শিক্ষার আলো ডেস্ক
সম্প্রতি চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পাগলা মামা মাজার কর্তৃপক্ষের সার্বিক সহায়তায় উপজেলার প্রতিটি প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার একজন করে মোট দুই শতাধিক শিক্ষার্থীকে আর্থিক শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে এই শিক্ষাবৃত্তিসহ দুটি করে গাছের চারা বিতরণ করেন।
তিনি বলেন, বিভিন্ন সময় মাজার নিয়ে নানা কথা শুনা যায়। তবে এই ধরণের সমাজসেবামূলক কল্যাণকর কাজে মাজার কর্তৃপক্ষ নিয়োজিত হলে অবশ্যই তা দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আমি মনে করি। শিশুদের উদ্দেশ্যে তিনি বলেন, আজকের শিশুরাই আগামী দিনে এদেশকে নেতৃত্ব দেবে। আগামীর সুন্দর বাংলাদেশ আজকের শিক্ষার্থীদের হাত ধরেই গড়ে উঠবে। তাই এখন সময় হলো ভালভাবে পড়াশোনা করে জীবনকে গড়ে তোলার।
গত রোববার (৩০ জুলাই) পৌরসভার অ্যাডভোকেট নুরুচ্ছাফা তালুকদার পৌর অডিটোরিয়ামে আয়োজিত শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জামশেদুল আলম, থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী, মুক্তিযোদ্ধা কমান্ডার খাইরুল বশর মুন্সি প্রমুখ।
এর আগে জেলা প্রশাসক উপজেলা শিশুমেলা মডেল স্কুলের নতুন ভবনের সম্প্রসারণ ও রাস্তার পাশে ইউনিব্লকের ওয়াকওয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে উপজেলার পারুয়া ইউনিয়নে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে পারুয়া ইউনিয়ন পরিষদের সার্বিক তত্ত্বাবধানে বৃক্ষরোপণ ও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
এসময় অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী, বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়সার, সুখবিলাস ফিশারিজ এন্ড প্ল্যান্টেশনের চেয়ারম্যান এরশাদ মাহমুদ, পারুয়া ইউপি চেয়ারম্যান একতেহার হোসেন প্রমুখ।
Discussion about this post