প্রয়োগ–অপপ্রয়োগ ও বাক্যশুদ্ধি
প্রয়োগ-অপপ্রয়োগ ও বাক্যশুদ্ধি বিসিএস প্রিলি ও রিটেনের জন্য পড়া লাগেই। মাঝে মাঝে কিছু প্রয়োগ-অপপ্রয়োগ ও বাক্যশুদ্ধি পরীক্ষায় আসে যে তাল ঠিক করা যায় না যে, কোথা থেকে এসেছে। এই পোস্টে সৌমিত্র শেখর এর ভাষা ও সাহিত্য জিজ্ঞাসাসহ বিভিন্ন ব্যাকরণ বই থেকে গুরুত্বপূর্ণ সর্বমোট ২৫০টি প্রয়োগ-অপপ্রয়োগ) ও বাক্যশুদ্ধি দেয়া হল এবং কোথায় পরিবর্তনটা হয়েছে তাও দেখিয়ে দেয়া হল। কালকের জন্য ফেলে না রেখে এখনই একবার পুরোটা পড়ে যান- আপনি অনেকের থেকে এগিয়ে থাকবেন।
উল্লেখ্য যে, সনাতন দা‘র আড্ডার এরকম আরও এবং কার্যকরী পোস্ট আপডেট পেতে ডেস্কটপ ইউজাররা বুকমার্ক এবং মোবাইল ইউজাররা সনাতন দা‘র আড্ডা অ্যাপসটি ইন্সটল করে notification subscribe করে রাখুন। আড্ডার নতুন পোস্ট আপনাকেই খুজে নিবে।
প্রয়োগ–অপপ্রয়োগ ও বাক্যশুদ্ধি ১–৫০
ক্রম | অশুদ্ধ | শুদ্ধ | যেখানে পরিবর্তন হয়েছে |
১ | ‘আমার সন্তান যেন থাকে দুধ ও ভাতে’, এই কথা কবি বলেছেন। | আমার সন্তান যেন থাকে দুধে ও ভাতে, এই কথা কবি বলেছেন।/আমার সন্তান যেন থাকে দুধেভাতে, এই কথা কবি বলেছেন। | দুধ ও ভাতে> দুধে ও ভাতে |
২ | অক্লান্তি হীনভাবে প্রজন্ম চত্বরে সমায়েত হচ্ছে। | ক্লান্তি হীনভাবে প্রজন্ম চত্বরে সমায়েত হচ্ছে। | অক্লান্তি হীনভাবে> ক্লান্তি হীনভাবে |
৩ | অক্ষির জলে বুকে ভেসে গেল | চোখের জলে বুক ভেসে গেল। | অক্ষির> চোখের |
৪ | অধ্যায়ন ছাত্রদের তপস্যা। | অধ্যয়নই ছাত্রদের তপস্যা। | অধ্যায়ন> অধ্যয়নই |
৫ | অনুমতি ছাড়া কারখানায় ঢুকা আইনত দণ্ডনীয় অপরাধ। | অনুমতি ছাড়া কারখানায় ঢুকা আইনত দণ্ডনীয়/আইনত অপরাধ। | আইনত দণ্ডনীয় অপরাধ> আইনত দণ্ডনীয়/আইনত অপরাধ |
৬ | অন্য কোন উপায়ন্তর না দেখে তারা গুলি ছুড়তে লাগল। | অন্য কোন উপায় না দেখে তারা গুলি ছুড়তে লাগল। | উপায়ন্তর> উপায় |
৭ | অন্যাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার | অন্নাভাবে প্রতি ঘরে হাহাকার। | অন্যাভাবে> অন্নাভাবে |
৮ | অন্যায়ের প্রতিফল দুর্নিবার্য। | অন্যায়ের প্রতিফলন অনিবার্য। | প্রতিফল> প্রতিফলন |
৯ | অভাবে চরিত্র নষ্ট। | অভাবে স্বভাব নষ্ট। | চরিত্র> স্বভাব |
১০ | অরন্য জনপদে একটি চমৎকার পুস্তক। | ‘অরণ্য জনপদে’ একটি চমৎকার পুস্তক। | অরন্য> অরণ্য |
১১ | অল্পদিনের মধ্যে তিনি আরোগ্য হলেন। | অল্পদিনের মধ্যে তিনি আরোগ্য লাভ করলেন। | আরোগ্য হলেন> আরোগ্য লাভ করলেন |
১২ | অশ্রুজলে তার কপল ভিজে গেছে। | অশ্রুতে তার কপল ভিজে গেছে। | অশ্রুজলে> অশ্রুতে |
১৩ | আইনানুসারে তিনি একাজ করতে পারেন না। | আইনত তিনি একাজ করতে পারেন না। | আইনানুসারে> আইনত |
১৪ | আকণ্ঠ পর্যন্ত ভোজন ভাল নয় | আকণ্ঠ ভোজন ভাল নয়। | আকণ্ঠ পর্যন্ত> আকণ্ঠ |
১৫ | আগুনের দ্বারা নিভে গেছে কতগুলো প্রাণ। | আগুনে নিভে গেছে কতগুলো প্রাণ। | আগুনের দ্বারা> আগুনে |
১৬ | আগে সিংহচিহ্নিত আসনে বসে রাজা দেশ চালাতেন। | আগে সিংহাসনে বসে রাজা দেশ চালাতেন। | সিংহচিহ্নিত আসনে> সিংহাসনে |
১৭ | আজকাল বিদ্বান মেয়ের অভাব নেই | আজকাল বিদুষী মেয়ের অভাব নেই। | বিদ্বান> বিদুষী |
১৮ | আজকের সন্ধ্যা বড়ই মনমুগ্ধকর। | আজকের সন্ধ্যা বড়ই মনোমুগ্ধকর। | মনমুগ্ধকর> মনোমুগ্ধকর |
১৯ | আপনার এলাকার উন্নয়নের জন্য আপনি দিবারাত্রি পরিশ্রম করেছেন। | আপনার এলাকার উন্নয়নের জন্য আপনি দিবারাত্র/দিনরাত পরিশ্রম করেছেন। | দিবারাত্রি> দিবারাত্র/দিনরাত |
২০ | আপনারাই প্রথম তাদেরকে সুস্বাগতম জানালেন। | আপনারাই প্রথম তাদের স্বাগত জানালেন। | তাদেরকে সুস্বাগতম> তাদের স্বাগত |
২১ | আপনি জনগণের হয়েও তাদের পক্ষে সাক্ষী দেননি। | আপনি জনগণের হয়েও তাদের পক্ষে সাক্ষ্য দেননি। | সাক্ষী> সাক্ষ্য |
২২ | আপনি তো গরিবদেরকে সাহায্য করেন না। | আপনি তো গরিবদের সাহায্য করেন না। /আপনি তো গরিবকে সাহায্য করেন না। | গরিবদেরকে> গরিবদের/ গরিবকে |
২৩ | আপনি তো ছুরিতে মানুষ মারেন। | আপনি তো ছুরি দিয়ে মানুষ মারেন। | ছুরিতে> ছুরি দিয়ে |
২৪ | আপনি বা হুজুর যদি বলেন, তাহলে (আমি) যাই। | আপনি বা হুজুর যদি বলেন, তাহলে (আমি) যাব। | যাই> যাব |
২৫ | আপনি রবীন্দ্রনাথ পড়ে কী পেলেন? | আপনি রবীন্দ্রনাথকে পড়ে কী পেলেন? | রবীন্দ্রনাথ> রবীন্দ্রনাথকে |
২৬ | আপনি সদাসর্বদা জনগণের মঙ্গল চেয়েছেন। | আপনি সর্বদা/সব সময় জনগণের মঙ্গল চেয়েছেন। | সদাসর্বদা> সর্বদা/সব সময় |
২৭ | আপনি সপরিবার আমন্ত্রিত | আপনি সপরিবারে আমন্ত্রিত | সপরিবার> সপরিবারে |
২৮ | আবশ্যকীয় ব্যয়ে কার্পণ্যতা অনুচিৎ। | আবশ্যকীয় ব্যয়ে কার্পণ্য অনুচিত। | কার্পণ্যতা অনুচিৎ> কার্পণ্য অনুচিত |
