দারিদ্র্যের হার:
অর্থনৈতিক সমীক্ষা ২০১৭
অনুসারে দারিদ্র্যের উর্ধ্বসীমা- ২৩.৫%, নিম্নসীমা- ১২.১%। তবে, জাতীয়
দারিদ্র্যের হার- ২৩.২%।
অমীমাংসিত ভূমি:
২০১৫ সালের আগে
ছিল- ৬.৫
কি. মি। তবে,২০১৫ সালের
পর থেকে- ২
কি. মি
গড় আয়ু:
অর্থনৈতিক সমীক্ষা ২০১৭ অনুসারে – ৭০.৯ বছর
জনতাত্ত্বিক সূচক ২০১৬ অনুসারে- ৭১.৬ বছর
ইউএনডিপি রিপোর্ট ২০১৬ অনুসারে- ৭২ বছর
সাওতালদের ধর্ম:
বেসিক্যালি তারা কোন একক ধর্মগোষ্ঠীর অনুসারী না। এদের মধ্যে হিন্দু ও খ্রিস্টান দুইটাই আছে। তবে, বেশিরভাগ খ্রিস্টান।
বাংলাদেশ– ভারতের মধ্যে ২০১৭ সালে চুক্তি ও সমঝোতা স্মারক হয়:
১১ টি চুক্তি ও ২৪ টি সমঝোতা স্মারক= ৩৫ টি
উপজাতি সংখ্যা:
আদমশমারী ২০১১ অনুযায়ী- ২৭ টি+ ২০১৫ সালের আইনে সরকার যুক্ত করে ২১ টি= ৪৮টি।
আদিবাসী ফোরামের হিসেবে- ৪৫ টি
বাংলাপিডিয়া অনুসারে- ৩৩ টি
নিষিদ্ধ রপ্তানি পণ্য:
২০১২ সাল থেকে ইলিশ ও কাঁচাপাট রপ্তানি নিষিদ্ধ করেছে সরকার
রপ্তানি আয়:
পোশাক খাত থেকে আয়- ৮২% (তৈরি পোশাক- প্রায় ৪৩% ও নিটওয়্যার- ৩৯%)
চামড়া- ২য় (৩.৬%)
পাট- তৃতীয়
দুর্যোগ সংখ্যা:
১৭ মে ২০১৬ তারিখে বজ্রপাতকে দুর্যাোগ হিসেবে ঘোষণা করায় মোট দুর্যোগ- ১৩ টি
১. বন্যা ২. ঘূর্ণিঝড় ৩. টর্নেডো ৪. নদীভাঙ্গন ৫. ভূমিকম্প ৬. খরা ৭. আর্সেনিক দূষণ ৮. লবনাক্ততা ৯. সুনামি ১০. অগ্নিকান্ড ১১. অবকাঠামোগত বিপর্যয় ১২. ভূমিধস ১৩. বজ্রপাত
জনশক্তি রপ্তানি প্রতিষ্ঠান:
BMET: Bureau of Manpower, Employment &
Training. জনশক্তি, করমসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো
BOESL: Bangladesh Overseas Emploment Service
Limited. জনশক্তি রপ্তানিকারক সরকারি প্রতিষ্ঠান
BAIRA: Bangladesh Association of International
Recruiting Agency. বেসরকারি জনশক্তি রপ্তানিকারকদের জোট
হাওর শব্দটির অর্থ:
হাওর শব্দটি সাগর থেকে উৎপত্তি। এর অর্থ- নীচু বা জলাভূমি। পত্রিকায় অর্থ বলা হয়েছিল- সমুদ্র ( ভুলের
জন্য দুঃখিত)
ফেসবুক বেশি ব্যবহার করে– যুক্তরাষ্ট্র, তবে ইন্টারনেট বেশি ব্যবহার করে- চীন। চীনে ফেসবুক নিষিদ্ধ।
UNHRC:
UNHCR: UN High Commissioner for Refugees যা শরনার্থী সংস্থা। তবে, UNHRC: UN Human Rights
Commission যা মানবাধিকার সংস্থা। প্রতিষ্ঠা- ২০০৬, সদস্য- ৪৭, সদর দপ্তর- জেনেভা
#Territorial Self:
রাজনৈতিক/ আঞ্চলিক বা উপকূলীয় সীমা (১২ নটিক্যালমাইল)
মহীসোপান হলো Continental Shelf (৩৫০ নটিক্যাল মাইল) (সংগৃহীত)
১।পাবনার বেড়া উপজেলার নাটিয়াবাড়ি নামক স্থানে স্থাপিত ১৮ ফুট উঁচু ‘শেকড় থেকে শিখরে ” নামে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ আবক্ষ ভাস্কর্যটির ভাস্কর কে ?
