ক্যারিয়ার ডেস্ক
আগামী ১ ফেব্রুয়ারি থেকে ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি) সচিবালয়ের তত্ত্বাবধানে অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) সদস্য সচিব মো, আজিজুল হক স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পরীক্ষা স্থগিতকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিরাজমান কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় আগামী ১ ফেব্রুয়ারি থেকে ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের তত্ত্বাবধানে অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা (এমসিকিউ, লিখিত ও মৌখিক) পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হলো। স্বল্প সময়ের নোটিশে যাতে স্থগিতকৃত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন সে জন্য পরীক্ষার্থীদেরকে প্রস্তুত থাকতে অনুরোধ করা হলো।
এ অবস্থায় গত রবিবার (২৩ জানুয়ারি) একদিনেই স্থগিত করা হয়েছে সরকারি ৪টি নিয়োগ পরীক্ষা। এরমধ্যে তিনটি লিখিত এবং বাকি একটি প্রিলিমিনারি পরীক্ষা। আগামী ২৮ এবং ২৯ জানুয়ারি ঢাকা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসব পরীক্ষা হওয়ার কথা ছিল।
নিয়োগ স্থগিত করা সরকারি এসব প্রতিষ্ঠান হলো-দুর্নীতি দমন কমিশন (দুদক), ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশন, কোল পাওয়ার জেনারেশন কোম্পানী বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল) এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
এদিকে, গতকাল বুধবার (২৬ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি) সদস্যভুক্ত পাঁচটি ব্যাংকের অফিসার (ক্যাশ) পদের এমসিকিউ পরীক্ষার স্থগিত করা হয়। আগামী ৪ ফেব্রুয়ারি ২০১৯ সাল ভিত্তিক ‘অফিসার (ক্যাশ)’-১০ম গ্রেড এর ১ হাজার ৪৩৯টি পদের এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
Discussion about this post