শিক্ষার আলো ডেস্ক
বায়ান্নর ২১ ফেব্রুয়ারির মহান ভাষা শহীদগণকে স্মরণ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে বিশেষ প্রভাত ফেরী ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে নগরীর সুপরিচিত বিদ্যাপীঠ কর্ণফুলী পাবলিক স্কুল এন্ড কলেজ ।সকালে প্রভাত ফেরীতে অংশগ্রহণ করেন স্কুলের শিক্ষকগণ ও ছাত্রছাত্রীরা। আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী- অমর এই গানের ছন্দে পায়ে হেটে শিক্ষার্থীরা শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয় ক্যাম্পাসের শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করেন।
এরপর আলোচনা সভায় উপস্থিত ছাত্রছাত্রীদের সামনে মহান একুশের ইতিহাস ও মাতৃভাষার গুরুত্ব তুলে ধরে প্রধান অতিথি স্কুলের নির্বাহী পরিচালক অধ্যাপক খায়রুজ্জামান বলেন,মাতৃভাষার সাথে জড়িয়ে থাকা ইতিহাস তথা মহান সংস্কৃতিকে সম্মান ও শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে প্রতিবছর একুশে ফেব্রুয়ারি বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষার জন্য রক্ত আমরা ছাড়া পৃথিবীতে কেউ দেয়নি।অথচ আধুনিক প্রজন্ম বেশিরভাগ ক্ষেত্রেই আজ ইংরেজি ছাড়া কথা বলে না, তাদের পড়াশুনোর মাধ্যমও ইংরেজি হলে নিজেদের শ্রেষ্ঠ মনে করে। বাংলা ভাষার এ অবহেলার অবসান ঘটুক। ভাষার মাস ফেব্রুয়ারিতে এটাই আমাদের আকাঙ্ক্ষা।বাংলা ভাষার চেতনা উজ্জ্বল করে তুলতে সবার উদ্দেশে আহ্বান জানান তিনি।
অধ্যক্ষ সমরজিৎ দাশ তাঁর বক্তব্যে বলেন,শহীদ মিনার একুশের শোক, সংগ্রাম ও শপথের প্রতীক। তা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, প্রগতিশীল ও জাতিচেতনামূলক আন্দোলনের চালিকাকেন্দ্র হয়ে আছে আমাদের জাতীয় জীবনে।আমাদের তরুণ প্রজন্মই আমাদের দেশ ও সংস্কৃতিকে পুরো বিশ্বের কাছে উপস্থাপন করবে। একুশের চেতনা জেগে উঠুক সবার প্রাণে নতুন প্রজন্ম, যুবসমাজের মাঝে দেশ ও সংস্কৃতির প্রতি ভালোবাসা থাকুক চির অটুট এতটুকুই কাম্য।
সভার অন্যান্য বক্তাগণ মহান মাতৃভাষার গুরুত্বের উপর আলোকপাত করেন এবং বাংলা ভাষা চর্চাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
Discussion about this post