২৯ | আবাল্য হতে তিনি কাব্য প্রিয়। | বাল্য হতেই তিনি কাব্য প্রিয়। | আবাল্য> বাল্য |
৩০ | আমরা এমন কিছু মানুষদের চিনি, যারা এখনও দেশের জন্য প্রাণ দেবে। | আমরা এমন কিছু মানুষকে চিনি যারা এখনও দেশের জন্য প্রাণ দেবে। | মানুষদের> মানুষকে |
৩১ | আমরা বাংলা দেশের সুসন্তান এই কথা যেন কদাপিও না ভুলি | আমরা বাংলাদেশের সুসন্তান এই কথা যেন কদাপি না ভুলি। | কদাপিও> কদাপি |
৩২ | আমাদের প্রধানমন্ত্রী চেষ্টা করেছেন নর-নারীর বৈষম্যতা দূর করতে। | আমাদের প্রধানমন্ত্রী চেষ্টা করেছেন নর-নারীর বৈষম্য দূর করতে। | বৈষম্যতা> বৈষম্য |
৩৩ | আমার আর বাঁচিবার স্বাদ নেই। | আমার আর বাঁচার সাধ নেই। | বাঁচিবার> বাঁচার |
৩৪ | আমার এ কাজে মনোযোগীতা নাই | আমার এ কাজে মনোযোগ নেই। | মনোযোগীতা> মনোযোগ |
৩৫ | আমি অপমান হয়েছি। | আমি অপমানিত হয়েছি। | অপমান> অপমানিত |
৩৬ | আমি অর্থাৎ হাসান জেনে শুনে ভুল করি না। | আমি অর্থাৎ হাসান জেনে শুনে ভুল করে না। | করি> করে |
৩৭ | আমি এই ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করিয়াছি। | আমি এই ঘটনা চাক্ষুষ দেখিয়াছি (বা প্রত্যক্ষ করিয়াছি)। | প্রত্যক্ষ করিয়াছি> দেখিয়াছি/ প্রত্যক্ষ করিয়াছি |
৩৮ | আমি এই মানুষটিকে চিনি। | আমি এই মানুষকে চিনি। /আমি মানুষটিকে চিনি। | এই মানুষটিকে> এই মানুষকে/ মানুষটিকে |
৩৯ | আমি এখন ভীষণ ব্যাস্ত। | আমি এখন ভীষণ ব্যস্ত। | ব্যাস্ত> ব্যস্ত |
৪০ | আমি বড় অপমান হইয়াছি | আমি বড় অপমানিত হইয়াছি। | অপমান> অপমানিত |
৪১ | আমি সন্তোষ্ট হইলাম | আমি সন্তুষ্ট হলাম | সন্তোষ্ট হইলাম> সন্তুষ্ট হলাম |
৪২ | আমি সাক্ষী দিয়েছি। | আমি সাক্ষ্য দিয়েছি। | সাক্ষী> সাক্ষ্য |
৪৩ | আমি, সে আর তুমি কাজটি করব। | সে, তুমি আর আমি কাজটি করব। | আমি, সে আর তুমি> সে, তুমি আর আমি |
৪৪ | আশাকরি তুমি আরোগ্য হইয়াছ। | আশাকরি তুমি আরোগ্য লাভ করিয়াছ । | আরোগ্য হইয়াছ> আরোগ্য লাভ করিয়াছ |
৪৫ | ইতিপূর্বে তার সাথে দেখা হয় নাই। | ইতঃপূর্বে তার সঙ্গে দেখা হয় নি। | |
৪৬ | ইতিমধ্যে আপনি বলেছেন, আপনি মুক্তিযোদ্ধা ছিলেন। | ইতোমধ্যে আপনি বলেছেন, আপনি মুক্তিযোদ্ধা ছিলেন। | ইতিমধ্যে> ইতোমধ্যে |
৪৭ | ইত্যাবসারে বৃদ্ধ লোকটির দিন কাটে। | ইত্যবসারে বৃদ্ধ লোকটির দিন কাটে। | ইত্যাবসারে> ইত্যবসারে |
৪৮ | ইহা একটি কিম্বদন্তী | ইহা একটি কিংবদন্তি । | কিম্বদন্তী> কিংবদন্তি |
৪৯ | ইহা প্রমাণ হইয়াছে । | ইহা প্রমাণিত হইয়াছে। | প্রমাণ> প্রমাণিত |
৫০ | ইহার আবশ্যক নাই। | ইহার আবশ্যকতা নাই। | আবশ্যক> আবশ্যকতা |
প্রয়োগ–অপপ্রয়োগ ও বাক্যশুদ্ধি: ৫১–১০০
ক্রম | অশুদ্ধ | শুদ্ধ | যেখানে পরিবর্তন হয়েছে |
৫১ | উৎপন্ন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন। | উৎপাদন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন। | উৎপন্ন> উৎপাদন |
৫২ | উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়। | উপর্যুক্ত বাক্যটি শুদ্ধ নয়। | উপরোক্ত> উপর্যুক্ত |
৫৩ | উল্লেখিত বিষয় হলো তিনি এখন সমাজসেবী। | উল্লিখিত বিষয় হলো তিনি এখন সমাজসেবী। | উল্লেখিত> উল্লিখিত |
৫৪ | উহার আবশ্যক নাই। | ইহার আবশ্যকতা নাই। | উহার আবশ্যক> ইহার আবশ্যকতা |
৫৫ | উহার উদ্ধতপূর্ণ আচারণে ব্যাথিত হইয়াছি। | তাহার উদ্ধত (বা ঔদ্ধতপূর্ণ) আচরণে ব্যথিত হইয়াছি। | উদ্ধতপূর্ণ> উদ্ধত/ঔদ্ধতপূর্ণ |
৫৬ | এ কলম দিয়ে কাজ হবে না। | এ কলমকে দিয়ে কাজ হবে না। | কলম> কলমকে |
৫৭ | এ কাজটি আমার পক্ষে সম্ভব নহে। | এ কাজটি করা আমার পক্ষে সম্ভব নয়। | কাজটি> কাজটি করা |
৫৮ | এ কাজে তাহার হস্ত পাকা। | এ কাজে তার হাত পাকা। | তাহার হস্ত> তার হাত |
৫৯ | এ প্রেক্ষিতে আমরা ঘটনাটি ঘটিয়েছি। | এ পরিপ্রেক্ষিতে (প্রেক্ষাপটে) আমরা ঘটনাটি ঘটিয়েছি। | এ প্রেক্ষিতে> এ পরিপ্রেক্ষিতে/প্রেক্ষাপটে |
৬০ | এ বিষয়ে তাহারা সচেষ্টিত নহে। | এ বিষয়ে তাহারা সচেষ্ট নহে। | সচেষ্টিত> সচেষ্ট |
৬১ | এ ব্যাপারে আমার অর্থাৎ হাসানের ভুল হবে না। | এ ব্যাপারে আমার অর্থাৎ হাসানের ভুল হয় না। | হবে না> হয় না |
৬২ | এ মহান নারীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। | এই মহিয়সী নারীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। | মহান নারীর > মহিয়সী নারীর |
৬৩ | এ রূপ জীবন কল্পনা করিতেও আমাদের আতঙ্কিত হয়েছিল। | এরূপ জীবন কল্পনা করিতেও আমাদের আতঙ্ক হয়েছিল। | আতঙ্কিত> আতঙ্ক |
৬৪ | এই কলমটিকে দিয়ে ভালো লেখা হয়। | কলমটি দিয়ে ভালো লেখা হয়। | এই কলমটিকে> কলমটি দিয়ে |
