বিখ্যাত খাল সমূহ
খালের নাম | অবস্থান | দৈর্ঘ্য (কিঃ মিঃ) | প্রস্থ (মিটার) | উদ্বোধন |
গ্রান্ড খাল | চীন | ১১২৭ | – | ৭ম শতক |
গোটা খাল | সুইডেন | ১৮৫ | ১৪ | ১৮৩২ |
সুয়েজ খাল | মিশর | ১৬৮ | ৬০ | ১৮৯৬ |
পানাম খাল | আমেরিকা | ৮১ | ৯১ | ১৯১৪ |
এলক ট্রেড খাল | জার্মানী | ৬৬ | ২২ | ১৯০০ |
ম্যানচেস্টার খাল | ইংল্যান্ড | ৫৭ | ৩৭ | ১৮৯৪ |
উইল্যান্ড হাল | কানাডা | ৪৩ | ৬১ | ১৮৮৭ |
জুলিয়ানা | হল্যান্ড | ৩২ | ১৬ | ১১৩৫ |
আমস্টারডাম খাল | হল্যান্ড | ২৬.৫৫ | ২৭ | ১৮৭৬ |
কিয়েল খাল | জার্মানী | ২৫.৭৫ | ৪৬ | ১৮৯৫ |
বিশ্বের দীর্ঘতম খাল কোনটি? | গ্রান্ড খাল। |
বিশ্বের কৃত্রিম দীর্ঘতম খাল কোনটি? | সুয়েজ খাল। |
বিশ্বের গভীরতম খাল কোনটি? | পানামা খাল। |
পানামা খাল কোন দুটি মহা সাগরকে সংযুক্ত করেছে? | প্রশান্ত মহাসাগরকে। |
সুয়েজ খাল সংযুক্ত করেছে? | লোহিত সাগর ও ভূমধ্য সাগর। |
পৃথিবীর বৃহত্তম কৃত্রিম জলপথ কোনটি? | সুয়েজ খাল। |
বনভূমি কেটে কোন খাল তৈরী করা হয়েছে? | পানামা খাল। |
পানামা খাল কবে খনন করা হয়? | ১৯১৩ সালে। |
সুয়েজ খাল খনন কাজ সম্পন্ন হয় কবে? | ১৮৬৯ সালে। |
সুয়েজ খালকে জাতীয়করণ করা হয় কবে? | ১৯৫৬ সালে। |
বিখ্যাত প্রণালী সমূহ
প্রণালীর নাম | পৃথক করেছে | সংযুক্ত করেছে |
পক প্রণালী | ভারত -শীলঙ্কা | ভারত মহাসার – আরব মহাসাগর |
জিব্রাল্টার প্রণালী | আফ্রিকা – স্পেন | উত্তর আটলান্টিক – ভুমধ্যসাগর |
মালাস্কা প্রণালী | সুমাত্রা – মায়েশিয়া | বঙ্গোপসাগর – জাভা সাগর |
বেরিং প্রণালী | আমেরিকা – এশিয়া | উত্তর সাগর – বেরিং সাগর |
ফোরিডা প্রণালী | কিউবা – ফোরিডা | মেক্সিকো উপসাগর – আটলান্টিক |
ইংলিশ চ্যানেল | ফ্রান্স – ব্রিটেন | আটলান্টিক – উত্তর সাগর। |
সুন্দা প্রণালী | সুমাত্রা – জাভা | ভারত মহাসাগর – জাভা সাগর। |
হরমুজ প্রণালী | ইরান – আরব আমিরাত | পারস্য উপসাগর – ওমান সাগর |
মেসিনা প্রণালী | ইটালী – সিসিলি | টির ইনিয়ান – আইওনিয়ান সাগর। |
ডোভার প্রণালী | ফ্রান্স – ব্রিটেন | ইংলিশ চ্যানেল – উত্তর সাগর |
বসফরাস প্রণালী | এশিয়া – ইউরোপ | মরমর সাগর – কৃষ্ণ সাগর |
দার্দানেলিস প্রণালী | মরক্ক – মরক্ক | ইজিয়ান সাগর – মরমর সাগর |
বার্বেল মান্ডেল প্রণালী | এশিয়া – আফ্রিকা | এডেন – লোহিত সাগর |
নদী তীরবর্তী বিখ্যাত শহর
শহর | দেশ | নদী |
অটোয়া | কানাডা | সেন্ট লরেন্স |
আগ্রা | ভারত | যমুনা |
আকিয়াব | মায়ানমার | ইরাবতী |
আলেকজান্দ্রিয়া | মিশর | নীল |
আঙ্কারা | তুরস্ক | কিজিল |
এলাহাবাদ | ভারত | গঙ্গা ও যমুনার সঙ্গমস্থল |
ইয়াঙ্গুন | মায়ানমার | ইরাবতী |
ওয়ারশ | পোল্যান্ড | ভিশ্চুলা |
ওয়াশিংটন | যুক্তরাষ্ট্র | পোটোম্যাক |
করাচী | পাকিস্তান | সিন্ধু |
কলিকাতা | ভারত | হুগলী |
কায়রো | মিশর | নীল |
ক্যান্টন | চীন | চাং কিং |
কানপুর | ভারত | কাবুল |
কুইবেক | কানাডা | সেন্ট লরেন্স |
খার্তুম | সুদান | ব্ল নীল ও হোয়াইট নীল |
ডাবলিন | আয়ারল্যান্ড | লিফে |
ডানজিক | জার্মানী | ভিস্টুলা |
দিল্লী | ভারত | যমুনা |
নিউইয়র্ক | যুক্তরাষ্ট্র | হাডসন |
পাটনা | ভারত | গঙ্গা |
পিকিং/বেইজিং | চীন | হোয়াংহো |
প্রাগ | চেক প্রজাতন্ত্র | বিটাভ |
প্যারিস | ফ্রান্স | সীন |
ফিলাডেলফিয়া | যুক্তরাষ্ট্র | ডিলাওয়ারি |
বাগদাদ | ইরাক | টাইগ্রীস |
বার্লিন | জার্মানী | স্প্রি |
বুদাপেস্ট | হাঙ্গেরী | দানিউব |
বুয়েনস আয়ারস | আর্জেন্টিনা | লা প্লাটা |
ব্যাংকক | থাইল্যান্ড | মিনাম |
বসরা | ইরাক | টাইগ্রীস |
বেলগ্রেড | যুগোশ্লেভিয়া | দানিউব |
বন | জার্মানী | রাইন |
ব্রিস্টল | ইংল্যান্ড | এডন |
ভিয়েনা | অষ্ট্রিয়া | দানিউব |
