শিক্ষার আলো ডেস্ক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রীদের জন্য নির্ধারিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের উদ্বোধন হয় ২০২১ সালের সেপ্টেম্বর মাসে। আর গত ৩০ জুলাই সিনেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে ৮ আগস্ট শিক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়ার কথা বলেন উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।
পূর্ব ঘোষণা অনুযায়ী আজ ৮ আগস্টই নারী শিক্ষার্থীদের জন্য নির্মিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল খুলে দেওয়া হয়েছে। বঙ্গমাতার ৯৩তম জন্মদিন উপলক্ষে আজ এই হলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
উদ্বোধনের পর বঙ্গমাতার স্মরণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।
তিনি বলেন, আমাদের মেয়েরা বিভিন্ন হলে আছে। এরা খুব কষ্ট করছে। একজনের জায়গায় কয়েকজন মিলে থাকছে। শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল লোকবলের কারণে চালু করা যায়নি। অনেক চেষ্টা করে এবার আমরা হল চালুর করলাম।আজ আমরা মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনে এই হল চালুর উদ্যোগ নিয়েছি। তার স্মৃতিকে স্মরণীয় করে রাখতেই আমাদের এমন উদ্যোগ। এই হলে বৌদ্ধ ধর্মের শিক্ষার্থীদেরকে ৬০ শতাংশ আসন বরাদ্দ দেওয়া হবে।
ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চ এর সহকারী অধ্যাপক নাসিমা পারভীনের সঞ্চালনায় বঙ্গমাতা হলের প্রভোস্ট অধ্যাপক ড. উদিতি দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, মুখ্য আলোচক পালি বিভাগের অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু।
বিশ্ববিদ্যালয় সূত্রমতে জানা গেছে, ১৬ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ হলের নির্মাণকাজ শেষ হয় ২১ সালের সেপ্টেম্বর মাসে। ২৮ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে হলের উদ্বোধন করেন। এই হলে ৩১২ জন ছাত্রীর আবাসনের সুবিধা রয়েছে। এর আগে ঐ বছরের জুন মাসে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক প্রকাশ দাশগুপ্তকে প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়। এ ছাড়া হলে আসন বরাদ্দে নীতিমালা প্রণয়ন করতে একটি কমিটি গঠন করা হয়।
Discussion about this post