৬৫ | এই কাজে স্বার্থকতা লাভ করিতে চাইলে আরো মনযোগ করিতে হইবে | এই কাজে সার্থকতা লাভ করতে চাইলে আরো মনোযোগ দিতে হবে। | স্বার্থকতা> সার্থকতা, মনযোগ> মনোযোগ |
৬৬ | এক অগ্রহায়ণে শীত যায় না। | এক মাঘে শীত যায় না। | অগ্রহায়ণে> মাঘে |
৬৭ | এক সদ্যজাত শিশুর সর্বাংগীন কুশলতা কামনা করে তিনি কাব্যিকতা করেছেন। | এক সদ্যোজাত শিশুর সর্বাঙ্গীণ কুশল কামনা করে তিনি কাব্য রচনা করেছেন। | সর্বাংগীন কুশলতা> সর্বাঙ্গীণ কুশল, কাব্যিকতা> কাব্য রচনা |
৬৮ | একসময় আমের কাননে মিটিং বসেছিল। | একসময় আম্রকাননে মিটিং বসেছিল। /একসময় আমের বাগানে মিটিং বসেছিল। | আমের কাননে> আম্রকাননে/ আমের বাগানে |
৬৯ | একের লাঠি দশের বোঝা। | দশের লাঠি একের বোঝা । | একের লাঠি দশের> দশের লাঠি একের |
৭০ | এখানে খাটি গরুর দুধ পাওয়া যায়। | এখানে গরুর খাঁটি দুধ পাওয়া যায়। | খাটি গরুর দুধ> গরুর খাঁটি দুধ |
৭১ | এটা অপক্ক হাতের লেখা। | এটা কাঁচা হাতের লেখা। | অপক্ক> কাঁচা |
৭২ | এটি অপক্ক হাতের কাজ। | এটি অপটু হাতের কাজ। | অপক্ক> অপটু |
৭৩ | এটি একটি মহৎ আবিস্কার। | এটি একটি মহৎ আবিষ্কার। | আবিস্কার> আবিষ্কার |
৭৪ | এটি দল কোন্দল। | এটি দলীয় কোন্দল। | দল কোন্দল> দলীয় কোন্দল |
৭৫ | এটি সার্বজনীন ব্যাপার। | এটি সর্বজনীন ব্যাপার। | সার্বজনীন> সর্বজনীন |
৭৬ | এত বড় মানুষ হয়েও আপনার সৌজন্যতার কমতি নাই। | এত বড় মানুষ হয়েও আপনার সৌজন্যের/সুজনতার কমতি নাই। | সৌজন্যতার> সৌজন্যের/সুজনতার |
৭৭ | এমন অষহনীয় ব্যাথা কখনো অনুভব করিনি। | এমন অসহ্য ব্যথা কখনো অনুভব করি নি। | অষহনীয়> অসহ্য |
৭৮ | এমন কিছু লোকদের কথা বললেন, যারা রাজাকার। | এমন কিছু লোকের কথা বললেন, যারা রাজাকার। | লোকদের> লোকের |
৭৯ | এমন লজ্জাস্কর ব্যাপার যে ঘটবে তাহা কদাপিও চিন্তা করিনি | এমন লজ্জাকর ব্যাপার যে ঘটবে তা কখনও চিন্তা করি নি। | লজ্জাস্কর> লজ্জাকর, তাহা কদাপিও> তা কখনও |
৮০ | এর একটা ব্যাবস্থা কর। | এর একটা ব্যবস্থা কর। | ব্যাবস্থা> ব্যবস্থা |
৮১ | ঐ লোকটি খুব সৎ। | লোকটি খুব সৎ। | খুব সৎ> সৎ |
৮২ | কস্ট অর্থ ক্লেস। | কষ্ট অর্থ ক্লেশ। | কস্ট> কষ্ট, ক্লেস> ক্লেশ |
৮৩ | কায়কবাদ মহাশশান লেখেন। | কায়কোবাদ ‘মহাশ্মশান’ লেখেন। | কায়কবাদ> কায়কোবাদ, মহাশশান> মহাশ্মশান |
৮৪ | কালীদাস বিখ্যাত কবি । | কালিদাস বিখ্যাত কবি। | কালীদাস> কালিদাস |
৮৫ | কিছু কিছু মানুষ আছে যে অন্যের ভালো দেখতে পারে না। | কিছু কিছু মানুষ আছে যারা অন্যের ভালো দেখতে পারে না। | যে> যারা |
৮৬ | কীতির্বাস বাঙলা রামায়ণ রচনা করেছিলেন। | কৃত্তিবাস বাংলা রামায়ণ রচনা করেছিলেন। | কীতির্বাস বাঙলা> কৃত্তিবাস বাংলা |
৮৭ | কুআকারের মানুষগুলো ভালো স্বভাবেরও হয়। | কদাকার মানুষগুলো ভালো স্বভাবেরও হয়। | কুআকারের> কদাকার |
৮৮ | কুপুরুষের মত কথা বল কেন? | কাপুরুষের মতো কথা বল কেন? | কুপুরুষের> কাপুরুষের |
৮৯ | ক্রিয়ার সঙ্গে যেসব বিভক্তি যুক্ত হয় তাদেরকে ক্রিয়াবিভক্তি বলে। | ক্রিয়ার সঙ্গে যেসব বিভক্তি যুক্ত হয় তাদের ক্রিয়াবিভক্তি বলে। | তাদেরকে> তাদের |
৯০ | ক্ষমা একটি মহানগুণ | ক্ষমা একটি মহৎ গুণ। | মহানগুণ> মহৎ গুণ |
৯১ | গরুকে দিয়ে শুধু লাঙল না গাড়িও টানা হয়। | গরু দিয়ে শুধু লাঙল না গাড়িও টানা হয়। | গরুকে> গরু |
৯২ | গেলাসে করে দুধ দাও। | গেলাসে দুধ দাও। | গেলাসে করে> গেলাসে |
৯৩ | ঘটনাটি শুনে আপনি তো উদ্বেলিত হয়ে পড়েছিলেন। | ঘটনাটি শুনে আপনি তো উদ্বেল হয়েছিলেন। | উদ্বেলিত হয়ে পড়েছিলেন> উদ্বেল হয়েছিলেন |
৯৪ | ঘড়িকে হাতে দাও। | ঘড়ি হাতে দাও /ঘড়িটি হাতে দাও। | ঘড়িকে> ঘড়ি/ ঘড়িটি |
৯৫ | ঘরটি ছিমছিমে অন্ধকার। | ঘরটি ঘুটঘুটে অন্ধকার। | ছিমছিমে> ঘুটঘুটে |
৯৬ | ঘামজলে তার শার্ট ভিজে গেছে। | ঘামে তার শার্ট ভিজে গেছে। | ঘামজলে> ঘামে |
৯৭ | ঘি মাখা ভাত ডিম দিয়ে খেতে খুব মজা। | ঘিভাত ডিম দিয়ে খেতে খুব মজা। | ঘি মাখা ভাত> ঘিভাত |
৯৮ | ছয়টি ঋতুর সমাহারের দেশ বাংলাদেশ। | ছয়ঋতুর দেশ বাংলাদেশ। | সমাহারের দেশ > দেশ |
৯৯ | ছেলেটি নিস্পাপী নিরপরাধী কিন্তু সেই সেষ বংশের মাথায় চূণকালী দিল। | ছেলেটি নিস্পাপ, নিরপরাধ কিন্তু সেই পর্যন্ত বংশের মুখে চুনকালি দিল । | নিস্পাপী নিরপরাধী> নিস্পাপ, নিরপরাধ, মাথায় চূণকালী> মুখে চুনকালি |
১০০ | ছেলেটি ভয়ানক মেধাবী | ছেলেটি অত্যন্ত মেধাবী। | ভয়ানক> অত্যন্ত |
প্রয়োগ–অপপ্রয়োগ ও বাক্যশুদ্ধি: ১০১–১৫০
ক্রম | অশুদ্ধ | শুদ্ধ | যেখানে পরিবর্তন হয়েছে |
১০১ | ছোট নাটকটি সবাইকে মুগ্ধ করল । | নাটিকাটি সবাইকে মুগ্ধ করল । | ছোট নাটকটি> নাটিকাটি |
১০২ | জ্যোৎস্না রাত বড়ই মাধুর্যময়। | জ্যোৎস্না রাত বড়ই মধুর। | মাধুর্যময়> মধুর |