মস্কো | রাশিয়া | মস্কভ |
মাদ্রিদ | স্পেন | মানজানেরে |
মন্ট্রিল | কানাডা | সেন্ট লরেন্স |
রোম | ইটালী | টিবের |
লন্ডন | ইংল্যান্ড | টেমস |
লক্ষেèৗ | ভারত | গোমতী |
লাহোর | পাকিস্তান | রাভী |
লিসবন | পর্তুগাল | টেগাস |
লিভারপুল | ইংল্যান্ড | মার্সি |
শ্রীনগর | ভারত | ঝিলম |
সিডনী | অষ্ট্রেলিয়া | মারে ডালিং |
সাংহাই | চীন | ইয়াং সি কিয়াং |
হংকং | চীন | ক্যান্টন |
টোকিও | জাপান | আরাকার্ডয়া |
আন্তর্জাতিক নদ নদী বিষয়ক
এশিয়ার বৃহত্তম নদী কোনটি? | ইয়াং সি কিয়াং (৫৪৯৪ কিমি)। |
ইয়াং সি কিয়াং কোন দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। | চীন। |
এশিয়ার সবচেয়ে খরস্রোতা নদী কোনটি? | সালউইন। |
এশিয়ার দীর্ঘতম নদী গুলোর নাম কি? | ইয়াং সি কিয়াং(৫৪৯৪ কিমি), ওব (৫৪১০ কিমি), ইনিসি (৪৫০৬ কিমি), হোয়াং হো (৪৩৪৪ কিমি), লেনা (৪৪০০ কিমি), ব্রহ্মপুত্র (২৭০০ কিমি)। |
আমুর নদীর উৎপত্তিস্থল কোথায়? | ইয়াব্লোনর পর্বত। |
আমুর নদীর দৈর্ঘ্য কত? | ২৮২৪ কিমি। |
আমুর নদী কোথায় পতিত হয়েছে? | ওখটস্ক উপসাগরে। |
দক্ষিণ এশিয়ার প্রধান নদী কি কি ? | সিন্ধু -২৮৮০, গঙ্গা ও ব্রহ্মপুত্র -২৭০০। |
সিন্ধু নদ কোন দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে | পাকিস্তান। |
সিন্ধু নদ কোথায় পতিত হয়েছে? | আরব সাগরে। |
ব্রহ্মপুত্র নদী কোথায় পতিত হয়েছে? | পদ্মা (গঙ্গা) নদীতে। |
ব্রহ্মপুত্র নদী তিব্বতে কি নামে পরিচিত? | সানপো। |
কোন কোন দেশের মধ্য দিয়ে সিন্ধু নদ প্রবাহিত হয়েছে? | ভারত ও পাকিস্তান। |
সিন্ধু নদ কোথায় পতিত হয়েছে? | আরব সাগরে। |
গঙ্গা নদী কোথায় পতিত হয়েছে? | বঙ্গোপসাগরে। |
ব্রহ্মপুত্র নদ কোন দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? | তিব্বত, ভারত ও বাংলাদেশ। |
ব্রহ্মপুত্র নদ কোথা থেকে উৎপন্ন হয়েছে ? | তিব্বত থেকে। |
টাইগ্রিস (দজলা) নদী কোথায় অবস্থিত? | ইরাক, (১,৮৯৯ কিমি) । |
টাইগ্রিস (দজলা) নদী কোথায় পতিত হয়েছে? | পারস্য উপসাগরে। |
ইউফ্রেটিস নদীর পূর্ব নাম কি? | ফোরাত নদী। |
ইউরোপের দীর্ঘতম নদী কোনটি? | ভলগা (৩৬৯০ কিমি) । |
ভলগা কোন দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? | রাশিয়া। |
ভলগা নদী কোথায় পতিত হয়েছে? | কাস্পিয়ান সাগরে। |
ইউরোপের প্রধান প্রধান নদীর নাম কি? | দানিউব, ভলগা, ডন, নিপার, নিস্টার, পেচোরা, ওয়েজার, রাইন, টেমস, ডুরো, টেগান, গোয়াডিয়ান ও রোম। |
দানিউব নদীর উৎপত্তিস্থল কোথায়? | ব্ল্যাক ফরেস্ট থেকে । |
দানিউব নদী কোন দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে? | রুমানিয়া ও যুগোশ্লাভিয়া। |
দানিউব নদী কোথায় পতিত হয়েছে? | কৃষ্ণ সাগর। |
আন্তর্জাতিক নদী বলা হয় কোন নদীকে? | দানিউব নদীকে। |
কোন নদীর তীরে লন্ডন শহর অবস্থিত ? | টেমস। |
রাইন নদী উৎপত্তিস্থল কোথায়? | আল্পস পর্বতে। |
রাইন নদী কোথায় প্রবাহিত? | জার্মানী ও হল্যান্ড (৮২০ কিমি)। |
রাইন নদী কোথায় পতিত হয়েছে? | উত্তর সাগরে। |
উরাল নদী কোন দেশের উপর দিয়ে প্রবাহিত ? | রাশিয়া (২৫৩৩ কিমি)। |
উরাল নদী কোন সাগরে পতিত হয়েছে? | ক্যাস্পিয়ান সাগরে। |
আফ্রিকা তথা পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? | নীলনদ (৬৬৫০ কিমি)। |
নীল নদ কোন কোন দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? | ইথিওপিয়া, সুদান, ও মিশর। |
নীল নদ কতটি দেশের উপর দিয়ে প্রবাহিত? | ১০ টি। |
আফ্রিকার বিখ্যাত নদী গুলোর নাম কি? | নীলনদ, কঙ্গো (৪৮০০ কিমি), জাম্বেসী (৩৫৪০ কিমি)। |
জাম্বেসী নদী কোন দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে? | জাম্বিয়া ও মোজাম্বিক। |
