১। প্রশ্নঃ সম্প্রতি গহীন পাহাড়ে খুজে পাওয়া “তিনাম ঝড়না” কোথায় অবস্থিত?
উত্তরঃ আলীকদম, বান্দরবান।
২। প্রশ্নঃ বাংলাদেশের স্বাক্ষরতার হার কত?
উত্তরঃ ৭২.৯%
৩। নতুন দুইটি শিল্প নগরী কোথায় তৈরী হচ্ছে ?
উত্তরঃঃ চট্টগ্রাম ও রাজশাহী।
৪। সাঁওতাল রমনী কার বিখ্যাত চিত্রকর্ম ?
উত্তরঃঃ জয়নুল আবেদিন।
৫। কাশ্মীরের প্রথম মুসলিম নারী পাইলট এর নাম কি ?
উত্তরঃঃ ইরম হাবিব।
৬। প্রশ্নঃ দেশীয় প্রতিষ্ঠানের উদ্যোগে তৈরী প্রথম সোলার চালিত ল্যাপটপের নাম কি?
উত্তরঃ তালপাতা, প্রতিষ্ঠান- ডেটাসফট সিস্টেম লিমিটেড
৮। প্রশ্নঃ অনুপ্রেরণা ১৯’ কি?
উত্তরঃ গাজীপুর সার্কিট হাউজ প্রাঙ্গণে নির্মিত স্মারক ভাষ্কর্য
৯। প্রশ্নঃ অর্থবিভাগের ‘ব্যয় নিয়ন্ত্রণ ও আভ্যন্তরীণ নিরীক্ষা’ অনুবিভাগের পরিবর্তিত নাম কি?
উত্তরঃ ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ
১০। প্রশ্নঃ পঞ্চম BIMSTEC সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে?
উত্তরঃ শ্রীলংকা
১১। প্রশ্নঃ পলিশ কল্যান ট্রাস্টের মালিকানায় প্রতিষ্ঠিত হতে যাওয়া ব্যাংকের নাম কি?
উত্তরঃ কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
১২। প্রশ্নঃ কাশ্মীরের প্রথম মুসলিম নারী পাইলটের নাম কি?
উত্তরঃ ইরম হাবিব
১৩। প্রশ্নঃ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিল, ২০১৮’ পাস হয় কবে?
উত্তরঃ ১২ সেপ্টেম্বর, ২০১৮
১৪। প্রশ্নঃ অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম মুসলিম নারী সিনেটর কে?
উত্তরঃ মেহরিন ফারুকী
১৫। প্রশ্নঃ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কতৃপক্ষ বিল, ২০১৮’ পাস হয় কবে?
উত্তরঃ ১২ সেপ্টেম্বর, ২০১৮
১৬। প্রশ্নঃ জাপানে যুদ্ধবিমানের প্রথম নারী পাইলট কে?
উত্তরঃ মিসা মাতসুসিমা
১৭। প্রশ্নঃ যৌতুক নিরোধ বিল, ২০১৮’ পাস হয় কবে?
উত্তরঃ ১৬ সেপ্টেম্বর, ২০১৮।
১৮। প্রশ্নঃ যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যের প্রথম মুসলিম অ্যাটর্নি জেনারেল হতে যাচ্ছেন কে?
উত্তরঃ কেইথ এলিসন।
১৯। প্রশ্নঃ কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা বিল, ২০১৮’ পাস হয় কবে?
উত্তরঃ ২০ সেপ্টেম্বর, ২০১৮।
২০। প্রশ্নঃ বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদের নাম কি?
উত্তরঃ আলজেরিয়া গ্র্যান্ড মসজিদ
২১। প্রশ্নঃ বর্তমানে বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশ কোনটি?
উত্তরঃ যুক্তরাষ্ট্র।
২২। প্রশ্নঃ সুদানের বর্তমান প্রধানমন্ত্রী কে?
উত্তরঃ মুতাজ মুসা আবদুল্লাহ।
২৩। প্রশ্নঃ বিশ্বের প্রথম ভাসমান দুগ্ধখামার কোথায় অবস্থিত?
উত্তরঃ নেদারল্যান্ড।
২৪। প্রশ্নঃ কিসমিস উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ তুরষ্ক।
২৫। প্রশ্নঃ জাতিসংঘ সাধারন পরিষদের ৭৩তম বার্ষিক অধিবেশনের সভাপতি কে?