১০৩ | ঢাকা দিন দিন তার ভারসাম্যতা হারিয়ে ফেলছে। | ঢাকা দিন দিন তার ভারসাম্য হারিয়ে ফেলছে। | ভারসাম্যতা> ভারসাম্য |
১০৪ | ঢাকার সৌন্দর্যতা বৃদ্ধিতে কয়েকটি প্রতিষ্ঠান কাজ করছে। | ঢাকার সৌন্দর্য বৃদ্ধিতে কয়েকটি প্রতিষ্ঠান কাজ করছে। | সৌন্দর্যতা> সৌন্দর্য |
১০৫ | তপ্ত ভাতে নুন জোটে না, ঠাণ্ডা ভাতে ঘি। | তপ্ত ভাতে নুন জোটে না, পান্তা ভাতে ঘি। | ঠাণ্ডা> পান্তা |
১০৬ | তবলাওয়ালা ভালোই তবলা বাজায়। | তবলচি /তবলাবাদক ভালোই তবলা বাজায়। | তবলাওয়ালা> তবলচি /তবলাবাদক |
১০৭ | তাড়া আমরাতলায় বসে আমরা খাওয়ার সময় মালির তারা খেয়েছে। | তারা আমড়াতলায় বসে আমড়া খাওয়ার সময় মালির তাড়া খেয়েছে। | তাড়া আমরাতলায়> তারা আমড়াতলায়, আমরা> আমড়া, তারা খেয়েছে> তাড়া খেয়েছে |
১০৮ | তাদের যথোচিত পুরষ্কার দাও। | তাদের যথোচিত পুরস্কার দাও। | পুরষ্কার> পুরস্কার |
১০৯ | তাদেরকে দিয়ে একাজ করিও না। | তাদের দিয়ে একাজ করিও না। | তাদেরকে> তাদের |
১১০ | তার অন্তর অজ্ঞান সমুদ্রে আচ্ছন্ন। | তার অন্তর তিমিরাচ্ছন্ন। | অজ্ঞান সমুদ্রে আচ্ছন্ন> তিমিরাচ্ছন্ন |
১১১ | তার কথার মাধুর্যতা নাই। | তার কথার মাধুর্য/মধুরতা নাই। | মাধুর্যতা> মাধুর্য/মধুরতা |
১১২ | তার দারিদ্রতা অসহনীয় | তার দারিদ্র্য অসহনীয়/ তার দরিদ্রতা অসহনীয় | দারিদ্রতা> দারিদ্র্য/ দরিদ্রতা |
১১৩ | তার দুচোখ অশ্রুজলে ভেসে গেল। | তার দুচোখ অশ্রুতে ভেসে গেল। | অশ্রুজলে> অশ্রুতে |
১১৪ | তার দুরাবস্থা দেখিলে দুঃখী হয়। | তার দুরবস্থা দেখলে দুঃখ হয় । | দুরাবস্থা> দুরবস্থা, দুঃখী> দুঃখ |
১১৫ | তার মা খুব মহান নেতা ছিলেন। | তার মা খুব মহিয়সী নেতা ছিলেন। | মা খুব মহান নেতা> মা খুব মহিয়সী নেতা |
১১৬ | তার সব ছেলেরাই কৃতি | তার সব ছেলেই কৃতী। | ছেলেরাই কৃতি> ছেলেই কৃতী |
১১৭ | তারকাবৃন্দ আকাশে মিটিমিটি করে জ্বলছে। | তারকারাজি আকাশে মিটিমিটি করে জ্বলছে। | তারকাবৃন্দ> তারকারাজি |
১১৮ | তারা শব পোড়াতে গেল। | তারা শবদাহ করতে গেল। | শব পোড়াতে> শবদাহ করতে |
১১৯ | তারা সকলেই এলো। | তারা এলো/ সকলেই এলো। | সকলেই এলো> এলো, তারা সকলেই> সকলেই |
১২০ | তালে কানা লোককে দিয়ে কিছুই হবে না। | তালকানা লোককে দিয়ে কিছুই হবে না। | তালে কানা> তালকানা |
১২১ | তাহাদের মধ্যে বেশ সখ্যতা দেখিতে পাই। | তাহাদের মধ্যে বেশ সখ্য দেখিতে পাই। | সখ্যতা> সখ্য |
১২২ | তাহার জীবন সংশয়ময় । | তাহার জীবন সংশয়াপূর্ণ । | সংশয়ময়> সংশয়াপূর্ণ |
১২৩ | তাহার দুর্দমনীয় অধ্যাবসায় সত্যিই প্রশংসনীয়। | তাহার অধ্যবসায় সত্যিই প্রশংসনীয়। | দুর্দমনীয় অধ্যাবসায়> অধ্যাবসায় |
১২৪ | তাহার বৈমাত্রেয় সহোদর অসুস্থ। | তাহার বৈমাত্রেয় ভ্রাতা অসুস্থ। | বৈমাত্রেয় সহোদর> বৈমাত্রেয় ভ্রাতা |
১২৫ | তাহার সাংঘাতিক আনন্দ হইল। | তাহার অপরিসীম আনন্দ হইল। | সাংঘাতিক আনন্দ> অপরিসীম আনন্দ |
১২৬ | তাহার সৌন্দর্যবোধ আমাকে অভিভূত করেছে | তার সৌজন্যবোধ আমাকে অভিভূত করেছে। | সৌন্দর্যবোধ> সৌজন্যবোধ |
১২৭ | তাহারা যেন ভূল করার প্রতিযোগিতায় নেমেছে | তারা যেন ভুল করার প্রতিযোগিতায় নেমেছে। | ভূল> ভুল |
১২৮ | তিনি তোমার বিরুদ্ধে সাক্ষী দিলেন | তিনি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন। | সাক্ষী> সাক্ষ্য |
১২৯ | তিনি মনোকষ্টে কাল কাটাচ্ছেন | তিনি মনঃকষ্টে কাল কাটাচ্ছেন। | মনোকষ্টে> মনঃকষ্টে |
১৩০ | তিনি স্বসম্মানে হল ত্যাগ করলন। | তিনি সসম্মানে হল ত্যাগ করলন। | স্বসম্মানে> সসম্মানে |
১৩১ | তিনি স্বস্ত্রীক বাজারে গিয়েছেন। | তিনি সস্ত্রীক বাজারে গিয়েছেন। | স্বস্ত্রীক> সস্ত্রীক |
১৩২ | তুমি কী ঢাকা যাবে? | তুমি কি ঢাকা যাবে? | কী> কি |
১৩৩ | তুমি নির্দোষী নও | তুমি নির্দোষ নও। | নির্দোষী> নির্দোষ |
১৩৪ | তুমি, করিম ও আমি আজ পড়িতে যাইব | করিম, তুমি ও আমি আজ পড়িতে যাইব। | তুমি, করিম ও আমি> করিম, তুমি ও আমি |
১৩৫ | তোমার কথায় বুকেতে আঘাত পাই। | তোমার কথায় বুকে আঘাত পাই। | বুকেতে> বুকে |
১৩৬ | তোমার তিরষ্কার বা পুরষ্কার কিছুই চাই না। | তোমার তিরস্কার বা পুরস্কার কিছুই চাই না। | তিরষ্কার বা পুরষ্কার> তিরস্কার বা পুরস্কার |
১৩৭ | তোমার সাথে আমার একটি গোপন পরামর্শ আছে । | তোমার সঙ্গে আমার একটি গোপনীয় পরামর্শ আছে। | গোপন পরামর্শ> গোপনীয় পরামর্শ |
১৩৮ | দরিদ্র আমাদের দেশের একটি অভিশাপ। | দারিদ্র্য আমাদের দেশের একটি অভিশাপ। | দরিদ্র> দারিদ্র্য |
১৩৯ | দরীদ্রকে দয়া কর । | দরিদ্রকে দয়া কর । | দরীদ্রকে> দরিদ্রকে |
