ক্যারিয়ার ডেস্ক
৪৭তম বিসিএস এর আবেদনের জন্য নতুন তারিখ ঘোষণা করেছে সরকারী কর্মকমিশন (পিএসসি)। নতুন সময় অনুযায়ী, আগামী ২৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে ৪৭তম বিসিএসের আবেদন শুরু হবে।যা চলবে ৩১ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) পিএসসি সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত সোমবার (৯ ডিসেম্বর) পিএসসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ৪৭তম বিসিএস পরীক্ষা-২০২৪-এর অনলাইন আবেদন ১০ ডিসেম্বর সকাল ১০টায় শুরু এবং ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে স্থগিত করা হলো। অনলাইনে আবেদন শুরু এবং শেষ হওয়ার সময় ও তারিখ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অনুমোদনক্রমে শিগগিরই জানিয়ে দেওয়া হবে।
জানা যায়, সরকার চাকরিতে আবেদন ফি কমানোর ঘোষণা দিলেও আবেদনের (১০ ডিসেম্বর) আগে এর প্রজ্ঞাপন হয়নি। এই প্রজ্ঞাপন হলেই ৪৭তম বিসিএসের আবেদনের কার্যক্রম শুরু হবে বলে তখন পিএসি সূত্রে জানানো হয়েছিল। এদিকে, বুধবার (১১ ডিসেম্বর) সরকার চাকরিতে আবেদন ফি কমানোর প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ফলে এই আবেদনে জটিলতা কেটে গেছে।
Discussion about this post