উত্তরঃ মারিয়া ফার্নান্দো এস্পিনোসা গারসেস।
২৬। প্রশ্নঃ ২০১৮ সালের ইউএস ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন কে?
উত্তরঃ নোভাক জোকোভিচ।
২৭। প্রশ্নঃ ২০১৮ সালের ইউএস ওপেনে নারী এককে চ্যাম্পিয়ন কে?
উত্তরঃ নাওমি ওসাকা।
২৮। প্রশ্নঃ বিশ্বে জনসংখ্যা কত?
উত্তরঃ ৭৫৫.০৩ কোটি (২০১৮)।
২৯। প্রশ্নঃ বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার কত?
উত্তরঃ ১.১০% (২০১৮)।
৩০। প্রশ্নঃ জনসংখ্যায় শীর্ষ কোন দেশ?
উত্তরঃ চীন, ১৪০.৯৫ কোটি (২০১৮)
৩১। প্রশ্নঃ জনসংখ্যা বৃদ্ধির হারে শীর্ষে কোন দেশ?
উত্তরঃ বাহারাইন, ৪.৩% (২০১৮)
৩২। প্রশ্নঃ সার্কভুক্ত দেশে সাক্ষরতার হারে শীর্ষ কে?
উত্তরঃ মালদ্বীপ, ৯৮.৬% (২০১৮)
৩৩। প্রশ্নঃ বাংলাদেশের নারী ও পুরুষের গড় আয়ু কত?
উত্তরঃ পুরুষ ৭১.২ ও নারী ৭৪.৬ বছর (২০১৮)
৩৪। প্রশ্নঃ বাংলাদেশের পুরুষের মাথা পিছু আয় কত?
উত্তরঃ ৫,২৮৪ মার্কিন ডলার।
৩৫। প্রশ্নঃ বাংলাদেশের নারীদের মাথা পিছু আয় কত?
উত্তরঃ ২,০৪১ মার্কিন ডলার।
৩৬। প্রশ্নঃ জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) কোন মন্ত্রণালয়ের অধীনে?
উত্তরঃ প্রধানমন্ত্রীর কার্যালয়।
৩৭। প্রশ্নঃ পাকিস্তানের ১৩তম ও বর্তমান প্রেসিডেন্ট কে?
উত্তরঃ আরিফুর রহমান আলভি।
৩৮। প্রশ্নঃ বাংলাদেশের মোট মেট্রোপলিটন পুলিশ থানা কত?
উত্তরঃ ১১০টি
৩৯। প্রশ্নঃ বর্তমানে দেশে সরকারি MBBS মেডিকেল কলেজ কতটি?
উত্তরঃ ৩৬টি
৪০। প্রশ্নঃ অস্ট্রেলিয়ার ৩০তম ও বর্তমান প্রধানমন্ত্রী কে?
উত্তরঃ স্কট মরিসন।
৪১। প্রশ্নঃ বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় কতটি?
উত্তরঃ ৪৩টি।
৪২। প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্যের নাম কি?
উত্তরঃ Statue of Unity
৪৩। প্রশ্নঃ বর্তমানে দেশে কৃষি বিশ্ববিদ্যালয় কতটি?
উত্তরঃ ৫টি
৪৪। প্রশ্নঃ বিশ্বের কোন দেশ সর্বপ্রথম Electromagnetic রকেট উদ্বোধন করে?
উত্তরঃ চীন, ১৪০.৯৫ কোটি (২০১৮)
৪। প্রশ্নঃ নয়া চীন ভ্রমণ’ গ্রন্থটি রচয়িতা কে?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৪৬। প্রশ্নঃ মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট কে?
উত্তরঃ ইব্রাহিম মোহাম্মদ সোলিহ।
৪৭। প্রশ্নঃ মানব উন্নয়ন প্রতিবেদন’ -এ বাংলাদেশের অবস্থান কত?
উত্তরঃ ১৩৬তম।
৪৮। প্রশ্নঃ ইউরোপীয় ব্যংক (EBRD) -এর বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তরঃ ৬৯টি
৪৯। প্রশ্নঃ গড় আয়ুর দিক থেকে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃজাপান।
৫০। প্রশ্নঃ গড় আয়ুর দিক থেকে সর্বনিম্ন দেশ কোনটি?