১৪০ | দারিদ্র কবি কাজী নজরুল ইসলামকে মহান করেছে। | দারিদ্র্য কবি কাজী নজরুল ইসলামকে মহান করেছে। | দারিদ্র> দারিদ্র্য |
১৪১ | দারিদ্রতার মধ্যেই মহত্ব আছে। | দরিদ্রতার মধ্যেই মহত্ত্ব আছে। | দারিদ্রতার> দরিদ্রতার |
১৪২ | দিবারাত্র পরিশ্রমে তাহার শারীরিক স্বাস্থ্য ভঙ্গ হইয়াছে। | দিবারাত্র পরিশ্রমে তাহার স্বাস্থ্য ভঙ্গ হইয়াছে। | শারীরিক স্বাস্থ্য> স্বাস্থ্য |
১৪৩ | দুধ মাখা ভাত কাকে খায়। | দুধভাত কাকে খায়। | দুধ মাখা ভাত> দুধভাত |
১৪৪ | দুর্বলতাবশতঃ অনাথিনী বসে পড়ল | দুর্বলতাবশত অনাথা বসে পড়ল | দুর্বলতাবশতঃ অনাথিনী> দুর্বলতাবশত অনাথা |
১৪৫ | দুর্বিসহ বানানটি অধিকাংশ ব্যাক্তি ভূল লেখে। | দুর্বিষহ বানানটি অধিকাংশ ব্যক্তি ভুল লেখে। | দুর্বিসহ> দুর্বিষহ, ব্যাক্তি ভূল> ব্যক্তি ভুল |
১৪৬ | দৈনতা সব সময় ভাল নয়। | দীনতা সব সময় ভাল নয়। | দৈনতা> দীনতা |
১৪৭ | দৈন্য সর্বদা মহত্বের পরিচায়ক নয়। | দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়। | মহত্বের> মহত্ত্বের |
১৪৮ | ধর্মের কল বাতাসেতে নড়ে। | ধর্মের কল বাতাসে নড়ে। | বাতাসেতে> বাতাসে |
১৪৯ | নদীর ঘাটে যাইয়া আমরা মরাদাহ দেখিতে লাগিলাম। চিতার ধোঁয়ায় সমস্ত জায়গাটা সমাচ্ছন্ন হইয়া আঁধার করে তুলিছিল যে আমাদের নিঃশ্বাস আটকাইয়া যাইতেছিল। | নদীর তীরে যাইয়া আমরা শবদাহ দেখিতে লাগিলাম। তার ধূমে সমস্ত স্থান সমাচ্ছন্ন হইয়া এরূপ অন্ধকার হইয়া গিয়াছিল যে আমাদের নিঃশ্বাস রোধ হইয়া যাইতেছিল। | নদীর ঘাটে> নদীর তীরে, মরাদাহ> শবদাহ, চিতার ধোঁয়ায় সমস্ত জায়গাটা> তার ধূমে সমস্ত স্থান, আঁধার করে তুলিছিল> এরূপ অন্ধকার হইয়া গিয়াছিল, নিঃশ্বাস আটকাইয়া> নিঃশ্বাস রোধ হইয়া |
১৫০ | পয়লা বৈশাখ বাঙালির আসল উৎসবের দিন। (ভুলটাই শুদ্ধ) | পয়লা বৈশাখ বাঙালির আসল উচ্ছবের দিন। |
প্রয়োগ–অপপ্রয়োগ ও বাক্যশুদ্ধি: ১৫১–২০০
ক্রম | অশুদ্ধ | শুদ্ধ | যেখানে পরিবর্তন হয়েছে |
১৫১ | পরবর্তিকালে /পরবর্তী সময়ে আপনি আসবেন। | পরবর্তীতে আপনি আসবেন। | পরবর্তিকালে /পরবর্তী সময়ে > পরবর্তীতে |
১৫২ | পরের মাথায় বন্দুক রেখে শিকার। | পরের কাঁধে বন্দুক রেখে শিকার। | মাথায়> কাঁধে |
১৫৩ | পাহাড়কে নাড়ায় সাধ্য কার। | পাহাড় নাড়ায় সাধ্য কার। | পাহাড়কে> পাহাড় |
১৫৪ | পিপিলিকা আর মরিচিকার পিছু ধাওয়া করা একই কথা। | পিপীলিকা আর মরীচিকার পিছু ধাওয়া করা একই কথা। | পিপিলিকা আর মরিচিকার> পিপীলিকা আর মরীচিকার |
১৫৫ | প্রধান মন্ত্রীর সঙ্গে অন্যান্য মন্ত্রীবর্গ উপস্থিত ছিলেন। | প্রধান মন্ত্রীর সঙ্গে অন্যান্য মন্ত্রী উপস্থিত ছিলেন। | মন্ত্রীবর্গ> মন্ত্রী |
১৫৬ | প্রাতকালে লোকটি গাত্রস্থান করে। | প্রাতঃকালে লোকটি গাত্রোখান করে। | প্রাতকালে> প্রাতঃকালে, গাত্রস্থান> গাত্রোখান |
১৫৭ | প্রায়ই অর্থ কথাগুলো বড় অস্পষ্ট হয়ে থাকে | বড় কথাগুলোর অর্থ প্রায়ই অস্পষ্ট হয়ে থাকে। | প্রায়ই অর্থ কথাগুলো বড় অস্পষ্ট হয়ে> বড় কথাগুলোর অর্থ প্রায়ই অস্পষ্ট হয়ে |
১৫৮ | প্রেমগঙ্গা আজ এমন করিয়া উদ্বেল আর হইল কেন? | প্রেমযমুনা আজ এমন উদ্বেল হইল কেন? | প্রেমগঙ্গা> প্রেমযমুনা, এমন করিয়া উদ্বেল আর> এমন উদ্বেল |
১৫৯ | ফুল দিয়ে তাঁকে সুস্বাগতম জানানো সবার কর্তব্য। | ফুল দিয়ে তাঁকে স্বাগতম জানানো সবার কর্তব্য। | সুস্বাগতম> স্বাগতম |
১৬০ | বংকিমচন্দ্রের ভয়ানক প্রতিভা ছিল। | বঙ্কিমচন্দ্রের অসাধারণ প্রতিভা ছিল। | বংকিমচন্দ্রের ভয়ানক> বঙ্কিমচন্দ্রের অসাধারণ |
১৬১ | বইকে পুড়িয়ে ফেলো/বইগুলোকে পুড়িয়ে ফেলো। | বই/বইটি পুড়িয়ে ফেলো (একবচন)/বইগুলো পুড়িয়ে ফেলো (বহুবচন) | বইকে> বই/বইটি, বইগুলোকে> বইগুলো |
১৬২ | বইটি তার জরুরি প্রয়োজন। | বইটি তার (খুব) প্রয়োজন। | জরুরি> খুব |
১৬৩ | বমালশুদ্ধ চোর ধরা পড়েছে। | বমাল বা মালশুদ্ধ চোর ধরা পড়েছে। | বমালশুদ্ধ> বমাল বা মালশুদ্ধ |
১৬৪ | বাংলাদেশ একটি উন্নতশীল দেশ। | বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। | উন্নতশীল> উন্নয়নশীল |
১৬৫ | বাংলা বানান আয়ত্ব করা কঠিন নয়। | বাংলা বানান আয়ত্ত করা কঠিন নয়। | আয়ত্ব> আয়ত্ত |
১৬৬ | বাংলা ব্যাকরণ অত্যান্ত জটিল | বাংলা ব্যাকরণ অত্যন্ত জটিল। | অত্যান্ত> অত্যন্ত |
১৬৭ | বাংলাদেশ একটি উন্নতশীল আধুনিক রাষ্ট্র। | বাংলাদেশ একটি উন্নতিশীল (বা উন্নয়নশীল) আধুনিক রাষ্ট্র। | উন্নতশীল> উন্নতিশীল/ উন্নয়নশীল |
১৬৮ | বাজীকরের অদ্ভুত ক্রিয়া দেখিয়া ছাত্রগণেরা প্রফুল্লিত হল । | বাজিকরের অদ্ভুত খেলা দেখে ছাত্ররা আনন্দিত হল। | ক্রিয়া দেখিয়া ছাত্রগণেরা প্রফুল্লিত> খেলা দেখে ছাত্ররা আনন্দিত |
