মো. সাইদুল ইসলাম চৌধুরী
সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর ফার্মেসি ও কম্পিউটার সায়েন্স বিভাগের ফল সেমিস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে ফার্মেসি ও গতকাল বুধবার কম্পিউটার সায়েন্স বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে ব্যবসায় প্রশাসন বিভাগে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়।
অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড, সামাজিক যোগাযোগ মাধ্যম সাউদার্ন ইউনিভার্সিটি ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ’র পক্ষ থেকে শুভকামনা এবং যে সকল শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে তাদেরকে অভিনন্দন জানানো হয়েছে ।
উত্তীর্ণ শিক্ষার্থীদের অফিস চলাকালীন সময়ে (সকাল ৯টা থেকে বিকেল ৫টা) ভর্তি কার্যক্রম সম্পন্ন করার পরামর্শ দিয়েছেন বিভাগের ভর্তি সংশ্লিষ্ট কমিটি।
Discussion about this post