উত্তরঃ সিয়েরা লিওন
৫১. প্রশ্নঃ ২০২০ সালে ত্রয়োদশ সাফ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হবে?
উত্তরঃ পাকিস্তান
৫২. প্রশ্নঃ মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাতের স্থলাভিষিক্ত হবেন কে?
উত্তরঃ আর্ল রবার্ট মিলার
৫৩. প্রশ্নঃ ২০১৮ সালের সেপ্টেম্বরে টানা ৬১ ঘণ্টা বিরামহীন সাঁতার কেটে ১৮৫ কিলোমিটার নদীপথ অতিক্রমের বিশ্বরেকর্ড করেন কে?
উত্তরঃ ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য (নেত্রকোনা)
৫৪. প্রশ্নঃ মন্ত্রিপরিষদ সচিবের সমমর্যাদায় কার কার পদ আছে?
উত্তরঃ মূখ্যসচিব, আইজিপি
৫৫. প্রশ্নঃ প্রশাসনের সর্বোচ্চ পদবি কি?
উত্তরঃ মন্ত্রিপরিষদ সচিব
৫৬. প্রশ্নঃ ফরাসি বিপ্লব কত সালে সংঘটিত হয়?
উত্তরঃ ১৭৮৯ সালে
৫৭. প্রশ্নঃ বর্তমান মত্রিপরিষদ সচিব কে?
উত্তরঃ জনাব মোহাম্মদ শফিউল আলম
৫৮. প্রশ্নঃ বাংলাদেশ জাতীয় সংসদের বর্তমান বিরোধী দলীয় নেত্রী কে?
উত্তরঃ রওশন এরশাদ
৫৯. প্রশ্নঃ পলাশী যুদ্ধ কত সালে হয়?
উত্তরঃ ১৯৫৭ সালে
৬০. প্রশ্নঃ সর্বপ্রথম চর্যার ভাষাতাত্ত্বিক পর্যালোচনা করেন কে?
উত্তরঃ ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
৬১. প্রশ্নঃ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ পরীক্ষামূলক কার্যক্রম শুরু করে কবে থেকে?
উত্তরঃ ৪ সেপ্টেম্বর, ২০১৮
৬২. প্রশ্নঃ বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের সঙ্গে মার্কিন কোন নেতার ভাষণের মিল রয়েছে?
উত্তরঃ আব্রাহাম লিংকন
৬৩. প্রশ্নঃ এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (AIIB) -এর বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তরঃ ৬৮টি
৬৪. প্রশ্নঃ আগরতলা ষড়যন্ত্র মামলা’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৬৫. প্রশ্নঃ মাথাপিছু আয়ের দিক থেকে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ কাতার
৬৬. প্রশ্নঃ মাথাপিছু আয়ের দিক থেকে সর্বনিম্ন দেশ কোনটি?
উত্তরঃ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র
৬৭. প্রশ্নঃ সার্কভুক্ত দেশের মধ্যে মাথাপিছু আয়ে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ মালদ্বীপ
৬৮. প্রশ্নঃ সার্কভুক্ত দেশের মধ্যে গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ মালদ্বীপ
৬৯. প্রশ্নঃ ৯১তম একাডেমি অ্যাওয়ার্ড (অস্কার) ‘বিদেশি ভাষার চলচ্চিত্র’ বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী চলচ্চিত্র কোনটি?
উত্তরঃ ডুব
৭০. প্রশ্নঃ বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত?
উত্তরঃ ১,৭৫১ মার্কিন ডলার (২০১৭-১৮)
৭১. প্রশ্নঃ বাংলাদেশের GDP কত?
উত্তরঃ ১,৬৭৫ মার্কিন ডলার (২০১৭-১৮)
৭৩. প্রশ্নঃ বাংলাদেশের GDP প্রবৃদ্ধির হার কত?
উত্তরঃ ৭.৮৬% (২০১৭-১৮)
৭৪. প্রশ্নঃ বাংলাদেশের GDP’তে কৃষি খাতের প্রবৃদ্ধির হার কত?
উত্তরঃ ৪.১৯% (২০১৭-১৮)
৭৫. প্রশ্নঃ ২০১৮ সালের দ্বাদশ সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
উত্তরঃ মালদ্বীপ
৭৬. প্রশ্নঃ ২০১৮ সালে FIFA The Best ও UEFA বর্ষসেরা হপ্য কোন খেলোয়াড়?
