নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। বন্ধের মধ্যে সম্ভব হলে অনলাইনে ক্লাস নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে চেয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে অনলাইনে ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।
সোমবার (১১ মে) দেওয়া একান্ত সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার একথা জানান।
উপাচার্য বলেন, আমরা অনলাইনে ক্লাস নিতে চেয়েছিলাম কিন্তু সব শিক্ষার্থীর পক্ষে অনলাইনে ক্লাস করা সম্ভব হচ্ছে না। অনেকে আপত্তি জানিয়েছে। অনেকের ক্লাসে অংশ নেয়ার মতো অ্যান্ড্রয়েড মোবাইল নাই।
চবির প্রথম নারী উপাচার্য আরও বলেন, অনলাইনে আমাদের সমস্যা হচ্ছে, প্রত্যন্ত অঞ্চলে যেসব ছাত্রছাত্রীরা আছে তারা অনলাইনে আসতে পারছে না। তাছাড়া আমাদের কোনো কোনো বিভাগে এক শ্রেণীতেই শতাধিক শিক্ষার্থী, ফলে একটু সমস্যা দেখা দিচ্ছে।
এদিকে সেশন জট নিরসনে বন্ধের পর বিশ্ববিদ্যালয় চালু হলে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবারও ক্লাস নেওয়া হতে পারে বলে জানিয়েছেন তিনি। তবে এ ব্যাপারে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
জট নিরসনের বিষয়ে চবির ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক চৌধুরী আমীর মোহাম্মদ মুছা বলেন, এ ব্যাপারে আমাদের এখনও কোনো সভা হয়নি। বিভাগের চেয়ারম্যান ও অনুষদের ডিনদের নিয়ে এরকম ব্যাপক পরিসরে বসা সম্ভব হচ্ছে না। ভিসি মহোদয়ের সিদ্ধান্ত অনুযায়ী বা একাডেমিক কাউন্সিলের মেম্বাররা যে সিদ্ধান্ত দেয়, সে অনুযায়ী দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে।
বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালু না হলে আটকে থাকা বিভিন্ন বিভাগের পরীক্ষার ফল প্রকাশ সম্ভব নয় বলেও জানান তিনি।
Discussion about this post