নিজস্ব প্রতিবেদক
গেলো ২২ মার্চ শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে পাঠের বাস্তব অভিজ্ঞতা দিতে ইস্টার্ন কেবলস্ লিমিটেডে ইন্ডাস্ট্রিয়াল ট্যুরের আয়োজন করেছে চট্টগ্রামের মেহেদীবাগস্থ জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ আই জি এম আই এস (ইনস্টিটিউট অফ গ্লোবাল ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম)।
ইন্ডাস্ট্রিয়াল ট্যুরের আনুষ্ঠানিকতা শুরু হয় সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে। আলোচনা সভায় আই জি এম আই এসের পক্ষ থেকে ইস্টার্ন কেবলস্ কর্তৃপক্ষকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এতে উপস্থিত ছিলেন আই জি এম আই এসের সহযোগী অধ্যাপক পুষ্প কান্তি বড়ুয়া, কো-অর্ডিনেটর ও প্রভাষক মো: সাইফুল ইসলাম, প্রভাষক সিরাজুন মণি, ইস্টার্ন কেবলস লিমিটেডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ।
শিক্ষার্থীদের আগামী দিনের চ্যালেঞ্জিং ভূমিকা রাখার জন্য এবং পরিশ্রমী ও নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রতি নির্দেশনা প্রদান করেন ডিপার্টমেন্ট শিক্ষক ও ইন্ডাস্ট্রির কর্মকর্তাবৃন্দ।
ইস্টার্ন কেবলস্ লিমিটেডের পরিকল্পনা ও প্রশিক্ষণ বিভাগের বিভাগীয় প্রধান মো. আশরাফুল আলম শিক্ষার্থীদের সামনে প্রতিষ্ঠানের সার্বিক বিষয় তুলে ধরেন।
কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বজলুর রহমান এই শিক্ষাসফরের উদ্যোগ নেন। এ প্রসংগে তিনি বলেন, প্রফেশনাল বিবিএ শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের পাঠদানের পাশাপাশিবাস্তব জ্ঞান লাভের জন্য এই ধরণের শিক্ষাসফর বেশ গুরুত্ব বহন করে।
সার্বিক তত্ত্বাবধানকারী কলেজ অধ্যক্ষ এস,এম, জাকির হোসেন বিবিএর সিলেবাসে ৬ষ্ঠ সেমিষ্টারে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং বিষয়টি অন্তর্ভুক্ত করায় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জনান । ব্যবহারিক পাঠের অংশ হিসেবে এই শিক্ষাসফর শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান ও পাঠ্যবইয়ের জ্ঞানের মধ্যে সমন্বয় ঘটাবে এমন মন্তব্য করেন।
প্রভাষক ও কো- অর্ডিনেটর মো. সাইফুল ইসলাম বলেন, কলেজের ছাত্রছাত্রীরা এই আয়োজনে ভীষণ আনন্দিত ও উৎসাহিত।ইস্টার্ন কেবলস অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের সহযোগিতা করেছেন।শিক্ষার্থীরা এখানকার উৎপাদন, বাজারজাতকরণ, বিপণন ও হিসাবব্যবস্থাপনা সম্পর্কে বিশদ অভিজ্ঞতা অর্জন করেন।
পর্যালোচনা সেশনে শিক্ষার্থীদের আগামী দিনের চ্যালেঞ্জিং ভূমিকা রাখার জন্য এবং পরিশ্রমী ও নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রতি নির্দেশনা প্রদান করেন ডিপার্টমেন্ট শিক্ষক ও ইন্ডাস্ট্রির কর্মকর্তাবৃন্দ।
Discussion about this post