জাম্বেসী নদী কোথায় পতিত হয়েছে? | ভারত মহাসাগরে। |
কঙ্গো নদী কোথায় পতিত হয়েছে? | উত্তর প্রশান্ত মহাসাগরে। |
নাইজার নদী কোথায় পতিত হয়েছে? | দিনি উপসাগরে। |
উত্তর আমেরিকার দীর্ঘতম নদী কোনটি? | মিসিসিপি-মিসৌরী (৬০২০ কিমি) |
মিসিসিপি নদী কোন দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে? | যুক্তরাষ্ট্র। |
উত্তর আমেরিকার দীর্ঘতম (একক) নদী কোনটি? | ম্যাকেঞ্জি (৪২৪১ কিমি)। |
দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী কোনটি? | আমাজান (৬৪৩৭ কিমি)। |
পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী কোনটি? | আমাজান। |
পৃথিবীর প্রশস্ততম নদী কোনটি? | আমাজান। |
আমাজান নদী কোথায় পতিত হয়েছে? | আটলান্টিক মহাসাগরে। |
কোন নদী দিয়ে সবচেয়ে বেশি পানি প্রবাহিত হয়? | আমাজান। |
আমাজান নদী দিয়ে প্রতি সেকেন্ডে কত ঘন ফুট পানি প্রবাহিত হয? | ৭২ লক্ষ ঘনফুট। |
ওশেনিয়ার দীর্ঘতম নদী কোনটি? | মারে ডালিং, অষ্ট্রেলিয়া (৩৭৮০ কিমি)। |
মারে ডালিং নদী কোন নদী সাগরে পতিত হয়েছে? | ভারত মহাসাগরে। |
নদীর পানি প্রবাহ পরিমাপের একক কি? | কিউসেফ। |
আমুদরিয়া কোন মালভূমি থেকে উৎপন্ন হয়েছে? | পামীর মালভূমি। |
শিরদরিয়া কোন পর্বত থেকে উৎপত্তি হয়েছে? | তিয়েনশান পর্বত। |
আমুদরিয়া ও শিরদরিয়া কোথায় পতিত হয়েছে? | আরল হ্রদে। |
কোন নদীতে মাছ বাঁচতে পারে না? | জর্ডান নদীতে। |
কোন নদী নিয়ে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে বিরোধ চলছে? | রিও গেনডে নদী। |
বিখ্যাত সমুদ্র বন্দর
সমুদ্র বন্দর | দেশের নাম |
আমস্টারডাম | হল্যান্ড। |
আলেকজান্দ্রিয়া | মিশর। |
আকিয়াব | মায়ানমার। |
ইয়াকোহামা | জাপান। |
ইয়াংগুন | মায়ানমার। |
এন্টওয়ার্প | বেলজিয়াম। |
ওয়েলিংটন | নিউজিল্যান্ড। |
ওসাকা | জাপান। |
করাচী | পাকিস্তান। |
কলম্ব | শ্রীলঙ্কা। |
কলিকাতা | ভারত। |
কারডিখ | ইংল্যান্ড। |
ক্যান্টন | চীন। |
কেপটাউন | দক্ষিণ আফ্রিকা। |
ক্যাসাব্লাঙ্কা | মরক্কো। |
গ্লাসগো | স্কটল্যান্ড। |
চট্টগ্রাম | বাংলাদেশ। |
মংলা | বাংলাদেশ। |
জেনোয়া | ইটালী। |
ডানজিক | পোল্যান্ড। |
নিউইয়র্ক | যুক্তরাষ্ট্র। |
নিউ অরলিন্স | যুক্তরাষ্ট্র। |
নিউ ক্যাসল | ইংল্যান্ড। |
নেপলস | ইটালী। |
পোর্ট সৈয়দ | মিশর। |
ফিলাডেলফিয়া | যুক্তরাষ্ট্র। |
বুয়েন্স আয়ার্স | আর্জেন্টিনা। |
ব্রিস্টল | ইংল্যান্ড। |
ব্রিসবেন | অষ্ট্রেলিয়া। |
ব্যাংকক | থাইল্যান্ড। |
ভেনিস | ইটালী। |
মন্ট্রিল | কানাডা। |
মন্টি ভিডিও | উরুগুয়ে। |
মারসিলিস | ফ্রান্স। |
ম্যাঞ্চেস্টার | ইংল্যান্ড। |
মাদ্রাজ | ভারত। |
ম্যানিলা | ফিলিপাইন। |
মুম্বাই | ভারত। |
রোটারডাম | হল্যান্ড। |
রিও ডি জেনিরো | ব্রাজিল। |
লিভারপুল | ইংল্যান্ড। |
লিসবন | পর্তুগাল। |
লন্ডন | ইংল্যান্ড। |
লেলিন গ্রাদ | রাশিয়া। |
সাংহাই | চীন। |
সানফ্রান্সিসকো | যুক্তরাষ্ট্র। |
সিঙ্গাপুর | সিঙ্গাপুর। |
সিডনী | অষ্ট্রেলিয়া। |
শিকাগো | যুক্তরাষ্ট্র। |
হংকং | হংকং। |
হামবুর্গ | জার্মানী। |
বন্দর আব্বাস | ইরান। |
ডারউইন | অষ্ট্রেলিয়া। |
ভৌগলিক উপনাম
ভৌগলিক উপনাম | দেশ/ স্থান |
অন্ধকারাচ্ছন্ন মহাদেশ | আফ্রিকা। |
আগুনের দ্বীপ | আইসল্যান্ড। |
ইউরোপের রুগ্ন মানুষ | তুরস্ক। |
ইউরোপের ক্রীড়াঙ্গন | সুইজারল্যান্ড। |
ইউরোপের রণক্ষেত্র | বেলজিয়াম। |
ইউরোপের ককপিট | বেলজিয়াম। |
ইংল্যান্ডের বাগান | কেন্ট। |
উত্তরের ভেনিস | স্টকহোম। |
উদ্যানের শহর | শিকাগো। |
ক্যাঙ্গারুর দেশ | অস্ট্রেলিয়া। |
গগণচুম্বী অট্টালিকার দেশ | নিউইয়র্ক। |
গোলাপী শহর | জয়পুর, রাজস্থান। |
