১) করোনা শব্দের আভিধানিক অর্থ কী?
উত্তর : মাথার মুকুট।
২)কোন দশকে করোনা ভাইরাসের সন্দেহ মেলে?
উত্তর : ১৯৩০
৩)করোনা ভাইরাস কত সালে আবিষ্কৃত হয়?
উত্তর :১৯৬০
৪)WHO কবে এই ভাইরাসের নাম দেন 2019-nCOV?
উত্তর :৭ই জানুয়ারি ২০২০
৫)কোভিড-১৯ কবে নামকরণ করা হয় ?
উত্তর :১১ফেব্রুয়ারি,২০২০
৬)কোভিড-১৯ রোগটি প্রথম কোথায় ও কবে সনাক্ত করা হয়?
উত্তর :৩১শে ডিসেম্বর ২০১৯সালে চীনের উহান নগরীতে রোগটি সনাক্ত করা হয়।
৭)WHO, COVID-19 কবে PANDEMIC হিসেবে ঘোষণা করে?
উত্তর :১১ই মার্চ ২০২০
৮)COVID-19 রোগটির বহনকারী ভাইরাসের নাম কী?
উত্তর :SARS-COV-2
৯)বিজ্ঞানীরা কবে কোভিড-১৯ কে সার্স- করোনা ভাইরাস গোত্রের বলেন?
উত্তর :৯ই জানুয়ারি ২০২০
১০)কোভিড-১৯ কে বৈশ্বিক মহামারী হিসেবে কবে কে ঘোষণা দেয়?
উত্তর :১১ই মার্চ WHO
১১)বাংলাদেশে প্রথম কোভিড-১৯রোগী শনাক্ত করা হয় কবে?
উত্তর :৮ই মার্চ ২০২০
১২)কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম মারা যায় কবে?
উত্তর :১৮ই মার্চ ২০২০
১৩)সর্বপ্রথম বাংলাদেশের কোন জেলায় লকডাউন ঘোষণা করা হয়?
উত্তর :মাদারীপুর
১৪)আইইডিসিআর কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৭৬
১৫)IEDCR -এর পূর্ণরুপ কি?
উত্তর :Institute of Epidemiology, Diseases Control and Research.
১৬)IEDCR-এর বর্তমান পরিচালক কে?
উত্তর :প্রফেসর ডা. মীরজাদী সাব্রিনা ফ্লোরা।
১৭)IEDCR-এর সদর দপ্তর কোথায়?
উত্তর :মহাখালী,ঢাকা।
১৮)PPE-এর পূর্ণরুপ কি?
উত্তর :Personal Protective Equipment.
১৯) সর্বপ্রথম বাংলাদেশের নাগরিক কোন দেশে করোনা ভাইরাসে সংক্রমিত হয়?
উত্তর :সিঙ্গাপুর।
২০)করোনা ভাইরাস শনাক্তের পরীক্ষার জন্য নাক ও গলার লালার নমুনা সংগ্রহ করার বিশেষ কাঠির নাম কি?
উত্তর : সোয়াব স্টিক।
২১)করোনা ভাইরাস শনাক্তের কিট বাংলাদেশকে সরবরাহ করেছে?
উত্তর :WHO
২২)করোনা ভাইরাস শনাক্তকরণে গণস্বাস্থ্যের তৈরি কিটের নাম কি?
উত্তর :জিআর কোভিড-১৯ ডট ব্লট
২৩)করোনা ভাইরাসে সংক্রমণের বিশ্বের প্রায় কয়টি দেশে সংক্রমণের বিস্তার করে?
উত্তর :২০০টি।
২৪)করোনা ভাইরাস সর্বপ্রথম ইউরোপের কোন দেশে ধরা পরে?
উত্তর :ফ্রান্স
২৫)করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বপ্রথম বাংলাদেশের কোন ডাক্তার মারা যান?
উত্তর :ড. মইনুদ্দিন।
২৬)করোনা ভাইরাস আক্রান্ত হয়ে সর্বপ্রথম কোন সাংবাদিক মারা যান?
উত্তর :হুমায়ুন কবির খোকন।
২৭)করোনা ভাইরাস নিয়ে সতর্ককারী চিকিৎসকের নাম কি?
উত্তর :লিওয়েনলিয়াং
২৮)লিওয়েনলিয়াং কবে মারা যান?উত্তর :৬ফেব্রুয়ারি ২০২০
২৯)WHO কবে বৈশ্বিক অবস্থা জাড়ি করে?
উত্তর :৩০শে জানুয়ারি ২০২০
৩০)করোনা ভাইরাসের ৭তম প্রজাতির নাম কি?
উত্তর :2019 Novel Corona Virus.
ধন্যবাদ।
সোনিয়া বিনতে মোজাম্মেল
Discussion about this post