উত্তরঃ লুকা মডরিচ (ক্রোয়েশিয়া)
৭৭. প্রশ্নঃ ২০১৮ সালের ১৮তম এশিয়ান গেমসে পদক তালিকায় শীর্ষ স্থান লাভ করে কোন দেশ?
উত্তরঃ চীন
৭৮. প্রশ্নঃ দেশকে তামাকমুক্ত করার লক্ষ্যে কতটি শহরে সিগারেট বিক্তি বন্ধ করেছে শ্রীলংকা?
উত্তরঃ ১০৭টি
৭৯. প্রশ্নঃ পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী কে নির্বাচিত হন?
উত্তরঃ ইমরান খান
৮০. প্রশ্নঃ শ্রীকৃষ্ণকীর্তন’ -এর খণ্ড কয়টি?
উত্তরঃ ১৩টি
৮১. প্রশ্নঃ চর্যাপদের আদি পদ রচয়িতা কে?
উত্তরঃ লুইপা
৮২. প্রশ্নঃ ব্রজবুলি’ কোন কোন ভাষার মিশ্রণে তৈরী?
উত্তরঃ বাংলা ও মৈথিলি
৮৩. প্রশ্নঃ চর্যাপদের কোন কোন পদ পাওয়া যায়নি?
উত্তরঃ ২৪, ২৫, ৪৮ ও ২৩ নং পদের শেষাংশ
৮৪. প্রশ্নঃ মনসাবিজয়’ কার রচিত কাব্যগ্রন্থ?
উত্তরঃ বিপ্রদাস পিপিলাই
৮৫. প্রশ্নঃ বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়-এর ছদ্মনাম কি ছিলো?
উত্তরঃ যাযাবর
৮৬. প্রশ্নঃ মালাধর বসু অনূদিত ভাগবতের নাম কি?
উত্তরঃ শ্রীকৃষ্ণবিজয়
৮৭. প্রশ্নঃ A pair of Sandal’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নির্মাতা কে?
উত্তরঃ নির্মাতা জসীম আহমেদ
৮৮. প্রশ্নঃ বাংলার প্রাচীন জনপদগুলোকে প্রথম একত্রিত করেন কে?
উত্তরঃ রাজা শশাঙ্ক
৮৯. প্রশ্নঃ ১৭ বার ভারত আক্রমণ করেন কে?
উত্তরঃ সুলতান মাহমুদ
৯০. প্রশ্নঃ ভারতে খাজানা আইন পাস হয় কবে?
উত্তরঃ ১৮৫৯ সালে
৯১. প্রশ্নঃ Grand Old Man of India নামে পরিচিত কে?
উত্তরঃ দাদাভাই নওরোজী
৯২. প্রশ্নঃ অভ্যন্তরীণ মৎস্য উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
উত্তরঃ ৩য়
৯৩. প্রশ্নঃ অর্থনৈতিক সমীক্ষা-২০১৮ অনুসারে বাংলাদেশের জনসংখ্যা কত?
উত্তরঃ ১৬.৮ কোটি
৯৪. প্রশ্নঃ সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন কে?
উত্তরঃ কাজী গোলাম মাহমুদ
৯৫. প্রশ্নঃ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় দেশকে কতটি সাব-সেক্টরে ভাগ করা হয়?
উত্তরঃ ৬৪টি
৯৬. প্রশ্নঃ বর্তমানে বাংলাদেশের শিক্ষার হার কত?
উত্তরঃ ৭১% (৭বছরের উর্দ্ধে)
৯৭. প্রশ্নঃ ২০১৮-২০১৯ অর্থবছরে বাংলাদেশের বাজেটের পরিমান কত?
উত্তরঃ ৪,৬৪,৫৭৩ কোটি টাকা
৯৮. প্রশ্নঃ অর্থনৈতিক সমীক্ষা-২০১৮ অনুসারে বাংলাদেশে ডাক্তার প্রতি জনসংখ্যা কত?
উত্তরঃ ২,০৩৯ জন
৯৯. প্রশ্নঃ বাংলাদেশে দারিদ্র্যের হার সবচেয়ে বেশি কোন জেলায়?
উত্তরঃ কুড়িগ্রাম জেলায়
১০০. প্রশ্নঃ বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা কত?
উত্তরঃ ৪১টি
Discussion about this post