গ্রানাইটের শহর | এবার ডন। |
চির বসন্তের নগরী | কিটো, ইকুয়েডর। |
চির শান্তির শহর | রোম, ইতালি। |
চির সবুজের দেশ | নাটাল। |
চীনের দুঃখ | হোয়াংহো। |
জাঁকজমকের নগরী | নিউইয়র্ক। |
দক্ষিণের গ্রেট ব্রিটেন | নিউজিল্যান্ড। |
দক্ষিণের ভারতের উদ্যান | তাঞ্জোর। |
দক্ষিণের রানী | সিডনী, অস্ট্রেলিয়া। |
দ্বীপের নগরী | ভেনিস। |
দ্বীপের মহাদেশ | ওশেনিয়া। |
নিশ্চুপ সড়ক শহর | ভেনিস। |
নিষিদ্ধ শহর | লাসা, তিব্বত। |
নিশীথ সূর্যের দেশ | নরওয়ে। |
নীরব শহর | রোম। |
চীনের নীল নদ | ইয়াং সি কিয়াং। |
নীল নদের দান | মিশর। |
নীল নদের দেশ | মিশর। |
পঞ্চনদের দেশ | পাঞ্জাব। |
পবিত্র পাহাড় | ফুজিয়ামা, জাপান। |
পবিত্র ভূমি | জেরুজালেম। |
পবিত্র দেশ | ফিলিস্তিন। |
পশু পালনের দেশ | তুর্কিস্তান। |
পশ্চিমের জিব্রাল্টার | কুইবেক। |
পাকিস্তানের প্রবেশদ্বার | করাচী। |
পান্নার দ্বীপ | আয়ারল্যান্ড। |
পিরামিডের দেশ | মিশর। |
পোপের শহর | রোম। |
প্রাচীরের দেশ | চীন। |
প্রাচ্যের ডান্ডি | নারায়নগঞ্জ। |
প্রাচ্যেও ম্যানচেস্টার | ওসাকা, জাপান। |
প্রাচ্যের ভেনিস | ব্যাংকক। |
প্রাচ্যের গ্রেট ব্রিটেন | জাপান। |
পৃথিবীর ছাদ | পামির মালভূমি। |
পৃথিবীর চিনির আধার | কিউবা। |
বজ্রপাতের দেশ | ভূটান। |
বাতাসের শহর | শিকাগো। |
বাজারের শহর | কায়রো, মিশর। |
বাংলার ভেনিস | বরিশাল। |
বিশ্বের রুটির ঝুড়ি | প্রেইরি, উত্তর আমেরিকা। |
ভারতের প্রবেশদ্বার | মুম্বাই। |
ভাটির দেশ | বাংলাদেশ। |
ভারতের উদ্যান | লক্ষ্ণৌ। |
ভূ স্বর্গ | কাশ্মীর। |
ভূমধ্যসাগরের প্রবেশদ্বার | জিব্রাল্টার। |
ভূমিকম্পের দেশ | জাপান। |
মটর গাড়ির শহর | ডেট্রয়েট। |
মসজিদের শহর | ঢাকা ও ইস্তাম্বুল। |
মন্দিরের শহর | বেনারস, ভারত। |
মরুভূমির দেশ | আফ্রিকা। |
মার্বেলের দেশ | ইটালী। |
মুক্তার দ্বীপ | বাহরাইন। |
মুক্তার দেশ | কিউবা। |
ম্যাপল পাতার দেশ | কানাডা। |
রৌপের শহর | আলজিয়ার্স। |
লবঙ্গ দ্বীপ | জাঞ্জিবার। |
লিলি ফুলের দেশ | কানাডা। |
শান্ত সকালের দেশ | কোরিয়া। |
শ্বেত হস্তির দেশ | থাইল্যান্ড। |
শ্বেতাঙ্গদের কবরস্থান | গিনি কোস্ট। |
সকাল বেলার প্রশান্তি | কোরিয়া। |
সূর্যোদয়ের দেশ | জাপান। |
সোনালী আঁশের দেশ | বাংলাদেশ। |
সোনালী তোরনের দেশ | সানফ্রান্সিসকো। |
সোনালী প্যাগোডার দেশ | মায়ানমার। |
সম্মেলনের শহর | জেনেভা। |
সাদা শহর | বেলগ্রেড। |
সাত পাহাড়ের শহর | রোম। |
সমুদ্রের বধু | গ্রেট ব্রিটেন। |
স্বর্ণ নগরী | জোহান্সবার্গ। |
হর্ণ অফ আফ্রিকা | দক্ষিণ আফ্রিকা। |
হাজার দ্বীপের দেশ | ফিনল্যান্ড। |
হাজার হ্রদের দেশ | আইসল্যান্ড। |
হারকিউলিসের স্তম্ভ | জিব্রাল্টার মালভূমি। |
ওশেনিয়া মহাদেশ
ওশেনিয়া কাকে বলে? | দক্ষিণ প্রশান্ত মহাসাগরের সকল দ্বীপকে একত্রে ওশেনিয়া বলে। |
ওশেনিয়া কি কি অঞ্চলে বিভক্ত? | অষ্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মাইক্রোনেশিয়া, মেলেনেশিয়া ও পলিনেশিয়া। |
ওশেনিয়া মহাদেশের আয়তন কত? | ৮৪,২৮,৭০২ বর্গ কি মি। |
ওশেনিয়ার বৃহত্তম দেশ কোনটি? | অস্ট্রেলিয়া। |
ওশেনিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি? | নাউরু (২১ বর্গ কিমি)। |
অস্ট্রেলিয়ার আয়তন কত? | ৭৬,১৭,৯৩০ বর্গ কিমি। |
বিচিত্র জীব জন্তু ক্যাঙ্গারু, প্লাটিপাস, কোয়েল ও এমু কোথায় পাওয়া যায়? | অস্ট্রেলিয়া। |
ওশেনিয়ার দীর্ঘতম নদী কোনটি? | মারে ডালিং, অস্ট্রেলিয়া (৩৭৮০ কিমি)। |
ওশেনিয়ার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? | কোসিয়াস্কা, অস্ট্রেলিয়া (২২২৮.১ মিটার)। |
ওশেনিয়ার সর্বনিম্ন বিন্দু কোনটি? | লেক আয়ার, (১৫.৮ মিটার ) । |
