মো. সাইদুল ইসলাম চৌধুরী
নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন করলো সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ। ১৬ ডিসেম্বর সকালে জাতীয় পাতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এর পর সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন, আলোচনা সভা সহ নানা অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালন করে ইউনিভার্সিটি কতৃর্পক্ষ।
ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে হল রুমে পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিজয় শংকর বড়ুয়ার সভাপতিত্বে আয়োজিত বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য এম মহিউদ্দিন চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রধান অধ্যাপক প্রকৌশলী আশুতোষ নাথ। আরও উপস্থিত বিভিন্ন বিভাগের প্রধানগণ, শিক্ষকবৃন্দসহ কর্মকতার্রা।
আলোচনা সভায় বক্তারা বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বলেন, শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সব বীর মুক্তিযোদ্ধাদের যাদের প্রাণের বিনিময়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি। কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানায় স্বাধীনতার মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যাঁর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ হয়েছিলো দেশের মানুষ। সততা ও দেশ প্রেমের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ বিনিমার্ণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। কাঙ্খিত উন্নয়নের মাধ্যমে সমতাভিত্তিক স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত হলে তবেই শহীদদের আত্মত্যাগ সার্থক হবে ।
তারা আরও বলেন, ৭১ এর দিনগুলো কতটা ভয়াবহ ছিল আমরা যারা দেখেছি তারা ভালো জানি। স্বজনহারা মানুষ এখনো ক্ষত-বিক্ষত হৃদয়ে লালন করছে পশ্চিম পাকিস্তানীদের নির্মমতাকে। স্বাধীনতা একটি জাতির অহংকার ও গৌরবের প্রতীক। জাতি হিসেবে আমাদের দায়িত্ব অর্জিত স্বাধীনতাকে রক্ষা করে এর মান সমুন্নত রাখা। সত্যিকার অর্থে প্রকৃত দেশপ্রেমের মাধ্যমে স্বাধীনতার মর্যাদা অক্ষুন্ন রাখা সম্ভব, শুধুমাত্র উদযাপনের মধ্যে মহান এ দিবসকে সীমাবদ্ধ না রেখে যথাযথভাবে মুক্তির যুদ্ধের ইতিহাস বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরা।
Discussion about this post