ক্যারিয়ার ডেস্ক
গেলো ৩১ মার্চ দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৬ হাজার ৭৩৬টি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এসব পদের জন্য পদভিত্তিক তালিকা প্রকাশ করা হবে আগামী ১৭ এপ্রিল।শিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্কুল ও কলেজে পদ সংখ্যা ৪৩ হাজার ২৮৬। আর মাদ্রাসা, ব্যবসায় ব্যবস্থাপনা ও কারিগরি প্রতিষ্ঠান ৫৩ হাজার ৪৫০টি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এসব পদের পদভিত্তিক তালিকা আগামী মাসের ১৭ এপ্রিল প্রকাশ হবে।
এরপর থেকেই আবেদন প্রক্রিয়া শুরু হবে। এর আগে, ২৯ ফেব্রুয়ারি থেকে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের শূন্যপদের তথ্য সংগ্রহ শুরু হয়। ১৮ মার্চ এ তথ্য সংগ্রহ শেষ হয়েছে।
Discussion about this post