গ্রেট বেরিয়ার রীফ কোথায় অবস্থিত? | প্রশান্ত মহাসাগরে। |
অস্ট্রেলিয়া কোন গোলার্ধে অবস্থিত? | দক্ষিণ গোলার্ধে। |
ওশেনিয়ার বৃহত্তম দ্বীপ কোনটি? | নিউগিনি(৭,৮৫,০০০ বর্গ কিমি)। |
তাহিতি, সামোয়া, ইষ্টার, টোঙ্গা ও টওমোতু প্রভৃতি দ্বীপ গুলোকে কি বলে? | পলিনেশিয়া। |
সান্তাক্রুজ, ফিজি, নিউগিনি, বিসমার্ক, সলোমান, নিউক্যালিডোনিয়া নিয়ে গঠিত হয়েছে? | মেলেনিশিয়া। |
মার্শাল, ক্যারোলিনা, মেরিয়ানা নিয়ে গঠিত হয়েছে ? | মাইক্রোনেশিয়া। |
অস্ট্রেলিয়ার ঊষ্ণতম মাস কোনটি? | জানুয়ারি। |
অস্ট্রেলিয়ার শীতলতম মাস কোনটি? | জুলাই। |
দক্ষিণ আমেরিকা মহাদেশ
দক্ষিণ আমেরিকা কোন গোলার্ধে অবস্থিত ? | দক্ষিণ গোলার্ধে। |
দক্ষিণ আমেরিকার আয়তন কত? | ১,৭৫,২২,৩৭১ বর্গ কিমি। |
দক্ষিণ আমেরিকা পৃথিবীর মোট আয়তনের কত অংশ? | ১২.১%। |
আয়তনে দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ কোনটি? | ব্রাজিল (৮৪,৫৬,৫৭০ বর্গ কিমি)। |
লোকসংখ্যায় দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ কোনটি? | ব্রাজিল। |
দক্ষিণ আমেরিকা তথা পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোনটি? | আন্দিজ, (৬৪০০ কিমি)। |
দক্ষিণ আমেরিকার বৃহত্তম নদী কোনটি? | আমাজান।(৬৪৩৭ কিমি) |
পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী কোনটি? | আমাজান । |
পৃথিবীর প্রশস্ততম নদী কোনটি? | আমাজান। |
পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি? | এঞ্জেল জলপ্রপাত, (ভেনিজুয়েলা) ৮০৭ মিটার। |
আয়তনে দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটি? | আর্জেন্টিনা (২৭,৬৬,৮৯০ বর্গ কিমি)। |
দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? | অ্যাকঙ্কগুয়া, (আর্জেন্টিনা -৬৯৫৮.৮ মিটার)। |
দক্ষিণ আমেরিকার সর্বনিম্ন বিন্দু কোনটি? | ভালডেস পেনিন, আর্জেন্টিনা (৩৯.৯ মিটার) । |
পৃথিবীর তথা দক্ষিণ আমেরিকার উচ্চতম রাজধানীর নাম কি? | লাপাজ, বলিভিয়া । |
পৃথিবীর তথা দক্ষিণ আমেরিকার উচ্চতম বিমান বন্দর কোনটি? | লাপাজ, বলিভিয়া । |
উত্তর আমেরিকা মহাদেশ
উত্তর আমেরিকার আয়তন কত? | ২,১৩,৯৩,৭৬২ বর্গ কিমি। |
উত্তর আমেরিকা পৃথিবীর মোট আয়তনের কত অংশ? | ১৪.৮%। |
উত্তর আমেরিকা কোন গোলার্ধে অবস্থিত ? | পশ্চিম গোলার্ধে। |
আয়তনে উত্তর আমেরিকার বৃহত্তম দেশ কোনটি? | কানাডা (৯০,৯৩,৫৭০ বর্গ কিমি) |
লোকসংখ্যায় উত্তর আমেরিকার বৃহত্তম দেশ কোনটি? | যুক্তরাষ্ট্র। |
আয়তনে উত্তর আমেরিকার ক্ষুদ্রতম দেশ কোনটি? | বারমুডা; (৫২ কিমি)। |
লোকসংখ্যায় উত্তর আমেরিকার ক্ষুদ্রতম দেশ কোনটি? | গ্রানাডা। |
উত্তর আমেরিকা কে আবিস্কার করেন? | ইটালির বিখ্যাত নাবিক কলম্বাস । |
কলম্বাস কবে আমেরিকা আবিস্কার করেন? | ১৪৯২। |
উত্তর আমেরিকার অধিকাংশ অধিবাসি কাদের বংশধর? | ইউরোপিয়দের। |
এস্কিমোরা কোথায় বসবাস করে? | তুন্দ্রা অঞ্চলে । |
উত্তর আমেরিকা তথা পৃথিবীর বৃহত্তম সুপেয় পানির হ্রদ কোনটি? | সুপিরিয়র (৩১,৭০০ বর্গ মাইল ) |
উত্তর আমেরিকার দীর্ঘতম নদী কোনটি? | মিসিসিপি-মিসৌরী (৬০২০ কিমি)। |
উত্তর আমেরিকার দীর্ঘতম (একক) নদী কোনটি? | ম্যাকেঞ্জি (৪২৪১ কিমি)। |
উত্তর আমেরিকার আদি অধিবাসিদেও নাম কি? | রেড ইন্ডিয়ান ও এস্কিমো। |
উত্তর আমেরিকা তথা পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি? | গ্রীনল্যান্ড (২১,৭৫,৬০০ বর্গ কিমি) |
উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? | ম্যাককিনলি ,যুক্তরাষ্ট্র (উচ্চতা-৬১৯৪ মিটার)। |
উত্তর আমেরিকার সর্বনিম্ন বিন্দু কোনটি? | ডেথ ভ্যালি, যুক্তরাষ্ট্র (গভীরতা-৮৫.৯ মিটার)। |
