বিশেষ প্রতিবেদক
নগরীতে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ইনস্টিটিউট অব গ্লোবাল ম্যানেজমেন্ট এন্ড ইনফরমেশন সিস্টেম (IGMIS) কলেজ এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে নবীন বিবিএ শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে।২৮ জানুয়ারি শনিবার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এই নবীনবরণ ২০২৩ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ এস,এম, জাকির হোসেন এবং প্রধান অতিথিরুপে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও গবেষক, ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিসার্চ এর চেয়ারম্যান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক এস.এম.আহসানুল আলম পারভেজ।বিশেষ অতিথিরুপে উপস্থিত ছিলেন কলেজ প্রতিষ্ঠাতা খাদিজা পারভীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. বজলুর রহমান, ড. আতাউর রহমান, উপ-পরিচালক, জতিতাত্ত্বিক জাদুঘর,চট্টগ্রাম, আমির দাউদ, চীফ অপারেটিং অফিসার, বেঙ্গল গ্রুপ, মো. আরিফ আহমেদ, এজিএম, চট্টগ্রাম স্টক এক্সচেন্জ লি: এবং শিক্ষার আলো পত্রিকার সম্পাদক এস,এম, পারভেজ এবং এডভোকেট চৌধুরী গোলাম মহিউদ্দিন খান।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট দিয়ে বরণ করে নেন নবীন ছাত্রছাত্রীরা।
প্রধান অতিথি অধ্যাপক এস.এম.আহসানুল আলম পারভেজ তাঁর বক্তব্যে বলেন, সুষম সমাজ বিনির্মাণের লক্ষ্যে তরুণ প্রজন্মকে মানবকল্যাণমুখী জ্ঞান অর্জন করতে হবে।বিশ্বের সমসাময়িক আধুনিক ধ্যানধারণায় দক্ষ মানবসম্পদ রুপে নিজেকে গড়ে তুলতে হবে।নিছক চাকুরীর জন্য লেখাপড়া না করে গবেষণালব্ধ জ্ঞান অর্জন করে নিজকে অনন্য মাত্রায় নিয়ে যেতে হবে।তবেই আমরা অনার্স-মাস্টার্স করা কেরানীর পরিবর্তে উদ্যোক্তা এবং প্ল্যানার পাব।আর এজন্য চাই একনিষ্ঠ সাধনা ও জ্ঞান অর্জনের প্রবল স্পৃহা।
তিনি ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিসার্চ এর আওতায় আইজিএমআইএস কলেজ একটি গবেষণা কেন্দ্র স্থাপনের ঘোষণা দেন এবং গবেষণারত সেরা শিক্ষার্থীর জন্য বৃত্তি ঘোষণা করেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলো বাংলাদেশী প্রথম নারী বিশ্বপর্যটক কাজী আসমা আজমেরী!যিনি এ পর্যন্ত ১৪২ টি দেশ ভ্রমণ করে অর্জন করেছেন দুর্লভ সব অভিজ্ঞতা।তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্য শ্রোতাদের মুগ্ধ করে।
গভর্ণিং বডির সভাপতি সহযোগী অধ্যাপক মো. বজলুর রহমান তরুণ শিক্ষার্থীদের পুঁথিগত বিদ্যার পাশাপাশি কর্মমুখী দক্ষতা ও প্রশিক্ষণ অর্জনের উপর জোর দিয়ে বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয বা জাতীয় বিশ্ববিদ্যালয় কোন বিষয় নয়,আসল বিষয়টি হলো তুমি নিজে কতটুকু গ্রহণ করতে পেরেছো। আর এর জন্য চাই কঠোর পরিশ্রম।
অধ্যক্ষ এস.এম. জাকির হোসেন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আইজিএমআইএস কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয় অনুমোদিত একটি আদর্শ কলেজ, যেখানে বিবিএ শিক্ষার্থীদের জন্য আধুনিক সব শিক্ষাউপকরণ, লাইব্রেরী ,কম্পিউটার ল্যাবসহকারে পাঠদানের জন্য রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপকবৃন্দ।ছাত্রছাত্রীরা নিষ্ঠার সাথে ক্লাসে মনোযোগী হয়ে অভিজ্ঞ শিক্ষকগণের সান্নিধ্যে নিজদের ভবিষ্যত উজ্জ্বল করে তুলবে এই প্রত্যাশা করি।
অন্যান্য বক্তাগণ শিক্ষার্থীদের সফল ক্যারিয়ার নির্মাণে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।তাঁরা লেখাপড়ার পাশাপাশি উপস্থাপন দক্ষতা, আইটি দক্ষতা ও বিশ্লেষণ দক্ষতার উপর গুরুত্ব দেন।
আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় তারুণ্যের এই মিলনমেলা। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন শিক্ষার্থী সাফা মারওয়া এবং সার্বিক পরিচালনায় ছিলেন সাইফুল ইসলাম।
Discussion about this post