ক্যারিয়ার ডেস্ক
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী। সামরিক এ বাহিনীর ১৪-১৯তম গ্রেডের ৭ পদে ১১৩ বেসামরিক কর্মচারী (কারিগরি) নিয়োগ দেয়া হবে। আবেদন ২১ নভেম্বর সকাল ৮টা থেকে শুরু হয়েছে যা চলবে ১১ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১১ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
আরও পড়ুন-৫৪ শিক্ষক-কর্মচারী নিচ্ছে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ
১. পদের নাম: সহকারী লিডিং ম্যান;
বেতন: ১০,২০০—২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);
২. পদের নাম: হাইলি স্কিলড মিস্ত্রী;
বেতন: ১০,২০০—২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);
৩. পদের নাম: হাইলি স্কিলড (গ্রেড-১);
পদসংখ্যা: ২২টি;
বেতন: ৯,৯০০—২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫);
৪. পদের নাম: হাইলি স্কিলড (গ্রেড-২);
পদসংখ্যা: ২২টি;
বেতন: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
৫. পদের নাম: স্কিলড গ্রেড;
পদসংখ্যা: ৩৩টি;
বেতন: ৯,০০০—২১,৮০০ টাকা (গ্রেড-১৭);
৬. পদের নাম: সেমি স্কিলড (গ্রেড-১);
পদসংখ্যা: ৪টি;
বেতন: ৮,৮০০—২১,৩১০ টাকা (গ্রেড-১৮);
৭. পদের নাম: সেমি স্কিলড (গ্রেড-২);
পদসংখ্যা: ১০টি;
বেতন: ৮,৫০০—২০,৫৭০ টাকা (গ্রেড-১৯);
বয়স: ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে (২১ নভেম্বর ২০২৪ তারিখে);
আবেদন যেভাবে-
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদন ফি-
টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ ১ থেকে ৪ নম্বর পদের জন্য ২২৩ টাকা এবং ৫ থেকে ৭ নম্বর পদের জন্য ১১২ টাকা আবেদন ফি ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদনের যোগ্যতা, দরকারি কাগজপত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন-
Discussion about this post