উত্তর আমেরিকার বৃহত্তম আগ্নেয়গিরি কোনটি? | পোক্যাটেপেটল, মেক্সিকো (৫৪৫২ মিটার)। |
মিসিগান, ইরি ,সুপিরিয়র, হিউরন ওঅন্টারিও হ্রদগুলোর একত্রে নাম কি? | গ্রেটলেকস। |
মধ্যে আমেরিকা হতে মিসিসিপি অববাহিত পর্যন্ত সমভূমিকে কি বলে? | পৃথিবীর রুটির ঝুড়ি। |
আফ্রিকা মহাদেশ
পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি? | আফ্রিকা। |
আফ্রিকার আয়তন কত? | ২,৯৮,০৫,০৪৮ বর্গ কিমি। |
আফ্রিকা পৃথিবীর মোট আয়তনের কত অংশ? | ২০.৬% । |
আফ্রিকা মহাদেশর অবস্থান? | নিররেখার দু’পাশে। |
প্রাচীনকালে আফ্রিকা মহাদেশকে কি বলা হত? | অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। |
আফ্রিকা মহাদেশের একমাত্র শিল্পোন্নত দেশ কোনটি? | দক্ষিণ আফ্রিকা। |
আফ্রিকা মহাদেশের বৃহত্তম দ্বীপের নাম কি? | মাদাগাস্কার। |
আফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? | কিলিমাঞ্জারো (৫৮৯৪ মিটার)। |
কিলিমাঞ্জারো পর্বতশৃঙ্গ কোন দেশে অবস্থিত? | তাঞ্জানিয়া। |
আফ্রিকার বৃহত্তম হ্রদ কোনটি? | ভিক্টোরিয়া (২৬,৮২৮ বর্গ কিমি।) |
আফ্রিকার সর্বনিন্ম বিন্দু কোনটি? | লেক আসাই, জিবুতি (গভীরতা-১৫৬.১ মিটার)। |
আফ্রিকা তথা পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? | নীলনদ (৬৬৫০ কিমি)। |
আফ্রিকার বিখ্যাত নদী গুলোর নাম কি? | নীলনদ ৬৬৫০ কিমি) কঙ্গো (৪৮০০ কিমি), নাইজার (৪১৮০ কিমি), জাম্বেসী (৩৫৪০ কিমি)। |
আফ্রিকা তথা পৃথিবীর (আয়তনে) বৃহত্তম জলপ্রপাত কোনটি? | নায়াগ্রা (উচ্চতা ৫১ মিটার)। |
পৃথিবীর সর্বাপেক্ষা খর্বকায় জাতি কোনটি? | পিগমী (১.৪ মিটার)। |
পিগমী জাতি কোন দেশে বসবাস করে? | কঙ্গো। |
আয়তনে আফ্রিকার বৃহত্তম দেশ কোনটি? | আলজেরিয়া (২৩,৮১,৭৪০ বর্গ মিটার)। |
লোকসংখ্যায় আফ্রিকার বৃহত্তম দেশ কোনটি? | নাইজেরিয়া। |
আয়তনে আফ্রিকার ক্ষুদ্রতম দেশ কোনটি? | সিসেলিস । |
পৃথিবীর ৬০% হীরা উত্তোলন করা হয় কোন খনি থেকে ? | দক্ষিণ আফ্রিকার কিম্বার্লি খনি। |
বৃহদাকার চিড়িয়াখানা বলা হয়া কোন মহাদেশ কে? | আফ্রিকা । |
আফ্রিকার সবচেয়ে সম্পদশালী দেশ কোনটি? | দক্ষিণ আফ্রিকা। |
আফ্রিকা মহাদেশের মধ্য ভাগ দিয়ে কোন রেখা অতিক্রম করেছে? | বিষূব রেখা। |
আফ্রিকা মহাদেশের উপর দিয়ে কোন রেখা অতিক্রম করেছে? | কর্কটক্রান্তি রেখা। |
আফ্রিকা মহাদেশের দক্ষিণ দিয়ে কোন রেখা অতিক্রম করেছে? | মকরক্রান্তি রেখা। |
গরিলা ও শিম্পাঞ্জী আফ্রিকার কোন বনভূমিতে বাস করে? | নিরীয় নিবিড় বনভূমি । |
আফ্রিকা ইউরোপ মহাদেশের কত গুণ? | আড়াই গুন। |
কালাহারি মালভূমি কোথায় অবস্থিত? | দক্ষিণ আফ্রিকা ও বতসোয়ানায়। |
সাভানা তৃনভূমি কোথায় অবস্থিত? | কেনিয়া, সুদান , তানজানিয়া ও জিম্বাবুয়ে। |
আফ্রিকার বৃহত্তম মরূভূমি কোনটি? | সাহারা (৩৫,০০০,০০ বর্গ কিমি)। |
আফ্রিকার গভীরতম হ্রদ কোনটি? | ট্যাঙ্গানিকা (গভীরতা-৬৬২ মিটার)। |
ইউরোপ মহাদেশ
ইউরোপের আয়তন কত? | ২,২৮,২৫,৯০৫ বর্গ কি.মি। |
ইউরোপ কোন গোলার্ধে অবস্থিত? | উত্তর গোলার্ধে। |
জনসংখ্যার দিক দিয়ে ইউরোপ কততম মহাদেশ? | দ্বিতীয়। |
ইউরোপ পৃথিবীর মোট আয়তনের কত অংশ? | ১৫.৭%। |
আয়তনের দিক দিয়ে ইউরোপ কততম? | তৃতীয়। |
ইউরোপের মোট উপকূল রেখা কত? | ৪১,২০৪ কি.মি। |
আয়তনে ইউরোপ এশিয়ার কতভাগের সমান? | পাঁচ ভাগের একভাগ। |
ইউরোপের পূর্ব দিকে কোন সাগরের অবস্থান? | ক্যাম্পিয়ান সাগর। |
ইউরোপের দীর্ঘতম নদী কোনটি? | ভলগা । |
ইউরোপের বিখ্যাত আগ্নেয়গিরি কি কি? | ভিসুুভিয়াস(ইটালি), ইটনা(সিসিলি)। |
আয়তনে ইউরোপের বৃহত্তম দেশ কোনটি? | রাশিয়া (১,৬৯,৯৫,৮০০ বর্গ কি. মি)। |
লোক সংখ্যায় ইউরোপের ক্ষুদ্রতম দেশ কোনটি? | রাশিয়া। |
