শিক্ষার আলো ডেস্ক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তিতে সব ধরনের কোটা আপাতত স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ১৮০তম একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে শাবিপ্রবির ভর্তি কার্যক্রমে অযৌক্তিক কোটা বাতিলের দাবিতে গত বছরের ১০ ডিসেম্বর, চলতি বছর ৪ জানুয়ারি মানববন্ধন, মঙ্গলবার (১১ মার্চ) বিক্ষোভ মিছিলসহ কোটাবিরোধী নানা কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। সবার দাবির প্রেক্ষিতে কোটায় সংরক্ষিত আসনগুলোতে ভর্তি কার্যক্রম স্থগিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, সবার সম্মতিক্রমে আপাতত সব ধরনের কোটা স্থগিত করা হয়েছে। তবে যৌক্তিক কিছু কোটা রাখার জন্য আলোচনা হচ্ছে। ভর্তি কমিটির সুপারিশের ভিত্তিতে যতটুকু কোটা রাখা যৌক্তিক সে বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।
Discussion about this post