ক্যারিয়ার ডেস্ক
সপ্তদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সহকারী জজ পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে মৌখিক পরীক্ষার সময়সূচি জানিয়ে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুডিশিয়াল সার্ভিসের প্রবেশ পদের (সহকারী জজ) লিখিত পরীক্ষায় মোট ৪১৫ জন উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা কমিশন সচিবালয়ে অনুষ্ঠিত হবে।
আরো পড়ুন-৪৩তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মৌখিক পরীক্ষার সময় কমিশনের ওয়েবসাইট (www.bjsc.gov.bd) থেকে বিজেএসসি ফরম দুই কালার প্রিন্ট নিতে হবে। ওই ফরম নিজ হাতে পূরণ করে তার সঙ্গে কাগজপত্রের মূল কপি ও একসেট সত্যায়িত ফটোকপি (এ–ফোর সাইজের অফসেট কাগজে) ক্রমানুসারে দাখিল করতে হবে।
মৌখিক পরীক্ষা শুরু হওয়ার অন্তত ৩০ মিনিট আগে কমিশন সচিবালয়ে উপস্থিত হতে হবে এবং এ ক্ষেত্রে পরীক্ষার্থীকে কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
Discussion about this post