ক্যারিয়ার ডেস্ক
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী পদে জনবল নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ এপ্রিলের মধ্যে আবেদন করতে পারবেন।
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের এই ওয়েবসাইটে প্রবেশ করে Create Applicant Account-এ ক্লিক করে দরকারি তথ্য প্রদান করে একটি অ্যাকাউন্ট তৈরি করে প্রার্থিত পদের আবেদনপত্র Submit করতে হবে;
আবেদন ফি—
How to pay বাটনে ক্লিক করে পেমেন্টবিষয়ক নির্দেশনা মেনে প্রার্থীকে আবেদন ফি বাবদ ১ থেকে ১৮তম পদের জন্য ২০০ টাকা, ১৯ থেকে ২৩তম পদের জন্য ১০০ টাকা এবং ২৪ থেকে ৩০তম পদের জন্য ৫০ টাকা নগদ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিতে হবে;
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—
১ থেকে ৪ নম্বর পদের জন্য ১০ সেট, ৫ থেকে ১৮ নম্বর পদের জন্য ৭ সেট এবং ১৯ থেকে ৩০ নম্বর পদের জন্য ৫ সেট করে পূর্ণাঙ্গ আবেদনপত্র ২৪ এপ্রিল অফিস চলাকালে বিকেল ৪টার মধ্যে সরাসরি অথবা ডাকযোগে ‘রেজিস্ট্রার, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর’ বরাবর পৌঁছাতে হবে;
আবেদনের শেষ সময়: আগামী ২৪ এপ্রিল ২০২৫, রাত ১১টা ৫৯ মিনিট;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
Discussion about this post