শিক্ষার আলো ডেস্ক
গত ৭ সেপ্টেম্বর চট্টগ্রাম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়ে গেলো “৬ষ্ঠ বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০২৩। প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা হয়ে উঠেছিল কেউ চিকিৎসা বিজ্ঞানী, কেউ রসায়ন বিজ্ঞানী কেউ পদার্থবিজ্ঞানী কেউবা পরিবেশ ও মহাকাশ বিজ্ঞানী।
মেলা উদ্বোধন করেন গোলাম হোসেন ( সভাপতি,চট্টগ্রাম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটি)। উক্ত মেলায় শিক্ষার্থীরা ৯০টি প্রজেক্ট উপস্থাপন করে। তাদের উপস্থাপন ছিলো খুবই প্রশংসনীয়। প্রধান অতিথি, অভিভাবক, শিক্ষকবৃন্দ এবং সকল শ্রেণির শিক্ষার্থীরা প্রজেক্টসমুহ পরিদর্শন করেন।
খুবই সুশৃঙ্খল ও সৃজনশীল এই মেলার পরিদর্শন কার্যক্রম শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক বাহার উদ্দিন মোঃ জুবায়ের ( সাবেক সেক্রেটারী,রিমা ট্রাস্ট) , সভাপতিত্ব করেন রিমা ট্রাস্টের সেক্রেটারী ও চট্টগ্রাম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাবিব রহমত উল্লাহ। অনুষ্ঠান সঞ্চালন করেন উপাধ্যক্ষ মোহাম্মদ সিকান্দার মেহেদী ( আহবায়ক, বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০২৩ বাস্তবায়ন কমিটি)।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মধ্যম আয়ের দেশ থেকে টেকসই উন্নয়নের অভীস্ট লক্ষ্য অর্জন এবং উন্নত বাংলাদেশের কাংখিত গন্তব্যে পৌঁছতে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা এবং গবেষণা প্রয়োজন। বিজ্ঞান মেলার আয়োজন শিক্ষার্থীদের নতুন চিন্তার খোরাক দেবে এবং মেলায় প্রদর্শিত প্রযুক্তিগুলো পারস্পরিক বিনিময়ের মাধ্যমে শিক্ষার্থীরা উপকৃত হবে।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০২৩ বাস্তবায়ন কমিটির সদস্য স্কুল শিক্ষক আবিদা রহমান, এহসান মোহাম্মদ ফরহাদ, জেনিফার জেসমিন ও জিন্নাত আরা ডলি ও হাবিদ উল্লাহ।
উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক কাজী মোহাম্মদ আবু সুফিয়ান, মিসেস রেহেনা আকতার, মিসেস বিনতে শফি হুসনা খানম, মিসেস ইয়াসমিন আকতার, মিসেস পাপিয়া চৌধুরী, শামীম উদ্দিন, হায়াত উল্লাহ, মিসেস জান্নাতুল নাঈম রিখা প্রমুখ।
১ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত সর্বমোট চারটি বিভাগের ৪২ জন শিক্ষার্থীকে বিভাগভিত্তিক ক্রেস্ট প্রদান করা হয়।
Discussion about this post