১৬৯ | বাসের ধাক্কায় তিনি চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন। | বাসের ধাক্কায় তিনি দৃষ্টিশক্তি হারিয়েছেন। | চোখের দৃষ্টিশক্তি> দৃষ্টিশক্তি |
১৭০ | বিকার লোক যে কোন সময় ক্ষতি করতে পারে। | বিকৃত লোক যে কোন সময় ক্ষতি করতে পারে। | বিকার লোক> বিকৃত লোক |
১৭১ | বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর। | বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। | শ্রেষ্ঠতর> শ্রেষ্ঠ |
১৭২ | বিদ্যান বক্তিগণ দরিদ্রের শিকার হন | বিদ্বান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন | বিদ্যান বক্তিগণ দরিদ্রের > বিদ্বান ব্যক্তিগণ দারিদ্র্যের |
১৭৩ | বিদ্যান লোকেরা মনে করেন আমাদের ছেলেমেয়েরা অধ্যায়ন ছেড়েছে বলেই তারা ব্যাথা, আকাঙ্খা, মুহুর্ত, প্রতিযোগীতা, দরিদ্রতা ইত্যাদি বানান ভূল করে। | বিদ্বান লোকেরা মনে করেন, আমাদের ছেলেমেয়েরা অধ্যয়ন ছেড়েছে বলেই তারা ব্যথা, আকাক্ষা, মুহুর্ত, প্রতিযোগিতা, দরিদ্রতা ইত্যাদি বানান ভুল করে। | বিদ্যান> বিদ্বান, অধ্যায়ন> অধ্যয়ন, ব্যাথা, আকাঙ্খা> ব্যথা, আকাক্ষা, প্রতিযোগীতা> প্রতিযোগিতা |
১৭৪ | বিদ্যান হইতে হলে নিয়মিত অধ্যয়ন করতে হয়। | বিদ্বান হতে হলে নিয়মিত অধ্যয়ন করতে হয়। | বিদ্যান হইতে হলে> বিদ্বান হতে হলে |
১৭৫ | বিপদগ্রস্থকে সাহায্য কর। | বিপদগ্রস্তকে সাহায্য কর। | বিপদগ্রস্থকে> বিপদগ্রস্তকে |
১৭৬ | বুনো কচু, বাঘা তেঁতুল। | বুনো ওল, বাঘা তেতুল। | বুনো কচু> বুনো ওল, বাঘা তেঁতুল> বাঘা তেতুল |
১৭৭ | বৃক্ষটি সমূলসহ উৎপাটিত হইয়াছে। | বৃক্ষটি মূলসহ উৎপাটিত হইয়াছে। | সমূলসহ> মূলসহ |
১৭৮ | বেশি চাতুর্যতা দেখাতে গিয়ে শেষে নিজেই দল থেকে বাদ পড়লেন। | বেশি চাতুর্য/চতুরতা দেখাতে গিয়ে শেষে নিজেই দল থেকে বাদ পড়লেন। | চাতুর্যতা> চাতুর্য/চতুরতা |
১৭৯ | ব্যাপারটি ছিল আপনার জন্য লজ্জাস্কর। | ব্যাপারটি ছিল আপনার জন্য লজ্জাকর বা লজ্জাজনক। | লজ্জাস্কর> লজ্জাকর/ লজ্জাজনক |
১৮০ | ভাত ছড়ালে শালিখের অভাব হয় না। | ভাত ছড়ালে কাকের অভাব হয় না। | শালিখের> কাকের |
১৮১ | ভারত ব্রিটিশদের অধীনস্থ ছিল বলেই তারা যুদ্ধ করেছিল। | ভারত ব্রিটিশদের অধীনে ছিল বলেই তারা যুদ্ধ করেছিল। | অধীনস্থ> অধীনে |
১৮২ | ভিক্ষুকদেরকে ভিক্ষা দাও। | ভিক্ষুককে ভিক্ষা দাও। (একবচন) /ভিক্ষুকদের ভিক্ষা দাও। (বহুবচন) | ভিক্ষুকদেরকে> ভিক্ষুককে/ ভিক্ষুকদের |
১৮৩ | মনরঞ্জন মনমোহনের বড় ভাই। | মনোরঞ্জন মনোমোহনের বড় ভাই। | মনরঞ্জন মনমোহনের> মনোরঞ্জন মনোমোহনের |
১৮৪ | মনস্কামনা পূর্ণ না হওয়ায় সে মনোস্তাপ ভুগছে। | মনস্কামনা পূর্ণ না হওয়ায় সে মনস্তাপে ভুগছে। | মনোস্তাপ> মনস্তাপে |
১৮৫ | মহারাজ সভাগৃহে প্রবেশ করলেন। | মহারাজ সভাকক্ষে প্রবেশ করলেন। | সভাগৃহে> সভাকক্ষে |
১৮৬ | মাতাহীন শিশুর অনেক দুঃখ। | মাতৃহীন শিশুর অনেক দুঃখ। | মাতাহীন> মাতৃহীন |
১৮৭ | মাতাহীন শিশুর কি দুঃখ। | মাতৃহীন শিশুর কি দুঃখ! | মাতাহীন> মাতৃহীন |
১৮৮ | মাল বহনকারী গাড়িগুলোতে আগুন ধরিয়ে তারা পালালো। | মালগাড়িগুলোতে আগুন ধরিয়ে তারা পালালো। | মাল বহনকারী গাড়িগুলোতে> মালগাড়িগুলোতে |
১৮৯ | মুমুর্ষ রোগীকে শুশ্রসা কর । | মুমূর্ষ রোগীকে শুশ্রুষা কর। | মুমুর্ষ> মুমূর্ষ, শুশ্রসা> শুশ্রুষা |
১৯০ | মেয়েটি সুকেশৈলী ও সুহাসি | মেয়েটি সুকেশী ও সুহাসিনী । | সুকেশৈলী ও সুহাসি> সুকেশী ও সুহাসিনী |
১৯১ | মেয়েটি স্বয়ম্বর। | মেয়েটি স্বয়ংবরা। | স্বয়ম্বর> স্বয়ংবরা |
১৯২ | যাদুঘরে কিন্তু যাদু দেখানো হয় না। | জাদুঘরে কিন্তু জাদু দেখানো হয় না। | যাদুঘরে কিন্তু যাদু> জাদুঘরে কিন্তু জাদু |
১৯৩ | যাবতীয় লোক সমূহ সভায় উপস্থিত ছিল । | যাবতীয় লোক সভায় উপস্থিত ছিল। | লোক সমূহ> লোক |
১৯৪ | যার লাঠি, তার ঘাটি। | যার লাঠি, তার মাটি। | তার ঘাটি> তার মাটি |
১৯৫ | যেসব অর্থহীন বর্ণ বা বর্ণসমষ্টি শব্দের পরে বসে শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে। | যেসব অর্থহীন বর্ণ বা বর্ণসমষ্টি শব্দের পরে বসে শব্দ গঠন করে তাদের প্রত্যয় বলে। | তাকে > তাদের |
১৯৬ | যেসব ছাত্রদের নিয়ে কথা তারা বখাটে। | যেসব ছাত্রকে নিয়ে কথা তারা বখাটে। | যেসব ছাত্রদের> যেসব ছাত্রকে |
১৯৭ | রচনাটির উৎকর্ষতা অনস্বীকার্য। | রচনাটির উৎকর্ষ অনস্বীকার্য। | উৎকর্ষতা> উৎকর্ষ |
১৯৮ | রহিম ছেলেদের মধ্যে কনিষ্ঠতম/তর। | রহিম ছেলেদের মধ্যে কনিষ্ঠ। | কনিষ্ঠতম/তর> কনিষ্ঠ |
১৯৯ | রহিমসহ আরো অনেকেই আছেন এই নাটকে। | রহিমসহ অনেকেই আছেন এই নাটকে। | আরো অনেকেই> অনেকেই |
২০০ | রহিমা পাগলিনী হয়ে গেছে | রহিমা পাগল হয়ে গেছে | রহিমা পাগলিনী> রহিমা পাগল |
