মো. সাইদুল ইসলাম চৌধুরী
সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর পুরকৌশল বিভাগ ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে “থিসিস রাইটিং ইন এন ইফিসিয়েন্ট ওয়ে” বিষয়ক কর্মশালা সম্প্রতি স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে বিশ্ববিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়।
এতে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটির সাবেক শিক্ষক ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম এর পুরকৌশল বিভাগের প্রভাষক প্রকৌশলী সাল সাদ আল দ্বীন তাহের।
মূল আলোচনায় তিনি শিক্ষার্থীদের নান্দনিক ও সাবলীল গবেষণামূলক প্রবন্ধ লেখার উপর আলোকপাত করেন এবং এই বিষয়ে হাতে-কলমে শিক্ষার্থীদের নানা দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি রেফারেন্সিং সফটওয়্যার ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ।
কর্মশালায় পুরকৌশল বিভাগের সকল শিক্ষকসহ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সমাপনীতে পুরকৌশল বিভাগ ক্যারিয়ার ক্লাবের সভাপতি মিনার মন্ডল আমন্ত্রিত বক্তার হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন।
Discussion about this post