ইউরোপের প্রধান প্রধান নদীর নাম কি? | দানিউব , ভলগা, ডন, নিপার, নিস্টার, পেচোরা, ওয়েজার, রাইন, টেমস, ডুরো, টেগান, গোয়াডিন, ও রোন। |
দানিউব নদীর উৎপত্তিস্থল কোথায়? | ব্ল্যাক ফরেস্ট থেকে। |
ভলগা নদী কোথায় পতিত হয়েছে? | ক্যাম্পিয়ান সাগর। |
কোন নদীর তীরে লন্ডন শহর অবস্থিত? | টেমস। |
পৃথিবীর সর্ববৃহৎ মৎস্যচারণ ক্ষেত্র কোনটি? | ডগার্স ব্যাংক । |
ইউরোপের প্রধান প্রাকৃতিক গ্যাস উৎপন্ন দেশ কোনটি? | রাশিয়া। |
ইউরোপের জলবায়ুর প্রকৃতি কেমন? | আর্দ্র। |
ফ্রান্স ও স্পেনের সীমান্তে কোন পর্বত অবস্থিত ? | পিরেনীজ পর্বত। |
ভলগা নদীর উৎপত্তিস্থল কোথায়? | ভলদাই পর্বত (রাশিয়া)। |
ইউরোপের বৃহত্তম সড়ঙ্গ পথ কোনটি? | ইউরো টানেল। |
ইউরো তথা পৃথিবীর বৃহত্তম সমভুমি কোনটি? | মধ্য ইউরোপের সমভুমি। |
ইউরোপের উচ্চতা পর্বতশ্রেনী কোনটি? | আল্পাস। |
ইউরোপের দীর্ঘতম পর্বতমালা কোনটি? | আল্পস পর্বতমালা। |
ইউরোপের উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি? | মাউন্ট ব্ল্যাঙ্ক; (৪৮০৭ মিটার) |
ইউরোপের সর্বোচ্চ বিন্দু কোনটি? | এলবুর্জ; (৫৬৪১.৮মিটার) |
ইউরোপের দ্বার বলা হয় কাকে? | ভিয়েনা। |
ইউরোপের ককপিট বলা হয় কাকে? | বেলজিয়াম। |
ইউরোপের প্রধান বস্ত্র শিল্প অঞ্চল কোনটি? | ভিয়েনা। |
বসনিয়া হার্জেগোভিনা কোন অঞ্চলের অর্ন্তগত ? | বলকান। |
ইউরোপের বৃহত্তম উপসাগর সাগর কোনটি? | স্ক্যান্ডিনেভিয়া। |
ইউরোপের বৃহত্তম সাগর কোনটি? | ভূমধ্যসাগর । |
যুক্তরাজ্যের উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি? | বেননেভিস। |
সাধারণ ভৌগলিক তথ্য
সবচেয়ে সরু দেশ কোনটি? | চিলি। (দৈর্ঘ্য ৬,১৫৫ কিমি) |
পৃথিবীর সর্ব দক্ষিনের শহর কোনটি? | পুন্টা আরেনাস, চিলি। |
সর্বাধিক দ্বীপ নিয়ে গঠিত দেশ কোনটি? | ইন্দোনেশিয়া (১৩,৫০০ টি) |
ইন্দোনেশিয়ার কতটি দ্বীপে মানব বসতি আছে? | প্রায় ৬,০০০ টি। |
সবচেয়ে বেশি নিরপেক্ষ দেশ কোনটি? | সুইজারল্যান্ড। |
কোন দেশ আর্ন্তজাতিকভাবে কোন যুদ্ধে অংশগ্রহন করেনি? | সুইজারল্যান্ড। |
সুইজারল্যান্ড কবে জাতিসংঘের সদস্য পদ গ্রহন করে? | ১০ সেপ্টেম্বর, ২০০২ |
বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ কোনটি? | চীন (পৃথিবীর মোট জনসংখ্যার ২৩%) |
বিশ্বের ক্ষুদ্রতম প্রজাতন্ত্র কোনটি? | নাউরু (আয়তন -২১ বর্গ কিমি) |
বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি? | ভ্যাটিকান সিটি। (১০৮.৭ একর) |
বিশ্বের দীর্ঘতম সীমান্ত কোন দুটি দেশের? | যুক্তরাষ্ট্র ও কানাডা (৬,৪১৬ কিমি, আলাস্কার ২৫৪৭ কিমি ছাড়াই) |
দি¦তীয় দীর্ঘতম সীমান্ত কোন দুটি দেশের? | আর্জেন্টিনা ও চিলি (৫২৫৫ কিমি) |
সর্বাধিক লোক অতিক্রমকারী সীমান্ত কোনটি? | যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্ত (বছরে প্রায় ৫০কোটি লোক অতিক্রম করে। |
সর্বাধিক সীমান্ত বেষ্ঠিত দেশ কোনটি? | চীন (১৫দেশের সাথে সীমান্ত)। |
পৃথিবীর সংক্ষিপ্ত সীমান্ত কোনটি? | জিব্রাল্টার ও স্পেন (১.৫৩ কিমি)। |
দ্বিতয়ি ক্ষুদ্র সীমান্ত কোনটি? | ভ্যাটিকান সিটি ও রোম (৪.০৭ কিমি) |
আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি? | রাশিয়া (পৃথিবীর মোট আয়তনের ১১.৫%)। |
কোন দেশের রাজধানীকে বিভক্ত রাজধানী বলে? | নেদারল্যান্ড। |
কোন দেশের তিনটি রাজধানী? | দক্ষিণ আফ্রিকা। |
দক্ষিণ আফ্রিকার রাজধানী তিনটি কি কি? | প্রিটোরিয়া, কেপটাউন ও ব্লমফনটেন। |
সৌর জগত সবৃ প্রথম কে আবিস্কার করেন? | কোপারনিকাস(১৫৪০) |
সর্ব প্রথম এভারেষ্ট কে জয় করেন? | হিলারী তেনজিং (১৯৫৩)। |
সর্ব প্রথম কোন মহিলা এভারেষ্ট জয় করেন? | জনাকো তাবেই, ১৯৭৫ সালে। |
