মো. সাইদুল ইসলাম চৌধুরী
একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে সাউদার্ন ইউনিভার্সিটিতে দিনব্যাপী “মাস্টারিং ৩৬০ ডিগ্রি অব হসপিটালিটি” বিষয়ক কর্মশালা সম্প্রতি ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে অনুষ্ঠিত হয়েছে।
ব্যবসায় প্রশাসন বিভাগের ইভেন্ট ম্যানেজমেন্ট কোর্সের শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠান আয়োজনের দক্ষতা অর্জনে এই কর্মশালার আয়োজন করা হয়।
আয়োজিত এ কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন ফয়সাল কবির, সহকারী ব্যবস্থাপক, সেলস, রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ এবং সাউদার্ন ইউনিভার্সিটির এলামনাই এর সদস্য ফারহানা আজাদ রিফা।
ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী নাজমুল হুদার পরিকল্পনায় ও তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই কর্মশালায় ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের মোট ২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন ।
Discussion about this post