ক্যারিয়ার ডেস্ক
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটি হজ অফিস, ঢাকায় রাজস্ব খাতভুক্ত ৫ পদে অস্থায়ীভিত্তিতে ৯ কর্মী নিয়োগ দেয়া হবে। আবেদন ৮ জানুয়ারি সকাল ১০টায় শুরু হয়ে চলবে ২৮ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
১. পদের নাম: উচ্চমান সহকারী;
বেতন স্কেল: ১০,২০০—২৪,৬৮০ (গ্রেড ১৪);
আবেদনের যোগ্যতা-
*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে;
আরো পড়ুন-একাধিক পদে চাকরির সুযোগ চট্টগ্রাম বন্দরে
২. পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক;
পদসংখ্যা: ৪টি;
বেতন স্কেল: ৯,৩০০—২২,৪৯০ (গ্রেড ১৬);
আবেদনের যোগ্যতা-
*উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ হতে হবে;
৩. পদের নাম: বার্তাবাহক (ম্যাসেঞ্জার);
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড ২০);
আবেদনের যোগ্যতা-
*অষ্টম শ্রেণি পাস হতে হবে;
*মোটরসাইকেল/বাইসাইকেল চালনায় দক্ষতা থাকতে হবে;
৪. পদের নাম: অফিস সহায়ক;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড ২০);
আবেদনের যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস হতে হবে;
৫. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড ২০);
আবেদনের যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস বা সুইপার সম্প্রদায়ের সদস্য হতে হবে;
প্রার্থীর বয়স-
১৮ থেকে ৩২ বছর (১ জানুয়ারি ২০২৫ তারিখে)। তবে উচ্চমান সহকারী এবং অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদনের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য;
আবেদন ফি-
টেলিটক প্রি-পেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ ১ ও ২ নম্বর পদের জন্য ১১২ এবং ৩ থেকে ৫ নম্বর পদের জন্য ৫৬ টাকা জমা দিতে হবে;
চাকরির ধরন: অস্থায়ী;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
কর্মস্থল: হজ অফিস, আশকোনা, বিমানবন্দর, ঢাকা;
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে খুঁটিনাটি জেনে আবেদন করতে পারবেন;
Discussion about this post