নিজস্ব প্রতিবেদক
২১ ফেব্রুয়ারির মহান ভাষা শহীদগণকে স্মরণ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে অক্সিজেন আবাসিক এলাকার সুপরিচিত বিদ্যালয় হলিচাইল্ড স্কুল এন্ড কলেজ। ।সকালে প্রভাত ফেরীর মাধ্যমে শুরু হয় মহান এই দিবসের কার্যক্রম। এতে অংশগ্রহণ করেন স্কুলের শিক্ষকগণ ও ছাত্রছাত্রীরা। আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী- অমর এই গানের ছন্দে শিক্ষার্থীরা স্কুল ক্যাম্পাসে শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের সম্মান জানান।।
এরপর চিত্রাংকন প্রতিযোগিতায় পরম উৎসাহে অংশগ্রহণ করে ছাত্রছাত্রীরা। রংতুলিতে শিল্পীরা তুলে ধরে মহান একুশের ইতিহাস ও গৌরব। চিত্রাংকন শেষে ‘যেমন খুশী তেমন সাজো’ পর্বটি ছিলো ভীষণ আকর্ষণীয় ।এই পর্বে বঙ্গবন্ধু,মুক্তিযোদ্ধা,ডাক্তার,লাল-নীল পরী,নববধূ, পথশিশু, শ্রমজীবী প্রভৃতি নানা বেশের সাজ ছিলো মনোমুগ্ধকর!বিশেষ করে বঙ্গবন্ধুর ভাষণ সবাইকে আলোড়িত করে।
সাংস্কৃতিক অনুষ্ঠানে একুশের গান কবিতা নিয়ে ছাত্রছাত্রী এবং শিক্ষকদের পরিবেশনা মুগ্ধ করে উপস্থিত দর্শক শ্রোতাদের। এরপর অধ্যক্ষ এম,কে,বড়ুয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিথিবৃন্দ।
অধ্যক্ষ এম,কে,বড়ুয়া শিক্ষার্থীদের সামনে ভাষা আন্দোলনের পটভূমি ও ইতিহাস তুলে ধরে বলেন, ১৯৫২-এর ভাষাশহীদদের পবিত্র রক্তস্রোতের সাথে মিশে আছে বাঙালির জাতীয় মুক্তি-সংগ্রামের গৌরবগাঁথা। ’৫২-এর একুশে ফেব্রুয়ারিতে বাংলার ছাত্রসমাজ আত্মদান করে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা করেছিল। রক্তরাঙা অমর একুশে ফেব্রুয়ারি রক্তের প্লাবনের মধ্য দিয়ে আজ সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গৌরবময় আসনে আসীন।তাই আজ আমরা বাংলা ভাষাকে সমুন্নত রাখতে বাংলায় কথা বলবো, বাংলায় গাইবো ,বাংলায় পথ চলবো।বিজাতীয় সংস্কৃতিকে ছুঁড়ে ফেলে দেশীয় সংস্কৃতির আবহে জীবনকে গড়ে তুলবো।
বাংলা ভাষাকে শুদ্ধভাবে লিখার ও বলার প্রচেষ্টায় সন্তানদের সাহায্য করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান, তিনি।
আলোচনা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
Discussion about this post