ক্যারিয়ার ডেস্ক
পঞ্চম গণবিজ্ঞপ্তিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ১৯ হাজার ৫৮৬ জনকে শিক্ষক পদে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করার অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর সব কাজ শেষ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আজই চূড়ান্ত সুপারিশ করা হতে পারে বলে জানা গেছে।
বুধবার (২১ আগস্ট) দুপুরে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সচিব ওবায়দুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আমাদের কাজ তো শেষ। মন্ত্রণালয়ও অনুমতি দিয়েছে। সব কিছু ঠিক থাকলে আজই চূড়ান্ত সুপারিশ করা হবে।’
আরও পড়ুন-ট্রান্সক্রিপ্ট উত্তোলনের ফি বাতিল করলো ববি
মঙ্গলবার (২০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, পঞ্চম গণবিজ্ঞপ্তির আওতায় পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম চলমান রেখে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে সুপারিশ প্রদানে শিক্ষা মন্ত্রণালয় সম্মতি দিয়েছে। প্রাথমিকভাবে নির্বাচিত ১৯ হাজার ৫৮৬ জন প্রার্থীকে নিয়োগ দিতে বলা হয়েছে।
Discussion about this post