উত্তরঃ বিপ্লব দত্ত
২।বাংলাদেশ পুলিশের ডগ
স্কোয়াডকে কী নামে ডাকা
হয় ?
উত্তরঃ কে নাইন
৩।সম্প্রতি বাংলাদেশে কাকে সব্যসাচী শিল্পী খেতাব দেয়া হয় ?
উত্তরঃ শিল্পী মুস্তফা মনোয়ারকে
৪।বাংলাদেশে স্মার্ট কার্ড বিতরণ শুরু হয় কবে ?
উত্তরঃ ২ অক্টোবর ২০১৬
৫।বাংলাদেশ প্যারিস জলবায়ু চুক্তিততে স্বাক্ষর করে কবে ?
উত্তরঃ ২২ এপ্রিল, ২০১৬ সালে
৬।পিএসসির চেয়ারম্যান ও সদস্য , প্রধান
নির্বাচন কমিশনার ও
অন্যান্য নির্বাচন কমিশনারদের শপথ বাক্য পাঠ
করান কে ?
উত্তরঃ প্রধান বিচারপতি
৭।বাংলাদেশে PayPal পেমেন্ট সার্ভিস
‘XOOM’ আনুষ্ঠানিকভাবে চালু হয়
কবে ?
= ১৯ অক্টোবর ২০১৭
৮।জাতির জনক
বঙ্গবন্ধু শেখ মুজিবর
রহমানের ৭ মার্চের
ভাষণকে ইউনেস্কো আন্তর্জাতিক দলিল হিসাবে স্বীকৃতি প্রদান করে কবে
?
উত্তরঃ ৩০ অক্টোবর
২০১৭
৯।৭ মার্চের ভাষণ
কতটি ভাষায় অনূদিত
হয় ?
উত্তরঃ ১২ টি
১০।বর্তমানে বাংলাদেশ সরকারের
ফার্স্ট ট্র্যাক প্রকল্প
কয়টি ?
উত্তরঃ ৮টি
১১।বাংলাদেশে স্পিকার হবার
ন্যূনতম বয়স কত
?
উত্তরঃ ২৫ বছর।
১২।’এনজিও বিষয়ক
ব্যুরো’ কিসের অধীনে
?
উত্তরঃ প্রধানমন্ত্রীর কার্যালয়ের
১৩।বাংলাদেশের কোথায় ১ম
গভীর সমুদবন্দর নির্মিত
হবে ?
উত্তরঃ মাতারবাড়িতে।
১৪।বাংলাদেশে পরিবেশ আদালত
গঠন করা হয়
কবে ?
উত্তরঃ ২০০১ সালে।
১৫।কোন নদীটি
বাংলাদেশ থেকে ভারতে
গিয়ে আবার বাংলাদেশে প্রবেশ করেছে?