প্রয়োগ–অপপ্রয়োগ ও বাক্যশুদ্ধি: ২০১–২৫০
ক্রম | অশুদ্ধ | শুদ্ধ | যেখানে পরিবর্তন হয়েছে |
২০১ | রাত্রিতে আসন্ন পরীক্ষার বিভীষিকা, উপেক্ষা করে তাড়াতাড়ি গেলাম শয়ন করতে ভাল নিদ্রা না হলেপাছে অসুখ বিসুখ হতে পারে এই ভয়ে। | পাছে রাতে ভাল ঘুম না হলে অসুখ বিসুখ হতে পারে এই ভয়ে আসন্ন পরীক্ষার বিভীষিকা উপেক্ষা করে তাড়াতাড়ি ঘুমোতে গেলাম। | |
২০২ | রীতিকে অতিক্রম না করেও যথারীতি সে বড়লোক। | রীতিকে অতিক্রম না করেও সে বড়লোক। | যথারীতি সে> সে |
২০৩ | লক্ষ লক্ষ জনতারা সব সভায় উপস্থিত হয়েছিল। | লক্ষ লক্ষ জনতা সভায় উপস্থিত হয়েছিল। | জনতারা> জনতা |
২০৪ | লালালু খুব পুষ্টিকর। | লাল আলু খুব পুষ্টিকর। | লালালু> লাল আলু |
২০৫ | লেখাপড়ায় তার মনযোগ নেই। | লেখাপড়ায় তার মনোযোগ নেই। | মনযোগ> মনোযোগ |
২০৬ | লোকজন তার প্রতিকূলে নাই। | লোকজন তার অনুকূলে নাই। | প্রতিকূলে> অনুকূলে |
২০৭ | লোকটি কায়দায় নাই। | লোকটি বেকায়দায় আছে। | কায়দায় নাই> বেকায়দায় আছে |
২০৮ | লোকটি মিশির মতো কালো হয়েও সাদা মনের মানুষ। | লোকটি মিশকালো হয়েও সাদা মনের মানুষ। | মিশির মতো কালো> মিশকালো |
২০৯ | শওকত ওসমানের কৃতদাসের হাসি একটি আদমজি পুরষ্কার প্রাপ্ত উপন্যাস। | শওকত ওসমানের ক্রীতদাসের হাসি’ আদমজি পুরস্কারপ্রাপ্ত উপন্যাস। | কৃতদাসের হাসি> ক্রীতদাসের হাসি |
২১০ | শরীর অসুস্থ্যের জন্য আমি কাল আসিতে পারি নাই। | অসুস্থতার জন্য আমি কল্য আসিতে পারি নাই। | শরীর অসুস্থ্যের জন্য আমি কাল> অসুস্থতার জন্য আমি কল্য |
২১১ | শশান ঘাট কোথায়। | শ্মশান ঘাট কোথায়? | শশান> শ্মশান |
২১২ | শশীভূষণ কি আসে নাই? | শশিভূষণ কি আসে নাই? | শশীভূষণ> শশিভূষণ |
২১৩ | শহর ও গ্রামে এখন ইলেকশনের আমেজ। | শহরে ও গ্রামে এখন ইলেকশনের আমেজ। | শহর ও গ্রামে> শহরে ও গ্রামে |
২১৪ | শহীদুল্লাহ কায়সার এবং মুনীর চৌধুরী দুজনই দেশের জন্য প্রাণ দিলেন। | শহীদুল্লাহ কায়সার ও মুনীর চৌধুরী দুজনই দেশের জন্য প্রাণ দিলেন। | এবং> ও |
২১৫ | শিক্ষা উপ-পরিচালক ও সহ-উপ পরিচালক আজ এই স্কুলে আসবেন। | শিক্ষা উপপরিচালক ও সহউপপরিচালক আজ এই স্কুলে আসবেন। | উপ-পরিচালক ও সহ-উপ পরিচালক> উপপরিচালক ও সহউপপরিচালক |
২১৬ | শিল্পায়নের সাহায্যে দেশ সমৃদ্ধশালী হইতে পারে। | শিল্পায়নের সাহায্যে দেশ সমৃদ্ধ (বা সমৃদ্ধিশালী) হইতে পারে। | সমৃদ্ধশালী> সমৃদ্ধ/ সমৃদ্ধিশালী |
২১৭ | শুধু নিজের না, দেশের উৎকর্ষতা সাধন করা প্রত্যেকেরই উচিত। | শুধু নিজের না, দেশের উৎকর্ষ/উৎকৃষ্টতা সাধন করা প্রত্যেকেরই উচিত। | উৎকর্ষতা> উৎকর্ষ/উৎকৃষ্টতা |
২১৮ | শুধুমাত্র গায়ের জোরে কাজ হয় না | শুধু গায়ের জোরে কাজ হয় না। | শুধুমাত্র> শুধু |
২১৯ | শুনেছি আপনি স্বস্ত্রীক ঢাকায় থাকেন। | শুনেছি আপনি সস্ত্রীক/স্ত্রীসহ ঢাকায় থাকেন। | স্বস্ত্রীক> সস্ত্রীক/স্ত্রীসহ |
২২০ | সকল দৈন্যতা দূর হয়ে যাক। | সকল দৈন্য দূর হয়ে যাক। সকল দীনতা দূর হয়ে যাক। | দৈন্যতা> দৈন্য/ দীনতা |
২২১ | সকল সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন। | সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন। | সকল সভ্যগণ> সভ্যগণ |
২২২ | সকল সুধীমণ্ডলী উপস্থিত আছেন। | সুধীমণ্ডলী উপস্থিত আছেন। | সকল সুধীমণ্ডলী> সুধীমণ্ডলী |
২২৩ | সকল/সমস্ত যুদ্ধাপরাধীদের বিচার দাবি করেছে জনতা। | সকল/সমস্ত যুদ্ধাপরাধীর বিচার দাবি করেছে জনতা। | সকল/সমস্ত যুদ্ধাপরাধীদের> সকল/সমস্ত যুদ্ধাপরাধীর |
২২৪ | সৎ চরিত্রবান লোক সবার কাছে প্রিয়। | চরিত্রবান লোক সবার কাছে প্রিয়। | সৎ চরিত্রবান> চরিত্রবান |
২২৫ | সত্য প্রমাণ হোক। | সত্য প্রমাণিত হোক। | প্রমাণ> প্রমাণিত |
২২৬ | সব পাখিরা ঘর বাঁধে না। | সব পাখি ঘর বাঁধে না। | সব পাখিরা> সব পাখি |
২২৭ | সব মাছগুলোর দাম কত? | মাছগুলোর দাম কত ? | সব মাছগুলোর> মাছগুলোর |
২২৮ | সবাই বাবা-মার সুস্বাস্থ্য কামনা করে। | সবাই বাবা-মার সুস্থতা কামনা করে। | সুস্বাস্থ্য> সুস্থতা |
২২৯ | সবিনয় পূর্বক নিবেদন করি | বিনয়পূর্বক নিবেদন করি। | সবিনয় পূর্বক> বিনয়পূর্বক |
২৩০ | সর্ব বিষয়ে বাহুল্যতা বর্জন করিবে | সর্ব বিষয়ে বাহুল্য বর্জন করিবে। | বাহুল্যতা> বাহুল্য |
২৩১ | সশঙ্কিত চিত্তে সে বলল | শঙ্কিত চিত্তে সে বলল। | সশঙ্কিত> শঙ্কিত |
২৩২ | সাপুড়ে সাপকে খেলায়। | সাপুড়ে সাপ খেলায়। | সাপুড়ে সাপকে> সাপুড়ে সাপ |
২৩৩ | সারা জীবন ভুতের মজুরী খেটে মরলাম। | সারা জীবন ভূতের বেগার খেটে মরলাম। | ভুতের মজুরী খেটে> ভূতের বেগার খেটে |
