ক্যারিয়ার ডেস্ক
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। প্রতিষ্ঠানটি বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে ৯ম ও ১০ম গ্রেডে ১১ ক্যাটাগরির পদে ৭৯ কর্মকর্তা নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৩০ এপ্রিল দুপুর ১২টা থেকে শুরু হয়ে চলবে ২৯ মে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২৯ মে ২০২৫ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
আরও পড়ুনঃ ৩৩৪ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা টেলিটকের এই ওয়েবসাইট অথবা পিএসসির এই ওয়েবসাইটের নির্ধারিত আবেদনপত্র অ্যাপ্লিকেন্টস কপি (বিপিএসসি ফরম-৫-এ) পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম ও ফি জমাদান সম্পন্ন করতে পারবেন।
আবেদন ফি—
টেলিটক প্রিপেইড নম্বর থেকে পরীক্ষার ফি বাবদ ৯ম ও ১০ম গ্রেডের জন্য ২০০ এবং সব গ্রেডের (অনগ্রসর নাগরিক) জন্য ৫০ টাকা ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;
আবেদনের শেষ সময়: আগামী ২৯ মে ২০২৫, সন্ধ্যা ৬টা;
আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
Discussion about this post