উত্তরঃ আত্রাই । নোট: কুলিখ
আর ফিরে আসেনি
)
১৬।২ ডিসেম্বর, ১৯৯৭
বাংলাদেশ সরকারের চিপ
হুইপ আবুল হাসানাত
ও জনসংহতি নেতা
জ্যোতিরিন্দ্র ব্যোধিপ্রিয় সন্তু
লারমার মধ্যে স্বাক্ষরিত “পার্বত্য শান্তি চুক্তি
” শর্ত ছিল কতটি?
উত্তরঃ ৭২ । বাস্তবায়িত হয়েছে
৪৮টি ।
১৭।বাংলাদেশের কোথায়
এশিয়ার সর্ববৃহৎ Economic Zone স্থাপিত হচ্ছে
?
উত্তরঃ মীরসরাইয়ে।
১৮।রুপপুর পারমানবিক বিদ্যুৎ
কেন্দ্রের উৎপাদন ক্ষমতা
কত ?
উত্তরঃ ১২০০ মেগাওয়াট X ২ ( মোট উৎপাদিত
হবে ৩৯২ গিগাওয়াট)।প্রকল্পটির কাজ
শেষ হবে-২০২৩
সালে।পাবনার ঈশ্বরদীর রূপপুরে।
১৯।বাংলাদেশ পল্লী উন্নয়ন
একাডেমি কোথায় অবস্থিত?
উত্তরঃ কুমিল্লা
২০।বাংলাদেশে প্রথম এইচআইভি
সংক্রমিত ব্যক্তি শনাক্ত
হয় কবে ?
উত্তরঃ ১৯৮৯ সালে
২১।বাংলাদেশের সবচেয়ে বড়
যুদ্ধজাহাজের নাম কী
?
উত্তরঃ সমুদ্র অভিযান”(যুক্তরাষ্ট্রের কাছ
থেকে পাওয়া)।
২২।১৯৭১ সালে পশ্চিম
পাকিস্তান সর্বপ্রথম কোন
যুদ্ধ জাহাজ দিয়ে
বাংলাদেশকে আক্রমণ করে?
উত্তরঃ এমভি সোয়াত
২৩।মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বেতার কেন্দ্রের পরিচালক
কে ছিলেন?
উত্তরঃ শামসুল হুদা
চৌধুরী।
২৪।বঙ্গবন্ধু -১ স্যাটেলাইটটি কোন রকেটে করে
মহাকাশে পাঠানো হবে
?
উত্তরঃ ফ্যালকন
২৫।ডিজিটাল সিকিউরিটি আইন-২০১৬” কবে
পাশ হয় ?
উত্তরঃ ২০১৫ । সাইবার নিরাপত্তা আইন,২০১৫” এর
পরিবর্তিত নাম এটি
।
পয়েন্ট :
গুলিস্তানের @জিরো পয়েন্ট থেকে @জাফর সুন্দরবনের দক্ষিণে @হিরণ ও @টাইগার পয়েন্টে ঘুরতে গিয়েছিল।
জিরো পয়েন্ট = গুলিস্তান, ঢাকা।
জাফর পয়েন্ট, হিরণ পয়েন্ট, টাইগার পয়েন্ট = সুন্দরবনের দক্ষিণ অবস্থান।
টাইগার হিল – দার্জিলিং।
মোট উপজাতির সংখ্যা- ৪৮( সরকারি হিসাবে)
আদমশুমারি অনুসারে মোট উপজাতি – ২৭।
আদিবাসি ফোরামের হিসাবে – ৪৫।
পার্বত্য চট্রগ্রামে বাস করে উপজাতি – ১৩
রাঙামাটিতে বাস করে – ১১।
৪৯১ তম উপজেলা?= লালমাই, কুমিল্লা।
৪৯২ তম উপজেলা?= শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ , সিলেট।
জাতির পিতা কথাটি উল্লেখ আছে সংবিধানের চারটি জায়গায়।।১। ৪(ক) অনুচ্ছেদ২। ১৫০ (২) অনুচ্ছেদ�৩। পন্চম তফসিল�৪। ষষ্ঠ তফসিল…..
Discussion about this post