ক্যারিয়ার ডেস্ক
বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) পদের চাকরির ৬ পদে আবেদনের সময় শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি)। তবে পদগুলোতে টেলিটকের সার্ভার জটিলতায় আবেদন করতে পারছে না চাকুরিপ্রার্থীরা।
বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হলে টেলিটকের পক্ষ থেকে পিএসসির কাছে যোগাযোগ করা হলে পদগুলোতে আবেদনের সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয় পিএসসি। পিএসসি’র কয়েকটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে টেলিটক বাংলাদেশ লিমিটেডের সেলস্ এন্ড মার্কেটিং বিভাগের মহাব্যবস্থাপক সালেহ মো. ফজলে রাব্বী বলেন, আমাদের সার্ভারের কিছু জটিলতার জন্য আবেদনকারীরা সমস্যায় পড়ছেন। বিষয়টি ইতোমধ্যে পিএসসির সাথে কথা বলে আমরা সমাধানের চেষ্টা করছি। পিএসসিকে সময় বাড়ানোর আবেদন করেছিলাম। যার প্রেক্ষিতে পিএসসি আবেদনের তারিখ ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করেছে।
আরো পড়ুন-আল-আরাফাহ ইসলামী ব্যাংকে চাকরির সুযোগ!
এছাড়া, এ বিষয়ে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় বিভাগের পরীক্ষা শাখার (নন-ক্যাডার) পরিচালক মো. শাহ আলম মিঞা বলেন, সমস্যা সমাধানে আমরা কাজ করছি। আবেদনের সময় বাড়ানো কিংবা যারা জটিলতার মুখে পড়ছেন তাদের নির্দেশনার বিষয়ে দ্রুত জানানো হবে।
Discussion about this post