২৩৪ | সাহিত্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠান | সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান | সাহিত্য এবং সাংস্কৃতিক> সাহিত্য ও সাংস্কৃতিক |
২৩৫ | সুজন, অন্যান্য মেয়র প্রার্থীদের খবর কী? | সুজন, অন্যান্য মেয়র প্রার্থীর খবর কী? | মেয়র প্রার্থীদের> মেয়র প্রার্থীর |
২৩৬ | সূর্য উদয় হয়নি। | সূর্য উদিত হয়নি। | সূর্য উদয়> সূর্য উদিত |
২৩৭ | সে এমন রূপসী যেন অপ্সরী। | সে এমন রূপবতী যেন অপ্সরা। | রূপসী যেন অপ্সরী> রূপবতী যেন অপ্সরা |
২৩৮ | সে কৌতুক করার কৌতুহল সম্বরণ করিতে পারিল না। | সে কৌতুক করার কৌতূহল সংবরণ করিতে পারিল না। | সম্বরণ> সংবরণ |
২৩৯ | সে ক্যান্সারজনিত কারণে মারা গিয়েছে। | সে ক্যান্সার/ক্যান্সারজনিক রোগে মারা গিয়েছে। | ক্যান্সারজনিত কারণে. ক্যান্সার/ক্যান্সারজনিক রোগে |
২৪০ | সে ক্রোধে আত্মহারা হইয়া উঠিয়াছে। | সে ক্রোধান্ধ হইয়াছে। | ক্রোধে আত্মহারা হইয়া> ক্রোধান্ধ হইয়াছে |
২৪১ | সে ভুড়ি ভুড়ি খেয়ে ভুরিটি বাড়িয়েছে। | সে ভুরি ভুরি খেয়ে ভুঁড়িটি বাড়িয়েছে। | ভুড়ি ভুড়ি খেয়ে ভুরিটি> ভুরি ভুরি খেয়ে ভুঁড়িটি |
২৪২ | সে শৈশবেই মাতা বাপ হারিয়েছে। | সে শৈশবেই মা-বাপ হারিয়েছে। | মাতা বাপ> মা-বাপ |
২৪৩ | সে সঙ্কট অবস্থায় পড়েছে। | সে সঙ্কটে পড়েছে। | সঙ্কট অবস্থায়> সঙ্কটে |
২৪৪ | সেখানে গেলে তুমি অপমান হবে। | সেখানে গেলে তুমি অপমানিত হবে। | অপমান> অপমানিত |
২৪৫ | সেলিনা হোসেন একজন বিদ্বান লেখিকা। | সেলিনা হোসেন একজন বিদ্বান লেখক। /সেলিনা হোসেন একজন বিদুষী লেখিকা। | বিদ্বান লেখিকা> বিদ্বান লেখক/বিদুষী লেখিকা |
২৪৬ | স্নেহভাজন পুরুষলোককে পত্রের মূল আদিতে কল্যানীয়াসু বলিয়া সম্বোধন করিবে। | স্নেহভাজন পুরুষলোককে লিখিত পত্রের আদিতে কল্যাণীয়েষু’ বলিয়া সম্বোধন করিবে। | কল্যানীয়াসু> কল্যাণীয়েষু |
২৪৭ | স্বল্পবিদ্যা ভয়ংকরী। | অল্পবিদ্যা ভয়ংকরী। | স্বল্পবিদ্যা> অল্পবিদ্যা |
২৪৮ | হাতে ব্যাথা পেয়েছি | হাতে ব্যথা পেয়েছি। | ব্যাথা> ব্যথা |
২৪৯ | হীন চরিত্রবান লোক পশ্বাধম | চরিত্রহীন লোক পশ্বধম । | হীন চরিত্রবান> চরিত্রহীন, পশ্বাধম> পশ্বধম |
২৫০ | হে ত্রিনয়নী আমাকে রক্ষা কর | হে ত্রিনয়না, আমাকে রক্ষা কর । | ত্রিনয়নী> ত্রিনয়না |
আরও যা পড়বেন:
২০০০ থেকে ২০১৭ সালের বিভিন্ন পরিক্ষায় আসা গুরুত্বপূর্ণ শুদ্ধ বানান
পরিক্ষায় আসা গুরুত্বপূর্ণ শুদ্ধ বানান
1) ইতিপূর্বে = ইতঃপূর্বে
2)সহযোগীতা = সহযোগিতা
3) শিরচ্ছেদ = শিরশ্ছেদ
4) মনোকস্ট = মনঃকষ্ট
5)অপারাহ্ন = অপরাহ্ণ
6)দূরবস্তা =দুরবস্থা
7)ষ্টেশন
=স্টেশন
8. মুহুর্ত = মুহূর্ত
9) উপযোগীতা = উপযোগিতা
10) কল্যান
= কল্যাণ
11) জীবীকা
=জীবিকা
12) স্বরস্বতী = সরস্বতী
13) গীতাঞ্জলী =গীতাঞ্জলি
14) পিপিলিকা =পিপীলিকা
15) ব্যপ্ত
= ব্যাপ্ত
16) মুখস্ত
= মুখস্থ
17) সংস্কৃতিক =সাংস্কৃতিক
18) অন্তভুক্ত =অন্তর্ভুক্ত
19) ঐক্যতান = ঐকতান
20)উপরোক্ত = উপর্যুক্ত
21)বিদূষি
=বিদুষি
22)ভূবন
= ভুবন
23)বিভিষিকা = বিভীষিকা
24) আলচ্যমান = আলোচ্যমান
25) পুরান
= পুরাণ
26)ঝরণা
= ঝরনা
27) প্রনয়িণী = প্রয়য়িনী
28) দৈন্যতা = দৈন্য,
দীনতা
29)পুরষ্কার = পুরস্কার
30) স্নেহাশীস = স্নেহাশিস্
31)বয়জেষ্ঠ্য = বয়োজ্যেষ্ঠ
32)দূরাদৃস্ট = দুরাদৃষ্ট
33) কর্মজীবি = কর্মজীবী
34)আকাংখা
= আকাংঙ্ক্ষা
35)প্রতিযোগীতা = প্রতিযোগিতা
36)সন্যাসী = সন্ন্যাসী
37) বহিস্কার = বহিষ্কার
38)জগত
= জগৎ
39)মনীষি
= মনীষী
40)শান্তনা = সান্ত্বনা
41)মন্রীত্ব = মন্রিত্ব
42)বুদ্ধিজীবি = বুদ্ধিজীবী
43)ইতিমধ্যে = ইতোমধ্যে
44)ভৌগলিক=
ভৌগোলিক
45)মুমুর্ষু = মুমূর্ষু
46)শ্রদ্ধান্ঞ্জলী = শ্রদ্ধান্ঞ্জলি
47)উত্তারায়ন = উত্তারায়ণ
48) ঋন
= ঋণ
49) সমিচিন.
= সমীচীন
50) সম্বর্ধনা = সংবর্ধনা
51) দারিদ্রতা = দরিদ্রতা/দারিদ্র্য
52) সুষ্ঠ
= সুষ্ঠু
53) পরিস্কার. = পরিষ্কার
54) কৃজ্জটিকা = কৃজ্ঝটিকা
55) নিশিথিনি = নিশীথিনী
56) আদ্যান্তে = আদ্যন্ত
57) ব্রাক্ষ্মন = ব্রাক্ষ্মণ
58) শুশ্রষা = শুশ্রূষা
59)মরিচিকা = মরীচিকা
60)স্বামীগৃহ = স্বামিগৃহ
61)আইনজীবি = আইনজীবী
62)নুন্যতম = নূ
্যনতম
63)ব্যতিত
= ব্যতীত
64)প্রানীবিদ্যা = প্রানিবিদ্যা
65)উজ্জল.
= উজ্জ্বল
66) লজ্জাষ্কর. = লজ্জাকর
67) তোরন.
= তোরণ
68)কার্য্যালয় = কার্যালয়
69) নিরব.
= নীরব
70)উচ্ছাস.
= উচ্ছ্বাস
71)ভ্রাতাগন = ভ্রাতৃগন
72) বাল্মিকী = বাল্মীকি
73)দোষণীয়
= দূষণীয়
74)গ্রামীন. = গ্রামীণ
75)পোষ্টমাষ্টার = পোস্টমাস্টার
76) ভাতুস্পুএ = ভ্রাতুষ্পুত্র
77)নিক্কন
= নিক্বণ
78)দ্বন্ধ
= দ্বন্দ্ব
79)সম্বাদ
= সংবাদ
80) সূচিপত্র =সুচিপত্র
Discussion about this post