শিক্ষার আলো ডেস্ক
আগামী ২৮ ডিসেম্বর ২০২৩-এ “উন্নয়নশীল দেশে যুব বেকারত্ব দূরীকরণ” থিমকে সামনে রেখে ইন্দোনেশিয়ার মুহাম্মাদিয়া ইউনিভার্সিটি অব সিডেনরেং রাপ্পাং-এর সাথে SDDF যৌথভাবে “১ম আন্তর্জাতিক টেকসই সুবিধাবঞ্চিত উন্নয়ন ফাউন্ডেশন কনফারেন্স” আয়োজন করবে।
SDDF একটি অলাভজনক এবং স্বেচ্ছাসেবী গবেষণা ও উন্নয়ন সংস্থা যেটার মূল কর্মকাণ্ড সুবিধাবঞ্চিত শিশু, পুরুষ, মহিলা, প্রতিবন্ধী, যুবক, এবং বয়স্ক, আদিবাসী এবং দলিতদের ভিত্তি করেই পরিচালিত হয়। উক্ত আন্তর্জাতিক কনফারেন্সে চিফ গেস্ট বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি স্যারের উপস্থিতিতে কনফারেন্স চেয়ার করবেন অধ্যাপক ড. শাওলি মুখার্জি যিনি ভারতের অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এজুকেশনের পরিচালক ।
কনফারেন্সে ‘অনারেবল সেশন চেয়ার’ হিসেবে উপস্থিত থাকবেন ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রাম (ইউসিটিসি)-এর ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. জিয়াউল হক, যিনি কবি এবং লেখকও বটে।
ইন্দোনেশিয়ার যথাক্রমে ড. আন্দি আস্রিফান ও ড. মুথমাইন্নাহ, ক্রিমিয়ার অধ্যাপক ড. আখতেম এ. ডিজেলিলভ, ইরাকের ড. হাজহার ব্লাবাস এবং বাংলাদেশের পিএইচডি গবেষক মিজানুর রহমান প্রমুখ উপদেষ্টা পরিষদের মধ্যে উপস্থিত থাকবেন।
তাছাড়া মিশরের বেনি-সুফ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আহমেদ এলঙ্গার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহফুজুর রহমান আখন্দসহ দেশ-বিদেশের প্রায় ২০জন গবেষক উপস্থিত থাকবেন কীনোটস স্পিকার হিসেবে অনলাইন-অফলাইনে। উল্লেখ্য, কনফারেন্সে সর্বসাধারণের জন্য গবেষণা উপস্থাপনের সুযোগও বিদ্যমান।
Discussion about this post