ক্যারিয়ার ডেস্ক
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সাতটি ব্যাংকে অফিসার (ক্যাশ) পদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে নিয়োগের জন্য প্রাথমিকভাবে ১ হাজার ৭২০ জনকে নির্বাচিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অফিসার (ক্যাশ) পদে নিয়োগের জন্য নির্বাচিত ১ হাজার ৭২০ জনের মধ্যে সোনালী ব্যাংকে ১৯৯ জন, জনতা ব্যাংকে ১ হাজর ৩৮ জন, অগ্রণী ব্যাংকে ৩০০ জন, রূপালী ব্যাংকে ২ জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ৫ জন, বাংলাদেশ কৃষি ব্যাংকে ১৩৪ জন ও প্রবাসীকল্যাণ ব্যাংকে ৪২ জন।
আরো পড়ুন-শিক্ষকসহ একাধিক পদে জনবল নিচ্ছে নিটার
লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুসারে প্যানেল থেকে নিয়োগসংক্রান্ত সরকারি বিধিবিধান অনুসরণ করে প্রার্থীদের ব্যাংক পছন্দক্রম অনুসারে এসব প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে।
নিয়োগসংক্রান্ত পরবর্তী কাজ সংশ্লিষ্ট ব্যাংকগুলো করবে। প্রকাশিত ফলাফলে কোনো সংশোধন প্রয়োজন হলে সেটি ব্যাংকার্স সিলেকশন কমিটি করবে।
নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর দেখা যাবে এই লিংকে।
Discussion about this post