ক্যারিয়ার ডেস্ক
বাংলাদেশ রেলওয়ের নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির সহকারী স্টেশনমাস্টার পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণের সময়সূচি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী ১ অক্টোবর থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে ১৭ অক্টোবর পর্যন্ত। এতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৬৩৫জন।
এই লিংকে মৌখিক পরীক্ষার বিস্তারিত সূচি দেখা যাবে-
রাজধানী ঢাকায় বাংলাদেশ রেলওয়ে ভবনে পরীক্ষা নেওয়া হবে। সকাল সাড়ে ৮টা থেকে পরীক্ষা শুরু হবে। প্রতিদিন চারটি গ্রুপে পরীক্ষা নেওয়া হবে। একেকটি গ্রুপে পরীক্ষার্থীর সংখ্যা ৬০।
৫ সেপ্টেম্বর সহকারী স্টেশনমাস্টার পদে লিখিত পরীক্ষার (এমসিকিউ) ফল প্রকাশ করা হয়েছিল। এতে উত্তীর্ণ হন ৩ হাজার ৬৩৫ জন।
Discussion about this post