ভারতে গমনের সমুদ্র পথ কে আবিস্কার করেন? | ভাস্কো দা গামা। |
প্রথম চন্দ্র প্রদক্ষিণ করেন কে? | ফ্র্রাঙ্ক বরম্যান ও অ্যান্ডারস (১৬৬৮)। |
ট্যাঙ্গানিকা হ্রদ কে আবিস্কার করেন? | ক্যাপ্টেন জন স্পেক (১৮৫৬) |
উত্তর মেরু কে আবিস্কার করেন? | রবার্ট পিয়েরে(১৯০৯) |
দক্ষিণ মেরু আবিস্কার করেন কে? | ব্রমান্ড সেন(১৯১২) |
আমেরিকা আবিস্কার করেন কে? | ইটালীর নাবিক কলম্বাস (১৪৯৮) |
পশ্বিম ভারতীয় দ্বীপপুঞ্জ কে আবিস্কার করেন? | কলম্বাস(১৪৯২) |
কে সর্ব প্রথম পালের নৌকায় বিশ্ব ভ্রমণ করেন? | ম্যাগিলান (১৫১৯) |
প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরে গমনের পথ কে আবিস্কার করেন? | ম্যাগিলান |
ভিক্টোরিয়া জলপ্রপাত কে আবিস্কার করেন? | ডেভিড লিভিংস্টোন। |
গ্রীনল্যান্ড কে আবিস্কার করেন? | এরিক দি রেড ভাইকিং (৯৮২ সালে) |
অস্ট্রেলিয়া কে আবিস্কার করেন? | উইলিয়াম জ্যাকসন (১৯০৬) |
আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি? | রাশিয়া । |
হংকং বর্তমানে কোন দেশের সাথে একভূত হয়েছে? | চীন। |
বিশ্বে সবচেয়ে বেশি লোক কথা বলে কোন ভাষায় ? | চাইনিজ মান্দারিন ভাষায়। |
বাংলাদেশ ছাড়া আর কোন দেশে পয়সা ক্ষুদ্রতম মুদ্রা? | মায়ানমার। |
হ্রদ বিষয়ক প্রশ্নোত্তর
হ্রদ কাকে বলে? | চারদিকে স্থল দ্বারা বেষ্টিত জলরাশি । |
পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? | বৈকাল হ্রদ। |
পৃথিবীর বৃহত্তম সুপেয় পানির হ্রদ কোনটি? | সুপিরিয়র। |
বিশ্বেও বৃহত্তম হ্রদ কোনটি? | কাস্পিয়ান সাগর। |
সুপিরিয়র হ্রদটি কোথায় অবস্থিত ? | যুক্তরাষ্ট্র ও কানাডা। |
জর্ডানের ডেড সি কোন ধরনের হ্রদ? | সুপেয় পানির হ্রদ। |
কাস্পিয়ানের সাগর কোথায় অবস্থিত ? | আজারবাইজান ও ইরান। |
ভিক্টোরিয়া হ্রদটির অবস্থান কোথায়? | উগান্ডা, কেনিয়াও তাঞ্জানিয়া। |
আরল হ্রদটি কোথায় অবস্থিত ? | রাশিয়া। |
গুরন হ্রদটি কোথায় অবস্থিত ? | যুক্তরাষ্ট্র ও কানাডা। |
মিসিগান হ্রদটি কোথায় অবস্থিত ? | যুক্তরাষ্ট্র । |
বৈকাল হ্রদটি কোথায় অবস্থিত ? | দক্ষিণ সাইবেরিয়া। |
টাঙ্গানিকা হ্রদের অবস্থান কোথায়? | কঙ্গো, জাম্বিয়া, তাঞ্জানিয়া ও বুরুন্ডি। |
গ্রেট বিয়ার হ্রদ কোথায় অবস্থিত ? | কানাডা। |
গ্রেট স্নেভ হ্রদটি কোথায় অবস্থিত? | কানাডা। |
নায়াসা হ্রদ কোথায় অবস্থিত? | মালাবি, জাম্বিয়া, তাঞ্জানিয়া ও বুরুন্ডি। |
ইরি হ্রদটি কোথায় অবস্থিত ? | যুক্তরাষ্ট্র ও কানাডা। |
বিখ্যাত খাল সমূহ
বিশ্বের দীর্ঘতম খাল কোনটি? | গ্রান্ড খাল। |
বিশ্বের কৃত্রিম দীর্ঘতম খাল কোনটি? | সুয়েজ খাল। |
বিশ্বের গভীরতম খাল কোনটি? | পানামা খাল। |
পানামা খাল কোন দুটি মহা সাগরকে সংযুক্ত করেছে? | প্রশান্ত মহাসাগরকে। |
সুয়েজ খাল সংযুক্ত করেছে? | লোহিত সাগর ও ভূমধ্য সাগর। |
পৃথিবীর বৃহত্তম কৃত্রিম জলপথ কোনটি? | সুয়েজ খাল। |
বনভূমি কেটে কোন খাল তৈরী করা হয়েছে? | পানামা খাল। |
পানামা খাল কবে খনন করা হয়? | ১৯১৩ সালে। |
সুয়েজ খাল খনন কাজ সম্পন্ন হয় কবে? | ১৮৬৯ সালে। |
সুয়েজ খালকে জাতীয়করণ করা হয় কবে? | ১৯৫৬ সালে। |
জলপ্রপাত সম্পর্কিত প্রশ্নোত্তরঃ
বিশ্বের উচ্চতম জলপ্রপাত কোনটি? | অ্যাঞ্জেল। |
আয়তনে বিশ্বের বৃহত্তম জলপ্রপাত কোনটি? | নায়াগ্রা। |
বিশ্বের গভীরতম খাল কোনটি? | পানামা খাল। |
ভিক্টোরিয়া জলপ্রপাতটি কোন দেশে? | জাম্বিয়া ও জিম্বাবুয়ে। |
অ্যাঞ্জেল কোন নদীর জলপ্রপাত? | রিও কেরনি। |
পানি পতনের দিক থেকে বিশ্বের প্রধান জলপ্রপাত কোনটি? | গুয়রাইয়া, উচ্চতাঃ ১৩০ ফুট। |
গুয়রাইয়া জলপ্রপাত থেকে গড়ে কি পরিমান পানি পতিত হয়? | ৪,৭০,০০০ কিউসেক। |
Discussion about this post