় উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খানের নেতৃত্বে ইডিইউর সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সমবেত হন বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে। এ সময় পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধে প্রাণ হারানো সকল শহীদকে সম্মান জানানো হয়। এরপর উপস্থিত সকলেই কর্তৃপক্ষ আয়োজিত এক সভায় মিলিত হন।
এতে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধকালীন আন্তর্জাতিক জনমত গঠনের অন্যতম সংগঠক, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য অর্থনীতিবিদ প্রফেসর মুহাম্মদ সিকান্দার খান বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বিজয়লাভ শুধু আমাদের নয়, একইসাথে পুরো বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা। আমাদের মুক্তিযুদ্ধ ছিলো শোষকের বিরুদ্ধে শোষিতের লড়াই। ফলে, বিদেশে জনমত গঠন করতে গিয়ে আমরা সে সময় ইউরোপজুড়ে বামপন্থী সংগঠনগুলোর সহায়তা পেয়েছিলাম। কিন্তু আমরা স্বাধীনতা অর্জন করার পর, তারা বলেছিলো এ বিজয় সমাজের বুর্জোয়া শ্রেণীর বিজয়। শোষিত শ্রেণীর স্বাধীনতা এতে অর্জিত হয়নি এবং হলোও তাই।
যে আদর্শকে আমরা সামনে রেখেছিলাম, স্বাধীনতা অর্জনের পর আমরা সে লক্ষ্য থেকে অনেক দূরে সরে এসেছি।কোষাধ্যক্ষ অধ্যাপক সামস উদ-দোহার সভাপতিত্বে সভায় প্রধান আলোচকের বক্তব্যে ইডিইউর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, ‘গাহি সাম্যের গান।’ একাত্তরে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের বিজয়ের মূলমন্ত্র ছিলো একতা। সাম্যের আদর্শকে সামনে রেখে বাংলাদেশের আপামর জনসাধারণ ঐক্যবদ্ধ হয়েছিলো সে সময়। বর্তমান বাংলাদেশের বিদ্যমান সমস্যাগুলো কাটিয়ে উঠে সামনে এগিয়ে যেতে হলে দলমত নির্বিশেষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ‘সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।’ মানুষের কল্যাণ ও সাম্যই হতে হবে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য।
রেজিস্ট্রার সজল কান্তি বড়ুয়ার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সেটন হিল ইউনিভার্সিটির স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর ড. দেবাশীষ চক্রবর্তী, ইডিইউ স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাসোসিয়েট ডিন প্রফেসর ড. নাজিম উদ্দিন, স্কুল অব বিজনেসের অ্যাসোসিয়েট ডিন প্রফেসর ড. রকিবুল কবির ও স্কুল অব লিবারেল আর্টসের অ্যাসোসিয়েট ডিন শহিদুল ইসলাম চৌধুরী। বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক তোফাতুন্নেছা চৌধুরী, প্রভাষক এসএম তাহমিদুল ইসলাম।
সভা শেষে ইডিইউ স্পোর্টস ক্লাব আয়োজিত ‘বিজয় ইন্টার ইউনিভার্সিটি বাস্কেটবল টুর্নামেন্ট ২০২২’ উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মোট ২০টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে এশিয়ান উইম্যান ইউনিভার্সিটি দলের বিরুদ্ধে বিজয়ী হয় ইডিইউ নারী বাস্কেটবল দল। এরপর দিবস উপলক্ষে ইডিইউ সোশ্যাল সার্ভিস ক্লাবের উদ্যোগে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
Discussion about this post