ক্যারিয়ার ডেস্ক
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সমন্বিত সাত ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের ২০১৯ সালভিত্তিক সিনিয়র অফিসার (প্রকৌশলী-সিভিল) পদের মৌখিক পরীক্ষা শুরু হবে ৯ মার্চ থেকে।
বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিনিয়র অফিসার (প্রকৌশলী-সিভিল) পদের মৌখিক পরীক্ষা ৯ মার্চ শুরু হবে, চলবে ১৫ মার্চ পর্যন্ত।
মৌখিক পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ৭৭। জব আইডি নম্বর ১০১২০। রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ পরীক্ষা নেওয়া হবে।
প্রার্থীদের পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে। মৌখিক পরীক্ষার জন্য নতুনভাবে প্রবেশপত্র দেওয়া হবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্রই মৌখিক পরীক্ষার সময় সঙ্গে আনতে হবে।
পরীক্ষার্থীদের কোভিড-১৯–সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং অবশ্যই মাস্ক পরে আসতে হবে। মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি দেখতে ক্লিক করুন।
Discussion about this post