শিক্ষার আলো ডেস্ক
চট্টগ্রামে টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যার পানিতে তলিয়ে যাওয়া সড়ক পার হতে গিয়ে পানিতে ডুবে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। হাটহাজারী উপজেলার নন্দীরহাট এলাকায় গত সোমবার(৭ আগষ্ট) সকালে এ ঘটনাটি ঘটে।
প্রাণ হারানো সেই ২১ বছর বয়সী শিক্ষার্থী নিপা পালিত হাটহাজারী কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
এ বিষয়ে নিপার ফুফাত ভাই জয় ঘোষ বলেন, ‘ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলছিল আমার বোনের। পরীক্ষার কেন্দ্র পড়েছে ফটিকছড়ির নাজিরহাট কলেজে।সকালে পরীক্ষা দিতে বের হওয়ার পর আমরা খবর পেয়ে বাড়ির সামনের সড়কে পানিতে ভাসমান অবস্থায় নিপার মরদেহ দেখতে পাই। সেখানে কোমর সমান পানি ছিল।’
নিহতের পরিবার আরো জানায়, নিপা দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিল। দুর্ভাগ্যজনকভাবে পথচলার সময়ে হঠাৎ মাথা ঘুরে পাহাড়ি ঢলের নালাভর্তি পানিতে পড়ে যায় নিপা এবং অসুস্থতার কারণে নালা থেকে উঠতে না পেরে মারা যায়।
গতকাল মঙ্গলবার (৮ আগস্ট) বেলা ২টার দিকে ১ নম্বর পাহাড়তলী ওয়ার্ডে তার পরিবারকে দেখতে যান মেয়র রেজাউল করিম চৌধুরী।কলেজছাত্রী নিপার পরিবারকে ১ লাখ টাকা সহায়তা এবং নিপা পালিতের ছোট বোনকে সিটি করপোরেশনে চাকরির আশ্বাস দেন মেয়র। এ জন্য তাকে কম্পিউটার শিখতে বলেন তিনি।
মেয়র বলেন- ‘নিহত নিপা পালিতের পরিবার আর্থিকভাবে অত্যন্ত অসচ্ছল হওয়ায় আমি তাকে আর্থিক অনুদান দিয়েছি। এ ছাড়া নিহতের বোন উপমা পালিত উচ্চ মাধ্যমিকে অধ্যয়নরত, ওর পড়াশোনা শেষ হলে চাকরি দেব। ’
এ সময় আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর গাজী মো. শফিউল আজিম, আবদুল মান্নান, আশরাফুল আলম, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, নির্বাহী প্রকৌশলী রিফাতুল করিম প্রমুখ।
Discussion about this post