নিজস্ব প্রতিবেদক
নগরীর ডিজিটাল বিদ্যাপীঠ খ্যাত এসএসবিএইচ(স্কুল অব সায়েন্স,বিজিনেস এন্ড হিউমেনিটিজ এবং সিএসবিএইচ (কলেজ অব সায়েন্স বিজিনেস এন্ড হিউমেনিটিজ)এর উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ গত ১৮ফেব্রুয়ারী,শনিবার নাসিরাবাদ সরকারী বালক উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়ে গেলো।
বর্ণাঢ্য এই ক্রীড়াঅনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার(উত্তর) মোখলেসুর রহমান,বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার(উত্তর) আরাফাতুল ইসলাম এবং নাসিরাবাদ সরকারী বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপম দাশ, এক্সিকিউটিভ ফাউন্ডেশন এর চেয়ারম্যান বিশিষ্ট ইংলিশ ল্যাংগুয়েজ এক্সপার্ট মেহরাব মাসুক , এসএসবিএইচ এর অধ্যক্ষ শেখ মো: আব্দুস সেলিম এবং প্রধান শিক্ষক মমতাজ বেগম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, খেলাধূলা যারা করে তারা যেমন আনন্দিত হয় তেমনি যারা দেখেন তারাও উপভোগ করেন।শারীরিক ও মানসিক বিকাশে খেলাধূলার কোন বিকল্প নেই।খেলাধূলা কিশোর তরুণদের মাদক এবং অনৈতিক কাজ থেকে বিরত রাখে।তাই এর চর্চা বাড়াতে হবে।
এক্সিকিউটিভ ফাউন্ডেশন এর চেয়ারম্যান মেহরাব মাসুক বলেন, খেলাধূলা একটি সহশিক্ষা কার্যক্রম।এর মাধ্যমে তার যে মানসিক বিকাশ লাভ ঘটে তাই তার লেখাপড়ার অগ্রগতিকে ত্বরান্বিত করে।সাফল্য এবং অসাফল্য, জয় ও পরাজয় উভয়কেই সমান ভাবে গ্রহন করবার মহৎ শিক্ষা শিশুরা খেলাধুলা থেকে অর্জন করে। খেলাধূলা তার ভবিষ্যত নেতৃত্বের এবং সামাজিক বন্ধনের ভিত গড়ে দেয়।তাই এসএসবিএইচ এবং সিএসবিএইচ-এ আমরা সবসময় খেলাধূলা ও সহশিক্ষামূলক কার্যক্রমের উপর বিশেষ গুরুত্ব দিয়ে থাকি।
মশাল দৌঁড়ের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানের শুরুতে স্কাউটদের পরিবেশনায় মার্চপাস্ট ও বিশেষ শারীরিক কসরত উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।৫০ ও ১০০ মিটার দৌড়,বিস্কুট দৌঁড়,মার্বেল দৌঁড়,মোরগ খেলা,দড়ি লাফ, গোলক নিক্ষেপ, হাই জাম্প, লং জাম্প ইত্যাদি বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে ক্ষুদে ক্রীড়াবিদরা চরম উৎসাহে। সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ছিলো যেমন খুশী তেমন সাজো ।
এই পর্বে বংগবন্ধু, লিওনেল মেসি, মুক্তিযোদ্ধা, ডাক্তার, সেনা কমান্ডো,স্পাইডারম্যান,পুলিশ অফিসার, নববধূ সকলে সমবেত হয় একই মঞ্চে! বিশেষ করে ছোট্ট বংগবন্ধু সবাইকে আবেগতাড়িত করে।আর বিশ্বকাপ হাতে লিওনেল মেসি সবার আকর্ষণে পরিণত হয়।অন্যদিকে তুরস্কের ভুমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য সাহায্য চেয়ে ঘুরে বেড়ানো মানবিক শিশুটি সবার নজর কাড়ে ভিন্নমাত্রায়।বিচারকদের প্রশ্নের মজার মজার সব উত্তর দিয়ে পুরস্কার বাগিয়ে নেয় প্রতিযোগীরা।
উপস্থিত অভিভাবক ও দর্শকগণ দারুণ উপভোগ করেন বর্ণাঢ্য এই ক্রীড়া আয়োজন।
সবশেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। সুখময় আনন্দ অনুভূতি নিয়ে ঘরে ফেরে স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা।
Discussion about this post